
25/07/2025
মিথুন- জিসান জামিনে মুক্ত
নারায়ণগঞ্জ টিভি : জামিনে মুক্তি পেলো জুলাই যোদ্ধা সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান। এর আগে জামিনে মুক্তি লাভ করেন ফুড ব্লগার শওকত মিথুন।
সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস জিসান ও ফুড ভ্লগার শওকত মিথুন।
পরবর্তীতে বার বার জামিন আবেদন করেও নারায়ণগঞ্জ আদালত তাদের জামিন মঞ্জুর করেনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ কোনো প্রমান ও দেখাতে পারেনি। যার ফলে জিসানকে ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষাও দিতে হয় কারাগারে।
জিসান বাংলাদেশ এস এম এস সাবেক কর্মী।
জিসানের গ্রেতারের পরেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা জিসানের মুক্তির জন্য আইনি এবং রাজনৈতিক ভাবে লড়াই করেছে। সর্বশেষ মামলা হাইকোর্টে উঠলে গত সোমবার জামিন পায় জিসান। এবং সকল প্রক্রিয়ার শেষে প্রায় ৭৩ দিন পর ২৪ জুলাই,বৃহস্পতিবার বিকেলে বের হয় জিসান।। এর আগে ১৭ ই জুলাই জা মিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন ফুড ব্লগার শওকত মিথুন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারন সম্পাদক সৃজয় সাহা যৌথ বিবৃতিতে বলেন, "রাষ্ট্রীয় রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। গণহত্যাকারী ও তাদের দোসররা যখন অবলীলায় সমাজে ঘুরে বেড়ায়, তখন মুক্তির লড়াইয়ে থাকা যোদ্ধাদের মিথ্যা মামলার ফাঁদে ফেলে হয়রানি করা দেশের বিচারব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তোলে।
জিসানের মুক্তি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও, তাকে গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখার ঘটনা রাষ্ট্রের দমন-পীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, যারা সত্য উচ্চারণ করে, তাদের মুখ বন্ধ করতেই রাষ্ট্রের এই মিথ্যা মামলা ও হয়রানির পথ বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরাবরের মতোই এই অন্যায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবে। #
শরীফ উদ্দিন সবুজ, ২৫-৫-২০২৫