Nusrat Jahan

Nusrat Jahan মজার মজার ভিডিও পেতে লাইক করুন

জীবনের প্রথম ছেলে পক্ষ আমাকে দেখে এলো আজকে 😊ছেলের সাথে পার্সোনাল কথা বলতে দেওয়া'তে, পোলায় আমারে জিগায় " তুমি টিকটক পছন্দ...
07/10/2025

জীবনের প্রথম ছেলে পক্ষ আমাকে দেখে এলো আজকে 😊
ছেলের সাথে পার্সোনাল কথা বলতে দেওয়া'তে, পোলায় আমারে জিগায়
" তুমি টিকটক পছন্দ করো?
তোমাকে কিন্তু আমার সাথে টিকটকে নাচতে হবে "
এমন অদ্ভুত প্রশ্নের সম্মুখীন জীবনে হবো কখনো ভাবি'নি 🙃🙃
এ ছেলে বলে ইন্জিনিয়ার 🤐

ভবিষ্যৎ এর জন্য সঞ্চয়এই কথাটা আমি একচুয়ালি মন থেকে মানি। তাই বলে সঞ্চয় করিনা ভুল কথা। তবে হ্যা আমার ইচ্ছে গুলো অবশ্যই...
06/10/2025

ভবিষ্যৎ এর জন্য সঞ্চয়

এই কথাটা আমি একচুয়ালি মন থেকে মানি। তাই বলে সঞ্চয় করিনা ভুল কথা। তবে হ্যা আমার ইচ্ছে গুলো অবশ্যই পুরন করে তারপর সঞ্চয় করি।

খুব ছোট সময় থেকে বাবা মাকে দেখেছি নিজেদের সব ইচ্ছে গুলো বিসর্জন দিয়ে আমাদেরকে বড় করেছে।

আমি না এই বিষয় টা একদমই পারিনা। নিজের ইচ্ছে গুলো মাটিচাপা দিয়ে হাসি মুখে আমি একদমই চলতে পারিনা।

পছন্দের জিনিস গুলো সময়মতো না হলে আসলেই পরে এর দাম থাকে না। ২০-২৫ বছর বয়সী একটা ছেলেকে রঙিন পাঞ্জাবি তে যতোটকু মানাবে ৫০-৬০ বছর বয়সে তার থেকে অনেক কম মানাবে এটাই তো ঠিক।

নিজের ইচ্ছাগুলো পছন্দ গুলো যদি হাতের নাগালে থাকে তাহলে ওগুলো মনের ভিতর পুষে রাখবেন না। দিন শেষে আপনার আপনিই আপন।

ধন্যবাদ 🥰🥰🥰

রক্তের সম্পর্ক, আর আত্মার সম্পর্ক, প্রায় বিলুপ্তির পথে, শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট।💔 প্রায় শুণ্য
05/10/2025

রক্তের সম্পর্ক, আর আত্মার সম্পর্ক, প্রায় বিলুপ্তির পথে, শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট।💔 প্রায় শুণ্য

🥳 স্পেশাল অফার!*  যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না, তাকে আমাদের পেইজের পক্ষ থেকে ফ্রিতে ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফাইড...
20/09/2025

🥳 স্পেশাল অফার!*
যার কমেন্টে কোনো রিপ্লাই থাকবে না, তাকে আমাদের পেইজের পক্ষ থেকে ফ্রিতে ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফাইড করে দেওয়া হবে!

সময়সীমা: মাত্র ৭২ ঘন্টা!
যেকোনো একজন পাবেন।

*Post by — প্রায় শুণ্য

আতীত ছিল খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়ে এসেছি — তখন আমার কোলেই ছিল আমার ছোট্ট তাফান্নুম।ময়মনসিংহ থেকে ঢাকায় আগাবার সম...
20/09/2025

আতীত ছিল খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়ে এসেছি — তখন আমার কোলেই ছিল আমার ছোট্ট তাফান্নুম।
ময়মনসিংহ থেকে ঢাকায় আগাবার সময় কাঁদতে কাঁদতেই শহরের রাস্তা পেরিয়েছি; এত কষ্ট, এত ব্যথা — আমি সাধারণত কষ্ট সহ্য করে ফেলি, কিন্তু সেদিন ভেঙে পড়েছিলাম।
ঢাকায় এসে নিজের বাসায় উঠতে পারিনি; ব্যাংক ঋণ শোধ করতে না পারায় সেই বাড়িটাও চলে গেছে ব্যাংকের নামে। অর্থহীনতা আর স্বামীর আঘাতে তখন প্রায় নিজেরেকে হারিয়ে ফেলছিলাম।
শ্বশুরবাড়ির এক আন্টি বলেছিলেন, “সাপের বাচ্চা সাপই হয় — বাচ্চা নষ্ট করে দাও।” কিন্তু আজ আমার মেয়েটা — ডিসেম্বর এলে দুই বছর হবে — সে কোনো ‘সাপের বাচ্চা’ নয়, সে এক মানবিক প্রাণী, আমার কন্যা।
মানুষ কতদিন থাকবে, তা আল্লাহই জানেন। আমি শুধু চাই আমার মেয়ের জীবনে ভালো লাগুক, নিরাপত্তা ও ভালোবাসা থাকুক।

— তাফান্নুমের মায়ের কাছ থেকে

অতীত হয় খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়েছিলাম আমি। তখন আমার মেয়ে তাফান্নুম পেটে।ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসি। ডিভোর্সের শ...
12/09/2025

অতীত হয় খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়েছিলাম আমি। তখন আমার মেয়ে তাফান্নুম পেটে।
ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসি। ডিভোর্সের শোকে গাড়ি ভাড়াটাও সাথে আনতে পারিনি।
পুরো রাস্তাটা এসেছি কান্না করতে করতে। কত কষ্ট ব্যাথা আমি সহজেই হজম করে ফেলি কিন্তু সেদিন খুব কান্না করেছিলাম।
ঢাকায় এসে নিজের বাসায় উঠতেও পারলাম না। ব্যাংকের লোন শোধ করতে না পারায় সেই বাড়িটাও চলে গেল ব্যাংকের নামে।
অর্থহীন আর স্বামীর এমন আঘাতে আমি তখন প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।
শ্বশুরবাড়ির পাশের এক আন্টি বলেছিলো 'সাপের বাচ্চা সাপই হয়', বাচ্চা নষ্ট করে ফেলো।
আজ আমার মেয়ের বয়স ডিসেম্বর এলে দুই বছর হবে। সে হয়েছে আমার মতো সাপের বাচ্চা নয়, মানুষের বাচ্চা।
কতদিন মানুষ থাকবে, তা আল্লাহই ভালো জানেন।

Owning the garden with nothing but a smile,because every flower bows when I pass by…🦋
11/09/2025

Owning the garden with nothing but a smile,
because every flower bows when I pass by…🦋

পশ্চিমারা যেমন সরকার চাইছে বাংলাদেশে, উপরে হিজাবী, নিচে মুক্তমনা।
11/09/2025

পশ্চিমারা যেমন সরকার চাইছে বাংলাদেশে, উপরে হিজাবী, নিচে মুক্তমনা।

অতীত হয় খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়েছিলাম আমি। তখন আমার মেয়ে তাফান্নুম পেটে।ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসি। ডিভোর্সের শ...
04/09/2025

অতীত হয় খুব বিষাক্ত। আট মাসের সংসার ছেড়েছিলাম আমি। তখন আমার মেয়ে তাফান্নুম পেটে।
ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসি। ডিভোর্সের শোকে গাড়ি ভাড়াটাও সাথে আনতে পারিনি।
পুরো রাস্তাটা এসেছি কান্না করতে করতে। কত কষ্ট ব্যাথা আমি সহজেই হজম করে ফেলি কিন্তু সেদিন খুব কান্না করেছিলাম।
ঢাকায় এসে নিজের বাসায় উঠতেও পারলাম না। ব্যাংকের লোন শোধ করতে না পারায় সেই বাড়িটাও চলে গেল ব্যাংকের নামে।
অর্থহীন আর স্বামীর এমন আঘাতে আমি তখন প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।
শ্বশুরবাড়ির পাশের এক আন্টি বলেছিলো 'সাপের বাচ্চা সাপই হয়', বাচ্চা নষ্ট করে ফেলো।
আজ আমার মেয়ের বয়স ডিসেম্বর এলে দুই বছর হবে। সে হয়েছে আমার মতো সাপের বাচ্চা নয়, মানুষের বাচ্চা।
কতদিন মানুষ থাকবে, তা আল্লাহই ভালো জানেন।

২২ মি*নিটের ভি*ডিও তে প*রিশ্রম করে অ*র্জিত ঘী খা*চ্ছেন ২২ মি*নিটের নায়িকা 🫦🫦🙈🙈Link Comments👇
31/08/2025

২২ মি*নিটের ভি*ডিও তে প*রিশ্রম করে অ*র্জিত ঘী খা*চ্ছেন ২২ মি*নিটের নায়িকা 🫦🫦🙈🙈

Link Comments👇

যার মন মানসিকতা যেমন  তার চিন্তা-ভাবনা ঠিক তেমনি।। ゚viralfbreelsfypシ゚viral
15/08/2025

যার মন মানসিকতা যেমন
তার চিন্তা-ভাবনা ঠিক তেমনি।।
゚viralfbreelsfypシ゚viral

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share