Life Of Nila

Life Of Nila Want to save my Sweet memories with my tiny Toddler❤️

10/07/2025
09/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

জীবনে জায়গা বুঝে ঠিক যতটা ব্যক্তিত্ব বজায় রাখা দরকার ততটাই রাখবেন। ইচ্ছা হবে আরো মিশি, আরো হাসি, আরো তাকে বেশি মূল্যায়ন ...
09/07/2025

জীবনে জায়গা বুঝে ঠিক যতটা ব্যক্তিত্ব বজায় রাখা দরকার ততটাই রাখবেন। ইচ্ছা হবে আরো মিশি, আরো হাসি, আরো তাকে বেশি মূল্যায়ন করি। কিন্তু সেসব মন চাইলেও সীমিত পরিসরেই করতে হবে। নিজের সবটাকে খুলে বলার মাঝে প্রাচুর্য নেই আছে নিজেকে কমিয়ে ফেলা। যে মানুষ ভালবাসা বুঝেই না তাকে যেমন কঠিন কাব্যভাষা শুনানো বোকামি ঠিক সেভাবে যে মানুষ বুঝেই না মিশুক মানে ব্যক্তিত্ব কমানো না তার সাথে গা ঘেষে হেসে ফেটে পড়ারও কিছু নেই।

একটা গম্ভীর মানুষ ভেবেও যারা সাহস করে আমাকে তাদের ভাববে এরপর থেকে তারাই হবে আমার বা আমার সবচেয়ে নিকটাত্মীয়!

09/07/2025

কি ভয়ানক ভাবে নদীভাঙন হচ্ছে ফেনীতে, পদ্মার পাড়ে,,, খুব খারাপ লাগলো দেখে,,
আল্লাহ সবাইকে হেফাজত করুন😌

09/07/2025

And suddenly the rickshaw puller mama said, শোনো মা,ছাতাটা আমারে দিয়া তাড়াতাড়ি পলি দিয়া গা ঢাকো,এইডা আশ্বিন কার্তিকের বৃষ্টি গায়ে পানি পড়লেই জ্বরে ভুগবা

I don't know why those words made me feel like crying.

নিতান্ত কেউ নন তবু আচমকা পাওয়া এক ফোঁটা যত্নে ক্যামন আমরা গলে গলে যাই এই আশ্বিন কার্তিকের বৃষ্টির মতোই!'
And that's how some words from someone can make your day worth living for.

আর কিছু তো না, শুধুমাত্র যত্নেই তো বাঁচে সব অযত্নে বৃক্ষও শুকিয়ে যায়, আর আমরা তো মানুষ!🤍

09/07/2025

জীবনের অদ্ভুত একটা সময় পার করছি, হঠাৎ করেই প্রচন্ড হতাশ হয়ে যাচ্ছি।
হঠাৎ করেই নতুন উদ্দীপনা পাচ্ছি। নিজের কি হবে তার ঠিক নাই,

সম্ভবত একা একা বাঁচতে হবে, কেউ কারো না, জীবনের গতি বাড়াতে নিজেকেই এগিয়ে যেতে হয়, একদিন সব হবে। 🤍

08/07/2025

বাধা আসবে, মানুষ আপনাকে থামাতে চাইবে কিন্তু থামবেন না, ভুল রাস্তায়ই হেঁটে যাবেন🤣🤣🤣

08/07/2025

জীবনে খুব বেশি কিছু পাওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিলো না। আমি সবসময় চাই ছোট্ট একটা শান্তির জায়গা, একটা জায়গা, যেখানে মুখোশ পড়ে থাকতে হবে না। আমি শুধু চাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে বুকের ভেতর যেনো অস্থিরতা না থাকে, চোখ বুজলেই যেনো পুরোনো কথাগুলো আবার কানে না বাজে, বালিশে মাথা রাখলেই যেনো শান্তির ঘুম হয়।

জীবনের কাছে আমার চাওয়া খুব ছোট,
রাতে একটু শান্তিতে ঘুমাতে পারলেই, আমি মনে করি আমি বেঁচে আছি।🤍

07/07/2025

দুনিয়ার সবার কাছেই আমার ভালো হইতে হবে ক্যান?
আমি তো ভাই মানুষ, ফেরেশতা না।

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম...
07/07/2025

আমরা কতরকম প্ল্যান করি। এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায়। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে‌ নেই। সবকিছু ওই একজনের হাতেই। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম আমাদের ক্ষমতা!

07/07/2025

Can we please normalize saying 'তোমার এই কথায়/ কাজে/ ব্যবহারে আমি আ'ঘা'ত পেয়েছি। Don’t do this again.'
এমন এক অবস্থা যে মানুষ আপনাকে আ'ঘা'ত করবে অথচ আপনাকে হেসে হেসে বলতে হবে 'It’s okay.'
কারণ নয়তো আপনিই হবেন খারাপ মানুষ।🤍

Address

West Deobhog
Narayanganj
NARAYANGANJ

Alerts

Be the first to know and let us send you an email when Life Of Nila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share