Narayanganj TV

  • Home
  • Narayanganj TV

Narayanganj TV নারায়ণগঞ্জ টিভি। নারায়ণগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন

মিথুন- জিসান জামিনে মুক্ত নারায়ণগঞ্জ টিভি :  জামিনে মুক্তি পেলো  জুলাই যোদ্ধা সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান। এর আগে ...
25/07/2025

মিথুন- জিসান জামিনে মুক্ত

নারায়ণগঞ্জ টিভি : জামিনে মুক্তি পেলো জুলাই যোদ্ধা সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান। এর আগে জামিনে মুক্তি লাভ করেন ফুড ব্লগার শওকত মিথুন।

সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস জিসান ও ফুড ভ্লগার শওকত মিথুন।
পরবর্তীতে বার বার জামিন আবেদন করেও নারায়ণগঞ্জ আদালত তাদের জামিন মঞ্জুর করেনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ কোনো প্রমান ও দেখাতে পারেনি। যার ফলে জিসানকে ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষাও দিতে হয় কারাগারে।
জিসান বাংলাদেশ এস এম এস সাবেক কর্মী।
জিসানের গ্রেতারের পরেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা জিসানের মুক্তির জন্য আইনি এবং রাজনৈতিক ভাবে লড়াই করেছে। সর্বশেষ মামলা হাইকোর্টে উঠলে গত সোমবার জামিন পায় জিসান। এবং সকল প্রক্রিয়ার শেষে প্রায় ৭৩ দিন পর ২৪ জুলাই,বৃহস্পতিবার বিকেলে বের হয় জিসান।। এর আগে ১৭ ই জুলাই জা মিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন ফুড ব্লগার শওকত মিথুন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারন সম্পাদক সৃজয় সাহা যৌথ বিবৃতিতে বলেন, "রাষ্ট্রীয় রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। গণহত্যাকারী ও তাদের দোসররা যখন অবলীলায় সমাজে ঘুরে বেড়ায়, তখন মুক্তির লড়াইয়ে থাকা যোদ্ধাদের মিথ্যা মামলার ফাঁদে ফেলে হয়রানি করা দেশের বিচারব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তোলে।
জিসানের মুক্তি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও, তাকে গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখার ঘটনা রাষ্ট্রের দমন-পীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, যারা সত্য উচ্চারণ করে, তাদের মুখ বন্ধ করতেই রাষ্ট্রের এই মিথ্যা মামলা ও হয়রানির পথ বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরাবরের মতোই এই অন্যায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবে। #
শরীফ উদ্দিন সবুজ, ২৫-৫-২০২৫

একজন বৃদ্ধা মহিলা পাওয়া গেছে   নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগন্জ থানার পাঠানটুলি আইলপাড়ায়  এই বৃদ্ধা মহিলাকে পাওয়া গ...
24/07/2025

একজন বৃদ্ধা মহিলা পাওয়া গেছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগন্জ থানার পাঠানটুলি আইলপাড়ায় এই বৃদ্ধা মহিলাকে পাওয়া গেছে। উনি ওনার নাম ফাতেমা অনি, ওনার ছেলের নাম আসা নুর জামান ছাড়া আর কিছু বলতে পারেনা।
কেউ যদি ওনাকে চিনে থাকেন তবে অবশ্যই তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করুন। আর যদি কেউ না চিনে থাকেন তবে পোস্টটা শেয়ার করুন। আপনার শেয়ারের কারণে হয়তো মা ছেলের কাছে যেতে পারবে।
যোগাযোগ করুন এই নাম্বারেে
019 4132 5037

রক্ত দিন🙏1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল 3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ 4. কুয়েত মৈত্রী হাসপ...
21/07/2025

রক্ত দিন🙏
1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ
রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর র/ক্ত লাগবে, র/ক্ত দিয়ে সাহায্য করতে না পারলে বাসায় বসে দোয়া করেন, তাও এদিকে এসে ভিড় করবেন না
দয়া করে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাঁচলো ।

যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।

❗Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793
Ab+ 01727810154
Showkat Mithun

উত্তরা ‘খালপাড় ২নং ব্রিজ’ ছাড়া কিছু বলতে পারছে না। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। কেউ চিনলে অনুগ্রহ করে শিশুটির মা-বাবা...
21/07/2025

উত্তরা ‘খালপাড় ২নং ব্রিজ’ ছাড়া কিছু বলতে পারছে না। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। কেউ চিনলে অনুগ্রহ করে শিশুটির মা-বাবা অথবা আত্মীয়স্বজনকে জানান–
রাফসি আক্তার রাফিয়া। চতুর্থ শ্রেণি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

19/07/2025

মাসুদুজ্জামান এর ডাকে নারায়ণগঞ্জে তৃনমুল বিএনপি নেতাদের জনস্রোত

নারায়ণগঞ্জ টিভি : মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের গণমানুষের গনতান্ত্রিক মুক্তি আন্দোলনের অন্যতম কিংবদন্তি তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে মিথ্যা কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মিছিল সমাবেশ করেছে।
আজ ১৯ জুলাই ২০২৫ শনিবার বিকেলে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বরফ কল মাঠ থেকে শুরু করে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে বক্তব্য প্রদান করেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ততকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম সাবেক ছাত্র নেতা মোঃ আনোয়ার হোসেন আনু।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের ডিরেক্টর হানিফ সরদার, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, মহাবুব উল্ল্যা তপন, এডঃ বিল্লাল হোসেন, ফারুক আহাম্মেদ রিপন, ইফতেখার কায়েস রুমেল, সাখায়াত হোসেন রানা, মনোয়ার হোসেন সোখন, এডঃ শিপলু, শহীদুল ইসলাম রিপন, মোঃ আলমগীর হোসেন,

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাহেব উল্ল্যা রোমান মোঃ মহসিন উল্ল্যা, যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি, হাবিবুর রহমান মিঠু, সভাপতি ১১ নং ওয়ার্ড বিএনপি, আবুল হোসেন রিপন, সাধারণ সম্পাদক, ১১ নং ওয়ার্ড বিএনপি, সালেহ মোহাম্মদ দিপু, সাংগঠনিক সম্পাদক, ১১ নং ওয়ার্ড বিএনপি, মোঃ কামাল হোসেন, ১১ নং ওয়ার্ড বিএনপি,

১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্‌কু, সিনিয়র বিএনপি নেতা সরকার আলম, সারোয়ার মুজাহিদ মুকুল, জাহাঙ্গীর মাতবর, ইছাল উদ্দিন ইছা,

মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি।

আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কাবিল হোসেন, আমজাদ হোসেন মেম্বার।

অঙ্গ সংগঠনের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখায়াত হোসেন রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলহাস, মহানগর শ্রমিক দলের সিঃ যুগ্ম আহবায়ক মনির মল্লিক।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন, ডলি আহমেদ, সাংগঠনিক সম্পাদিকা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল বিএনপি।

#নারায়নগন্জ #রাজনীতি #মাসুদুজ্জামান #বিএনপি

19/07/2025

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মাসুদুজ্জামান এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল।

এই ছেলেটা দুইদিন আগে এনায়েত নগর, ফতুল্লা থেকে হারিয়ে গেছে। তার বাবা জানালেন গতরাতে তাকে বাবুরাইল দেখা গেছে। । তার গলার ...
15/07/2025

এই ছেলেটা দুইদিন আগে এনায়েত নগর, ফতুল্লা থেকে হারিয়ে গেছে। তার বাবা জানালেন গতরাতে তাকে বাবুরাইল দেখা গেছে। । তার গলার লকেটে মোবাইল নাম্বার লেখা আছে। পোস্টেও মোবাইল নাম্বার দেয়া হলো। ছেলেটিকে দেখলে জানানোর অনুরোধ রইলো।
ছেলেটিকে খুঁজে পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
মোবাইল নং:০১৭৪১৫৯৯৮৫৪

13/07/2025

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান।

নারায়ণগঞ্জ টিভি : বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় তারেক রহমানের ৩১দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান আয়োজন করে কলাগাছিয়া ও বন্দর ইউনিয়ন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আয়োজিত অনুষ্ঠানে ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন জয়লাভ করে এবং নারায়ণগঞ্জ ৫ আসনে ন্যায় ও যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও ন্যায় পরায়ণ মাসুদুজ্জামান মাসুদ কে দেখতে চায় বলে আশা ব্যক্ত করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। এবং কেন্দ্রীয় নির্দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যবৃন্দরা।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো: শহিদুল ইসলাম রিপন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: ফারুক হোসেন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এড. বিল্লাল হোসেন,সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম সোহেল,সদস্য বন্দর উপজেলা বিএনপি। মো: মোজাম্মেল, সদস্য বন্দর উপজেলা বিএনপি। মনোয়ার হোসেন শোখন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এড: শরিফুল ইসলাম শিপলু। মো: আলমগীর হোসেন, সদস্য, আহ্বায়ক কমিটি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। # #

12/07/2025

মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সেতু নির্মান কাজ করার সময় বেলা ১২টার দিকে পঞ্চবটীর শাসনগাঁও এলাকায় গ্যাসের পাইপ লাইন কেটে গেছে। গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে তিতাস কতৃপক্ষ লাইন মেরামত করছে। তাই আপাতত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বেলা ২টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিতাস কতৃপক্ষ আশা করছে।

05/07/2025

প্রবীন বিএনপি নেতা জামাল উদ্দিন কালুর'র অসুস্থতায় দেখতে আসলেন নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ।

#নারায়নগন্জ #মাসুদুজ্জামান #রাজনীতি #বিএনপি

04/07/2025

মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষ থেকে ২৪এর শহীদদের জন্যে দোয়া।

নারায়ণগঞ্জ টিভি : আজ ৪ জুলাই শুক্রবার বাদ জুম্মা বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন এর রামনগর নদীর পার ২৬নং ওয়ার্ড এর বায়তুন নূর জামে মসজিদ এ নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষ থেকে ২৪এর জুলাই-আগষ্ট অভ্যুত্থানের নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় ও যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন তাদের সকলের জন্যে দোয়া করেন। তিনি বিগত দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করে আসছেন।

মিল্লাদ মাহফিলে মাসুদুজ্জামান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার প্রিয়জন আস্থাভাজন ও মডেল গ্রুপের ডেভলপমেন্ট জিএম মনির হোসেন সরদার।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি'র নেতৃবৃন্দ বিল্লাল হোসেন, ফারুক হোসেন, ইসালউদ্দিন ঈসা, আলমগীর হোসেন সহ প্রমুখ। # #

নারায়ণগঞ্জ টিভি।
নিখীল হোসেন।
০৪/০৭/২০২৫ # #

03/07/2025

মহররমের বাজনা
নারায়ণগঞ্জ টিভি : সাবেক মেয়র ডা সেলিনা হায়াত আইভীর বাসায় পবিত্র আশুরা উপলক্ষে আজ বৃহস্পতিবার ফাতেহা ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় শিশু কিশোরদের তাজিয়া মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। #
শরীফ উদ্দিন সবুজ, ৩-৭-২০২৫

Address


Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share