Hridoy's Creation

Hridoy's Creation একজন বিনোদনকারী এবং কন্টেন্ট নির্মাতা যিনি তরুণ প্রজন্মকে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করতে চাই। I would like to prove my abilities in my professional life.

I am an educator, artist, and interests, community-based, and art, design, and popular culture are not designers with developing collaborative approaches. Chelsea School of Art Design and illustration of a graduate degree, I am a man, arts, and print-based graphic design and web projects in the education sector are. Often other people, my work, inform, educate, entertain, or associate with in some

way. I want to be including with such an organization where strong sense of response, responsibility and commitment requires, honesty and dignity of work provides job satisfaction and where I can develop myself and also contribute in the growth of the organization. I believe in putting persistent efforts.

03/06/2025

মায়া এবং ভালোবাসা এই দুটোর থেকে মূল্যবান মানুষের জন্য আর কিছু নাই। ❤️❤️❤️

30/05/2025

কেউ মন উজাড় করে ভালোবাসলে তাকে ভালোবেসে আগলে রাখতে হয়, অবহেলা নয়।

28/05/2025

💬 এক লাইন সত্য:

ভালোবাসা তখনই সুন্দর, যখন তা উভয়ের ইচ্ছাতে জন্ম নেয়।
না হলে সেটা হয় একতরফা যুদ্ধ, যেখানে শুধু একজন হয় ক্লান্ত।

07/05/2025

আমি গায়ক হব ❤️ এই দুনিয়ার বিরহ বিসর্জন দিতে। ❤️

30/04/2025

আরামের আসক্তি আপনাকে পিছিয়ে দেবে।
'পরে করবো' নয়, 'এখনই শুরু করবো" মানসিকতা গড়ে তুলুন। আপনি কাজ করলেই, আপনার স্বপ্ন কাজ করবে।

23/04/2025

পাগল মন মন’রে মন কেন এত কথা বলে....।

এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক। অন্যদিকে ভাল কন্টেন্টে ৫০০ ভিউজ ১৫০ লাইক। এটাই হয়ে গ...
15/04/2025

এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক। অন্যদিকে ভাল কন্টেন্টে ৫০০ ভিউজ ১৫০ লাইক। এটাই হয়ে গিয়েছে ফেসবুকের আসল ছবি।
কেউ সকালে আলু পটল খাচ্ছে নাইটি পরে, আবার ক্যাপশনে লেখা "দেওর কে আজ যা দিলাম!" ব্যাস তা দেখার জন্যই একেবারে হুড়মুড়িয়ে পড়ছে মানুষ। না জানি ভিডিওর শেষে দেওর কে কী দেবে! এটা জানার উৎসাহে।
অন্যদিকে কবি নজরুল কে নিয়ে একটা কন্টেন্ট লিখুন, মুহূর্তের মধ্যে নাক বেঁকিয়ে এড়িয়ে যাবে ফলোয়ার্সরা। ওইসব জ্ঞান দেখে কী হবে? কবিতা দেখে কী হবে?
আসল ভাল লাগা আছে ভাবির নাইটির তলায়। এই জন্যই পাবলিক ডিম্যান্ড অনুযায়ী নাইটির কদর বাড়ছে। হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছেন ছেলে-মেয়ে নির্বিশেষে।
ও বাবা! তাতেই আবার নাকি লক্ষ লক্ষ উপার্জনও হয়েছে। আর এই দেখে আর একদল ক্রিয়েটিভিটি বাড়াতে শায়া পরেই ভিডিও করা শুরু করেছে।
মাঝ বয়সী কিছু মহিলার কথা তো ছেড়েই দিন, তাঁরা মুখে বলছেন, "জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয়?" কবিতার ভঙ্গিতে, তবে এই বলাতে ভিউজ বাড়ছে না এটাতে ক্রিয়েটিভিটিও নেই আসল ব্যাপার হল বক্ষ বিভাজিকা প্রদর্শন।
মানে পাতি কথায় বুকের খাঁজ দেখিয়ে কবিতা বললে কবিতা কেউ শুনুক না শুনুক ভিউজ তো বাড়বে। অর্থাৎ ফেসবুকের এই মনিটাইজেশনের চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকা, শায়ার কাপড় আর নাইটির গভীরতায়। "দেখুন তো আমি কী পরে আছি?" এক মহিলা খালি গায়ে স্ত.. ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন, আর তাতে পাবলিকের কী উচ্ছাস! এর থেকেই এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন মহিলা।
কমেডিও তো দুর্দান্ত!
কী দারুণ খিস্তি। কমেডি মানেই এখন কে কত ভাল খিস্তি দিতে পারে। আর তাতেই পাবলিক হেসে গড়াগড়ি খাচ্ছে।
কী মনে হয় এটাই সমাজ? এইভাবে পেট চালানো যায়? শিক্ষার দাম কি ভুলেই যাব আমরা।?
ভাগ্যিস রিলস থেকে আয় কমানো হয়েছে নইলে আমার আপনার সন্তানকেও একদিন স্কুলে বসিয়ে শেখানো হত পড়াশুনো করে লাভ নেই ফেসবুক খুলে খাঁজ দেখো, খাঁজ দেখাও , তাতেই বাড়ি গাড়ি কিনতে পারবে বা শেখানো হত পাবলিক অ্যাট্রাক করতে বাপ, দেওর কাকু বা শ্বশুরকে নিয়ে কেমন সে*কুয়াল কন্টেন্ট বানানো যায়। এবার একটু নিজের রুচি বদলান নইলে নতুন প্রজন্মকে আর কি শেখাবেন!!
Matin

গল্প তো সাময়িক, তবে আক্ষেপ সীমাহীন! ❤️❤️‍🩹❤️
10/03/2025

গল্প তো সাময়িক, তবে আক্ষেপ সীমাহীন! ❤️❤️‍🩹❤️

01/03/2025

নয়া মাল ধরা দ্যা কট! বাংলা ফানি ভিডিও

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
12/02/2025

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

03/02/2025



সে'ক্সের পেছনে ছুটলে সে'ক্স পাওয়া যায়।
শিক্ষার পেছনে ছুটলে শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।
ক্যারিয়ারের পেছনে ছুটলে ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।
টাকার পেছনে ছুটলে টাকা, ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।
ক্ষমতার পেছনে ছুটলে ক্ষমতা, টাকা, ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।

লক্ষ্য যা, তা অর্জন করা যায়ই, কমবেশি।
অথচ আমরা লক্ষ্য নির্ধারণ করি ভুল।
সে'ক্সের পেছনে ছুটে বাকি সবই হারাই।

সে'ক্স যতোটা এক্সসাইটিং, তার চেয়ে বেশি এক্সসাইটিং পড়াশোনা। কারণ পরের অর্জনটা আগেরটাকে অর্জন সহজ করে দেয়। সমস্যাটি হলো— আমরা সব এক্সসাইটমেন্ট ফিল করতে জানি না। চুমুর স্পর্শের চেয়ে টাকার শব্দ কম আরামদায়ক নয়।

09/01/2025

অত:পর সংসার জীবনে যা যা শিখলাম:

১) এরপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো - সংসার জীবনে বাস্তবে এমন কথার অস্তিত্ব নাই! কারণ সংসার একটা রোলার কোস্টার। এখানে এই মনে হয় আসমানে উড়তেসি, এই মনে হয় আসমান থেকে প্যারাস্যুট ছাড়া মাটিতে পড়তেসি!

২) বিয়ের পর হানিমুন পর্ব, তারপর ঝগড়াঝাটি পর্ব, তারপর একটু মিলমহাব্বত, তারপর আন্ডাপান্ডার আগমন, তারপর আবার ঝগড়াঝাটি, তারপর আবার মিলমহাব্বত, তারপর আবার ঝগড়াঝাটি, তারপর আবার....এইখানে কোনো শেষ কথা নাই যদি সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা থাকে!

৩) আন্ডা পান্ডা জীবনে আগমনের পর স্বামী স্ত্রী রুম মেট হয়ে যায়!

৪) হাসবেন্ডরা জটিল অটোমোবাইলের হাজারটা পার্টস এর মধ্যে কোন একটা পার্টস এ গ্যাঞ্জাম হইলে বুঝতে পারে এবং সেটা ঠিক করাইতে পারে, কিন্তু বউ বিরক্ত হইলে কেনো বিরক্ত হইসে তা বুঝতে পারে না!

৫) স্ত্রীরা হাসবেন্ডদের যতই মেন্টাল প্যারা দিক না কেনো সেটা তারা (স্ত্রীরা) স্বীকার করতে চায় না! তারা মনে করে এটাই যৌক্তিক আচরণ!

৬) হাসবেন্ড বা ওয়াইফ এর কেউ একজন বেকার থাকলে সংসারে অশান্তি বাড়ে! সংসারের কাজ করাকে আমি বেকারত্ব বলছিনা। বরং সংসারের কাজ যাদের করা লাগেনা তারা যদি অন্য কোনো প্রডাক্টিভ কাজেও জড়িত না থাকে তবে তারা অনেক অশান্তিতে ভোগে ও ভোগায়!

৭) যে মায়েরা সন্তানদের অনেক মারধোর করে তারা অনেক ডিপ্রেসড মা। সংসারের রাগ তারা তাদের সন্তানের ওপর ঝাড়ে।

৮) ভালো হাসবেন্ড বা ভালো ওয়াইফ হওয়া একটা কঠিন স্কিল! আপনি ভালো নেতা/নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, শিক্ষক, প্রফেশনাল হতে পারলেও ভালো স্বামী বা স্ত্রী হবেন এমন কোনো গ্যারান্টি নাই! ভালো জীবনসংগী হতে গেলে সেটা হবার ইচ্ছা থাকা প্রয়োজন, তার জন্যে কন্টিনিউয়াস এফোর্ট দেয়া প্রয়োজন। এটা এককালীন পারচেজের মত বিষয় না। এটা আজীবন ইন্সটলমেন্ট দিয়ে যাবার মত ব্যাপার!

৯) কখনো জীবনসংগীর কোনো ভালো আচরণে মনে হবে জীবন ধন্য হয়ে গেলো। খুশিতে চোখে পানি চলে আসবে। কখনো জীবনসংগীর অবহেলার জন্যে মন বলবে, "আমি বলেই তোমার সাথে ঘর করতেসি!" কম্প্রোমাইজের মানসিকতা না থাকলে সংসার টিকে না। তবে দুজনের মধ্যেই একে অপরকে অসম্ভব ভালো লাগার মত কিছু সবসময়ই থাকার প্রয়োজন আছে যার জন্যে কম্প্রোমাইজ করতে দুজনেরই বাঁধবে না!

১০) কনফিডেন্ট সন্তান পেতে হলে বাবা-মা কে এক টিম হয়ে রোল প্লে করতে হবে। এখানে কম্পিটিশন করা যাবে না মোটেও। অর্থাৎ সন্তানের সামনে বাবা-মা সবসময় একটিম। পিছে দ্বিমত থাকলে বাবা-মাকে সেটা পিছেই সর্ট করতে হবে। সন্তানের সামনে না।

১১) দুনিয়াতে আপনি আপনার জীবনসঙ্গীকে যতই ভালবাসুন না কেনো, এবং সে আপনাকে যতই ভালবাসুক না কেনো, আপনার নিজের যত্ন যতটা সম্ভব আপনার নিজেকেই করতে হবে। আপনাকে ভালো রাখার প্রথম দায়িত্ব আপনার নিজের। সেখানে নিজের বেস্ট এফোর্ট আপনাকে দিতে হবে। আপনার ভালবাসার মানুষ আপনার সব খুশির দায়িত্ব নিবে এটা ভাবা বন্ধ করতে হবে। নিজে শারিরীক ও মানসিক ভাবে সুস্থ থাকলে আপনি আপনার ভালবাসার মানুষকে ভালো রাখতে পারবেন।

১২) প্রতিটা হাসবেন্ড-ওয়াইফের সম্পর্কের স্ট্রাগেল আলাদা আলাদা। ফেসবুকে কারো পরিবারের হাসিখুশি ছবি দেখে নিজের সংসারে গ্যাঞ্জাম করা যাবেনা! কেউ আজীবন ভালো থাকেনা। সবাইকে তাদের স্ট্রাগেলটা সময়ে সময়ে করে যেতে হয়। এটার কথা সবাই ঢোল বাজিয়ে বলে না। তাই কম্পেয়ার না করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে যা আছে তার জন্যে। এতে পজিটিভিটি বাড়বে। সংসারে শান্তি থাকলে দুনিয়া জয় করা সহজ! আর পজিটিভিটি শান্তি স্থাপনের প্রথম শর্ত।

#সংসার
©

Address

Bandar
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy's Creation:

Share