Mehedi It Agency

Mehedi It Agency ⇨B2B Lead
⇨Logo design
⇨Wordpress Website
⇨All Social Account Created
⇨Boosting & Like + Follow Sell
(59)

24/06/2025

আপনার ব্র্যান্ডের জন্য প্রিমিয়াম 3D লোগো ডিজাইন সার্ভিস!
একটি চোখে পড়ার মতো 3D লোগো শুধু ডিজাইন নয়—এটা আপনার ব্যবসার প্রতি পেশাদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

আমাদের সার্ভিসে আপনি যা পাচ্ছেন:

✔ ইউনিক 3D লোগো কনসেপ্ট – আপনার ব্র্যান্ডের ধরন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা
✔ হাই রেজোলিউশন ফাইল – PNG, JPEG, PDF এবং প্রয়োজনে ভিডিও/অ্যানিমেটেড প্রিভিউ
✔ কাস্টমাইজড রিভিশন – আপনার মতামত অনুযায়ী পরিবর্তনের সুবিধা
✔ প্রফেশনাল মকআপ ও প্রিভিউ – সোশ্যাল মিডিয়া বা প্রিন্টে ব্যবহারের জন্য প্রস্তুত
✔ টাইমলি ডেলিভারি – নির্ধারিত সময়ের মধ্যেই কোয়ালিটি নিশ্চিত করে ডেলিভারি

আপনার ব্যবসাকে দিন প্রিমিয়াম লুক—
আজই যোগাযোগ করুন এবং শুরু করুন আপনার ব্র্যান্ডের ভিজ্যুয়াল জার্নি!

📞 কল করুন: 01924-636967
📩 ইনবক্স করুন এখনই
🕒 ডেলিভারি: মাত্র ২-৩ দিনে

04/06/2025

ফাতাওয়া নং:- ৩০
প্রশ্ন:- আসসালামু আলাইকুম হুজুর আরাফার রোজার সেহেরি আজ খেতে হবে কি?

জবাব:- [ আলহামদুলিল্লাহ্ ]
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত দ্বিনী ভাই, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, যেদিন হাজীগন আরাফার মাঠে অবস্থান করবেন, সেদিন আরাফার সিয়াম রাখতে হবে। এর প্রমাণ হিসাবে তারা বলেছেন আরাফার রোজা সম্পর্কে যতোগুলো হাদীস এসেছে সবগুলোতেই বলা হয়েছে, ইয়ামুল আরাফ ( আরাফার দিন )। যেহেতু হাদীসে আরাফার দিন বলা হয়েছে নবম তারিখ বলা হয়নি বিধায় আরাফার সিয়াম তারিখ এর সাথে সম্পকিত নয়। বরং স্থান এর সাথে সম্পর্কিত। আর আরাফা হারামাইনের দেশ সউদী আরবে অবস্থিত। তাই হজ্জ সম্পাদনকারীগন যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিনই এই সিয়াম পালন করতে হবে। সেটা যে দেশের যে তারিখই হোক না কেন।

এক কথায় বলতে গেলে বুযায় অধিকাংশ আলেমদের মতে হাজীগন যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেটাই আরাফার দিবস। তাই আরাফার দিবসে সিয়াম পালন করতে হবে এটাই সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং জমহুর গনের অভিমত।

কারণ নবী করিম (ছা) বলেছেন :- আরাফা দিবসের সিয়ামের ব‍্যাপারে আল্লাহর নিকট আশা করি তিনি এর মাধ্যমে সিয়াম পালনকারীর আগের এক বছরের এবং পরের এক বছরের পাপ মোচন করে দিবেন।

সোর্স:- [ সহীহুল মুসলিম হাদীস নং ১১৬২, সহীহুল ইবনে হিব্বান হাদীস নং ৩৬৩২ ]

আমরা জানি, আগামীকাল 2025/6/5 তারিখে হাজিগন আরাফা ময়দানে অবস্থান করবেন, তাই আমরা বাংলাদেশের মানুষ আজকে রাতে সেহেরি খাবো। আর এটি ইবনে বায সহ অনেক উলামায় কেরামদের বিশুদ্ধ অভিমত।

যেমন শাইখ বিন বায (রহ) এর তত্ত্বাবধানে সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড আরাফার দিন সম্পর্কে বলেছেন :- যেদিন হাজীগন আরাফার মাঠে অবস্থান করবে সেটা আরাফার দিন।

📖 সোর্স:- [ ফাতাওয়া লাজনা দায়েমাহ 10/393 ]

[ আল্লাহ্ সব বিষয়ে অধিক অবগত ]
উত্তর প্রদানে:- রিহান ইসলাম সালাফি।

লোগো ডিজাইনে ৫০% ছাড়!লোগো আপনার কম্পানি, প্রতিষ্ঠান, সংস্থার বা পেজের নিজস্ব আইডেন্টিটি তৈরি করে। সুন্দর ডিজাইনের একটি ল...
05/05/2025

লোগো ডিজাইনে ৫০% ছাড়!

লোগো আপনার কম্পানি, প্রতিষ্ঠান, সংস্থার বা পেজের নিজস্ব আইডেন্টিটি তৈরি করে। সুন্দর ডিজাইনের একটি লোগো আপনার ব্যবসায় বিক্রি এবং সুনাম দুটোই বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষ আপনাকে ভুলে গেলেও আপনার প্রতিষ্ঠানের লোগোটি সহজে ভুলবে না। তাই কম্পানি, সংস্থা কিংবা ব্যবসাকে শক্তিশালী এবং ব্রান্ড আইডেন্টিটি তৈরি করতে হলে অবশ্যই একটি লোগো থাকা বাধ্যতামূলক।

লোগোর বৈশ্বিক পরিসংখ্যান ও অন্যান্য তথ্য:
*৮০% লোগো ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়।
*৯% বিখ্যাত ব্র্যান্ডের লোগোতে নাম নেই।
*বিশ্বে ৮৫% লোগো তৈরি হয় ২ টি কালার দিয়ে।
*লোগো তে বেশি ব্যবহৃত রঙ নীল।
*অবচেতন মনে রঙের ভূমিকা ৬০-৯০%।
*ভিজুয়াল কিছু মস্তিষ্কে পৌছায় মাত্র ৪০০ মিলি সেকেন্ডে।
*লোগো স্মৃতিতে জায়গা করে নেয় মাত্র ৫-৭ টি ইমপ্রেশনে।
*রঙিন লোগো ব্র্যান্ডের পরিচিতি বাড়ায় ৮০% এর বেশি।

কেমন লোগো বেশি কার্যকর?
প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য ফুটিয়ে তোলাই হলো লোগোর মূল ভূমিকা। একটি আদর্শ লোগো সার্বিকভাবে খুব সাধারণ, মনে রাখার যোগ্য,অর্থবহ হতে হবে। গুগল, ফেসবুক, ইউটিউবের মতো বড় বড় সব কম্পানির লোগো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, তারা খুব সাধারণ লোগো ব্যবহার করে। কারণ, মানুষ খুব সহজেই সাধারণ লোগো মনে রাখতে পারে। তাই অর্থবহ সিম্পল লোগো ডিজাইন বেশি কার্যকর।

ইউনিক এবং অর্থবহ লোগো ডিজাইনসহ যেকোনো গ্রাফিক ডিজাইনের কাজের জন্য আমাদেরকে নক দিন।

আমাদের অন্যান্য সার্ভিসসমূহ:
*ফেসবুক কভার ফটো ডিজাইন
*ব্যানার ডিজাইন
*পোস্টার ডিজাইন
*বিজনেস কার্ড ডিজাইন
*টি-শার্ট ডিজাইন
*হুডি ডিজাইন
*ভেক্টর কার্টুন প্রোর্ট্রেট
*প্রোডাক্ট ডিজাইনসহ আরো অনেক কিছু।

আর দেরি না করে এখনই নক দিন অথবা কল করুন।
01924-636967

01/05/2025

মস্তিষ্কে চেয়ে বড় কোনো কবরস্থান নাই।
কত স্বপ্ন কত শখ দাফন করলাম কেউ জানে না।

আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রিমিয়াম লোগো ডিজাইন সেবা!আমাদের ক্রিয়েটিভ ডিজাইনে ফুটে উঠবে আপনার ব্র্...
30/04/2025

আপনার ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রিমিয়াম লোগো ডিজাইন সেবা!
আমাদের ক্রিয়েটিভ ডিজাইনে ফুটে উঠবে আপনার ব্র্যান্ডের চেতনা,
লক্ষ্য এবং অনন্যতা। প্রতিটি লোগো ডিজাইন করা হয় আপনার ব্যবসার
মূল বার্তাকে শক্তিশালীভাবে তুলে ধরার জন্য।
✨ আমরা নিশ্চিত করি:
>আপনার ব্র্যান্ডের জন্য একটি অদ্বিতীয় পরিচিতি।
>আধুনিক ডিজাইন যা আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
>সৃজনশীলতা এবং পেশাদারিত্বের মিশ্রণে নিখুঁত উপস্থাপনা।
>আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরাই সঠিক পছন্দ! 🚀
📩 **তাই আজই যোগাযোগ করুন:**
WhatsApp: 01924-636967

আপনার ব্র্যান্ডের জন্য সেরা পরিচয়ের শুরু হোক আজ থেকেই! 🚀
আমরা তৈরি আছি আপনাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে। 🏆

Mehedi It Agency

আসসালামু আলাইকুম আমাদের লোগো ডিজাইন গুলি দেখুন ভাল লাগলে তবেই মেসেজ করবেন     01924-636967   লোগো একটি কোম্পানির প্রতিচ...
30/04/2025

আসসালামু আলাইকুম আমাদের লোগো ডিজাইন গুলি দেখুন ভাল লাগলে তবেই মেসেজ করবেন 01924-636967
লোগো একটি কোম্পানির প্রতিচ্ছিবি স্বরূপ। একজন গ্রাহক সর্বপ্রথম লোগোর প্রতি খেয়াল করে আপনার ব্যবসা সম্পর্কে ধারনা লাভ করেন। সুতরাং এটি কেবলমাত্র একটি ছবি নয়, এটিই আপনার কোম্পানির পরিচয় বহন করে এবং এটি ব্রান্ডিং এর গুরুত্বপূর্ণ ভিত্তি। গ্রাহক আপনার লোগো দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার বিজনেস সম্পর্কে নিজের মনের মধ্যে ধারনা তৈরি করে। একটি মানসম্মত লোগো গ্রাহকের কাছে আপনার পণ্য বা সেবার বিশ্বাসযোগ্য এবং পেশাগত দিকটি তুলে ধরে।
👉 লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉 ওয়েব ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো . ডিজাইন।
👉 ইউনিক বিজনেস কার্ড
👉 ব্যানার ডিজাইন
👉 লেটার হেড
👉 ফ্লায়ার
👉 বিজনেস পেইজ সেট আপ
👉বুস্ট

যে ফাইলগুলিতে পাবেন JPG,JPEG,PNG,PSD,PDF,AI,WORD

নোট :
১. আমরা প্রিন্টিংয়ের কাজ করি না।
যেকোনো ডিজাইনের জন্য মেসেজ অথবা কল দিন 01924636967 (What's app/Imo)
আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার টিম ।

30/04/2025

"নিজেকে প্রমাণ করতে হয় কাজ দিয়ে
মুখের কথায় নয়"

ফলো টু ফলো ইনশাআল্লাহ

আপনি কি আপনার ব্যবসার জন্য একটি প্রিমিয়াম ও কাস্টম লোগো খুঁজছেন?Mehedi It Agency , আমরা শুধুই লোগো ডিজাইন করি না আমরা আ...
30/04/2025

আপনি কি আপনার ব্যবসার জন্য একটি প্রিমিয়াম ও কাস্টম লোগো খুঁজছেন?

Mehedi It Agency , আমরা শুধুই লোগো ডিজাইন করি না আমরা আপনার ব্র্যান্ডকে একটি মুখ ও পরিচয় দিই, যা বাজারে আপনাকে আলাদা করে তোলে।

✅ ১০০+ সফল ব্র্যান্ড ইতিমধ্যেই আমাদের উপর ভরসা রেখেছে আমাদের ক্রিয়েটিভ ভিশন এবং প্রিমিয়াম কোয়ালিটি সেবার কারণে।

নতুন উদ্যোগ হোক বা পুরনো ব্র্যান্ডকে নতুন পরিচিতি দেওয়ার পরিকল্পনা আমাদের কাস্টম প্যাকেজগুলো ঠিক আপনার জন্যই।

30/04/2025

প্রশ্ন: অজুর সময় ঘাড় মাসেহ করার বিধান কি?
উত্তর:
ওজুর সময় ঘাড় মাসেহ করার বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই জুমহুর বা অধিকাংশ ফকিহগণ তা সমর্থন করেন নি। এ ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায় কিন্তু সেগুলোর কোনটি বানোয়াট আর কোনটি জইফ বা দুর্বল। এ ব্যাপারে একটিও সহিহ হাদিস বর্ণিত হয় নি। তাই এমন জাল-জইফ হাদিস দ্বারা ওজুর মত গুরুত্বপূর্ণ ইবাদত সাব্যস্ত হতে পারে না। অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওজুর বিস্তারিত পদ্ধতি বর্ণিত হয়েছে যেগুলো প্রায় সব হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। কিন্তু সেখানে ঘাড় মাসেহ করার বিষয়টি আসে নি।
তাই শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া রাহ. বলেন,
لم يصح عن النبي صلى الله عليه وسلم أنه مسح على عنقه في الوضوء ، بل ولا روي عنه ذلك في حديث صحيح ، بل الأحاديث الصحيحة التي فيها صفة وضوء النبي صلى الله عليه وسلم لم يكن يمسح على عنقه ; ولهذا لم يستحب ذلك جمهور العلماء كمالك والشافعي وأحمد في ظاهر مذهبهم ، ومن استحبه فاعتمد فيه على أثر يروى عن أبي هريرة رضي الله عنه ، أو حديث يضعف نقله : أنه مسح رأسه حتى بلغ القَذَال . ومثل ذلك لا يصلح عمدة ، ولا يعارض ما دلت عليه الأحاديث ، ومن ترك مسح العنق فوضوءه صحيح باتفاق العلماء " انتهى .

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয় নি যে, তিনি ওজুতে ঘাড় মাসেহ করেছেন বরং এ ব্যাপারে কোনও সহিহ হাদিসই বর্ণিত হয় নি..।
[মাজুম ফাতাওয়া ২১/১২৭]
আল্লাহু আলাম।

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

30/04/2025

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান। চলুন জেনে নিই, কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে:

১. আগে নিজের জন্য রাখুন

ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন। অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো।

২. জ্ঞানে বিনিয়োগ করুন

শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নন। তারা নিজেদের দক্ষতা বাড়াতে, ট্রেন্ড জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন। বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান । ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন।

৩. ধৈর্য ধরুন

এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন। তারা জানেন, এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে, লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন।

৪. আয়ের উৎস বাড়ান

একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে— এই সত্যটা তারা মেনে নেন। ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান। একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে, এতে আর্থিক চিন্তা কম হয়।

৫. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন

তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান। সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়।

৬. সাধ্যের মধ্যে জীবনযাপন করুন

দেখানোর জন্য নয়, নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন। এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে।

৭. উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন

তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ—সবকিছুর হিসেব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন। স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে।

৮. এখনি শুরু করুন

ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই- এই সত্যটা তারা বুঝেন। সুযোগ এলেই কাজ শুরু করেন। ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি।

ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা। নিজেকে প্রাধান্য দেন, শেখার আগ্রহ রাখেন, ধৈর্য ধরেন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকেন, হিসেব রাখেন, এবং সুযোগ এলে কাজে লাগান। এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

25/01/2025

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi It Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi It Agency:

Share