Frame by Gazi

  • Home
  • Frame by Gazi

Frame by Gazi Passionate about inspiring minds, creating impactful content, and leading positive change. Sharing thoughts, stories, and creativity through engaging content.

Writing, creating, and exploring ideas—one post at a time

In the heart of the Amazon rainforest, scientists discovered something extraordinary — a fungus that eats plastic.🧪 Pest...
20/07/2025

In the heart of the Amazon rainforest, scientists discovered something extraordinary — a fungus that eats plastic.

🧪 Pestalotiopsis microspora is not your typical fungus. It can survive entirely on polyurethane, one of the most common (and most persistent) types of plastic — and it does so even in oxygen-free environments, like buried landfills.

This remarkable ability makes it a natural recycler, capable of doing what human-made systems still struggle with: breaking down plastic waste efficiently and sustainably.

🌿 Imagine a world where discarded plastic bottles don’t last centuries — but are decomposed in weeks, thanks to a microscopic ally hidden in the forest floor.

Researchers now hope to harness this species for bioremediation — cleaning up polluted soils, plastic-infested coastlines, and even our oceans.

♻️ Nature already holds the solutions. We just have to learn from it.

🌍 Just Transition বনাম সীসা দূষণ: এক দিগন্তজোড়া সংকটের অজানা দিকজাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তর, পরিবেশ আন্দোলনের ময়...
13/07/2025

🌍 Just Transition বনাম সীসা দূষণ: এক দিগন্তজোড়া সংকটের অজানা দিক

জাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তর, পরিবেশ আন্দোলনের ময়দানে ভবিষ্যৎ পৃথিবীকে সুরক্ষিত রাখার অন্যতম সম্ভাবনাময় সমাধান। এটি আর কল্পনা নয়, বরং বাস্তবতার ডাক। এখন বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত—জীবাশ্ম জ্বালানির কার্বন নিঃসরণ বিগত একশো বছরে পৃথিবীর বুকে যে আগুন নামিয়েছে, তা শুধুমাত্র তাপমাত্রা বাড়ায়নি, তা কোটি কোটি মানুষকে তাদের ঘরবাড়ি, ভূমি, ও জীবিকার উৎস থেকে বিচ্যুত করেছে।

এই আগুন নেভাতে হলে আমাদের এখনই তেল-গ্যাস-কয়লা নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। বিকল্প খুঁজতে হবে। এবং সেই বিকল্প হলো নবায়নযোগ্য শক্তি—যা সৌর, বায়ু, জল ও জৈববস্তু নির্ভর, এবং তুলনামূলকভাবে পরিবেশের জন্য অনেক কম ক্ষতিকর।

তবে সমস্যার শেষ এখানেই নয়, বরং এখান থেকেই শুরু।

⚡ নবায়নযোগ্য শক্তির আশায় জেগে ওঠা আরেকটা দানব: সীসা

এই শক্তির পেছনের প্রযুক্তিগত ভরকেন্দ্র হলো ব্যাটারি। বিশেষ করে ইলেকট্রিক গাড়ি, সৌরবিদ্যুৎ সংরক্ষণ, এমনকি হোম ব্যাকআপ সিস্টেম—সবকিছুর মূলেই রয়েছে ব্যাটারি। আর এই ব্যাটারির প্রধান উপাদানগুলোর একটি হলো সীসা (Lead)।

সীসা এমন একটি উপাদান যা রক্তের সঙ্গে মিশে মস্তিষ্কের বিকাশে বাঁধা দেয়, শিশুদের স্নায়ুতন্ত্র ও কিডনির স্থায়ী ক্ষতি করে এবং গর্ভবতী নারীদের গর্ভস্থ শিশুর বিকৃতির ঝুঁকি বাড়ায়। WHO এর মতে, বিশ্বজুড়ে শিশুদের IQ হ্রাসের অন্যতম কারণ সীসা দূষণ।

বাংলাদেশের মতো দেশে যেখানে স্বাস্থ্যব্যবস্থা দুর্বল, সেখানে অনিয়ন্ত্রিত ব্যাটারি রিসাইক্লিং কারখানা এখন এক নীরব মৃত্যুকূপ।

⚠️ একটিকে না দেখলে অন্যটি ব্যর্থ হবে

যদি জাস্ট ট্রানজিশনের নামে শুধুমাত্র নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিয়ে চলা হয়, অথচ তার অন্তর্নিহিত স্বাস্থ্যবিপর্যয়গুলিকে এড়িয়ে যাওয়া হয়—তাহলে সেই রূপান্তর ন্যায্য নয়, বরং একধরনের প্রতারণা।

সত্যিকার জাস্ট ট্রানজিশন তখনই সফল হবে, যখন—

শ্রমিক হারানো কাজের পরিবর্তে অন্য সুযোগ পাবে

নদী, বন, মাটি থাকবে দূষণমুক্ত

শিশু জন্মাবে নিরাপদ শরীর ও মন নিয়ে

উন্নয়ন হবে মানুষকে সামনে রেখে, শুধু প্রকল্পকে নয়।

✅ সমাধান এখানেই

রিসাইক্লিং কারখানাগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে এখনই।

আইন থাকলেই হবে না, বাস্তব প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রতিটি ব্যাটারি উৎপাদন ও রিসাইক্লিং কেন্দ্রে পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনার আলাদা সেল গঠন করতে হবে।

অবস্থান নির্বাচন থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্থানীয় জনগোষ্ঠীর মতামত যুক্ত করতে হবে।

🔚 উন্নয়ন যদি মানুষকে পেছনে ফেলে এগোয়, তবে সেটা উন্নয়ন নয়—ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনা

জাস্ট ট্রানজিশন কেবল জ্বালানি পরিবর্তনের কথা বলে না, এটি বলে সংকট থেকে উত্তরণ হোক মানুষকে সঙ্গে নিয়ে।
তাই, উন্নয়নের নামে যদি আমরা আরেকটি বিষবৃক্ষ জন্ম দিই, তবে এই পৃথিবীকে সবুজ বলা যাবে না — বলা যাবে বিষাক্ত সবুজ।

📣 আমাদের দাবি:
নবায়নযোগ্য শক্তি চাই, কিন্তু সীসামুক্ত, স্বাস্থ্যবান এবং মানবিক পথে।


.

Lead Poisoning = Silent Crisis: লক্ষণহীনভাবে বিস্তৃত – মস্তিষ্ক, আচরণ, শিক্ষা, জন্মগত স্বাস্থ্য সবই প্রভাবিত হচ্ছে। – স্...
12/07/2025

Lead Poisoning = Silent Crisis: লক্ষণহীনভাবে বিস্তৃত – মস্তিষ্ক, আচরণ, শিক্ষা, জন্মগত স্বাস্থ্য সবই প্রভাবিত হচ্ছে। – স্বাস্থ্য থেকে জাতীয় অর্থনীতি: ক্ষতিগ্রস্ত শিশুদের মনোনিবেশ ও ভবিষ্যৎ কমে গেলে, সারা দেশ হারাবে দক্ষ মানবসম্পদ ও আর্থিক সম্ভাবনা। – উদ্যোগে নেই সমন্বয়: যদিও বিভিন্ন সংস্থা ম্যাপিং করছে, তবে বাজেট, আইন, বাস্তব প্রয়োগ এখনও পিছিয়ে। সময় এসেছে জাতীয় উদ্যোগে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গড়িয়ে আন্তর্জাতিক উদাহরণ তৈরি করার।

.

01/06/2025

নেটওয়ার্কিং মানে কি শুধু পরিচিতির সংখ্যা বাড়ানো? Nope. Not at all.

প‌রিচয় থাকা‌কে ❎ নেটওয়ার্কিং ব‌লে না।
নেটওয়ার্কিং হলো কানেকশন তৈরি করার সেই আর্ট, যেটা সময়, সম্মান আর সততার উপর দাঁড়িয়ে থাকে।

প্রথম দেখায় কারো সাথে ভালো কথা বললেই নেটওয়ার্ক তৈরি হয় না।
নেটওয়ার্কিং মানে হলো – কাউকে এমনভাবে চেনা, যেন একদিন তার প্রয়োজন হলে তুমি তার মনে পড়ো।

নেটওয়ার্কিং ~ ডিপেন্ডেন্সি একই মুদ্রার দুই পিঠ।
তবে পার্থক্য হলো—ডিপেন্ডেন্সি মানে বোঝা, আর নেটওয়ার্কিং মানে ভরসা।

👉 People help people they trust.
তাই নেটওয়ার্ক তৈরি করতে হলে, আগে নিজের উপর ভরসা তৈরি করতে হয়।

তুমি যদি শুধু নিজের লাভের জন্যই কাউকে মনে রাখো,
তবে সেটা "Networking" না, সেটা "Using".

একজন মানুষকে বোঝো, তার কাজ বুঝো, তার ভ্যালু বোঝো – তারপর সম্পর্ক গড়ো।
এই সম্পর্কেই একদিন জন্ম নেয় সহযোদ্ধা, পরামর্শদাতা আর ভবিষ্যতের সুযোগ।

Remember:
You are one connection away from your next opportunity.

তাই
📌 কাউকে দরকার হলে তবেই খোঁজা নয়—
📌 দরকার না থাকলেও সম্পর্কটা টিকিয়ে রাখো।

নেটওয়ার্কিং মানে হলো—
আপনার উপস্থিতি এমনভাবে রেখে যাওয়া, যেন আপনি না থাকলেও মানুষ আপনাকে মনে রাখে।

নেটওয়ার্কিং হলো Future Investment।
এখন যে সময়, মনোযোগ ও মূল্যবোধ তুমি দিচ্ছো,
তা একদিন ফিরেও আসবে—সম্মান, সহযোগিতা আর সম্ভাবনার রূপে।

So, build networks that are not based on needs, but built on mutual respect.

28/05/2025

তুমি আমারে এমন একখান জীবন দিলা ছ্যাইড়া গিয়া, রেললাইন হইয়া পইড়া আছে বুকের দাবি,
যেইখানে সকাল সন্ধ্যা সাই সাই কইরা ছুইটা চলে
যন্ত্রণা এক্সপ্রেস।

তোমারে হারাইয়া এমন একখান জীবন পাইলাম,
যে জীবন হলুদ পাতার মতোন কহন জানি ঝইরা পড়ে অবহেলায়,অবেলায়।
যে জীবন ভাঙা আয়নার ভেতর থেইক্কা অভিশাপ লইয়া
পইড়া আছে, দুঃখ ছাড়া কেউ দেহে না।

সিগারেটে খালি প্যাকেটের মতোন পইড়া আছি।
নষ্ট ঘড়ির মতোন একবার কেউ টের পাইলে আর তাকাইয়া দেখবার আহে না।
তুমি ক্ষুধার পাশে মুখ ফিরাইয়া আছো!
দুর্ভিক্ষের বছরের আমি যেন একলাই ভিক্ষুক,
কত কাকুতি মিনতিতে হাত পাইতা বইয়া থাহি,
চাইয়া দেহার কেউ নাই। কেউ না।

আমি কার কাছে গিয়ে কই তুমি আমারে ছ্যাইড়া গ্যাছো!
এই একখান দুঃখ আমারে ঘুড়ির বুকে সুতো ছেঁড়া জীবন! উড়বার পারে না।
ঝাল লবণ ছাড়া তরকারির জীবন,স্বাদ নাই।
পানি ছাড়া মাছের জীবন, ছটফটায় মরণ যন্ত্রণায়। কার্বন ডাইঅক্সাইড ছাড়া গাছের জীবন,বাঁচন নাই।।

আমি সেই জন, যে নাম সই জানে না,মূর্খ শুক,
যার সুবিচারের লাইগ্যা টিপ সই কাজে লাগে না।

• আমারে একটু মনে রাইখো

28/05/2025

তোমার মার্বেল আকৃতির দুটো চোখ!
বুলেট হয়ে ধেয়ে আসছে বুক পকেটের নিচে –
যেন শৈশবের খেলনা বাটুলের রাবার থেকে ছুটে চলা গু.লি,
কেড়ে নিলো একটা পাখির মুক্ত জীবন।

আমাকে সামলাতে তোমার বড় জোর এক সেকেন্ড লাগবে,
আমার চিন্তারা তোমার চোখের কয়াদি।
আমাকে বশ করতে খুব বেশি শক্তির দরকার নেই তোমার,
শুধু দুচোখে কাজলের মন্ত্র এঁকে তাকালেই হয়।

তোমার চোখ দুটো প্রেমের জাতীয় সংগীত,
তুমি তাকালেই মনে মনে গেয়ে উঠি–
ভালবাসি, ভালবাসি গান।

22/05/2025

সবচে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই!

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন? নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!❤️

নারী-পুরুষের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, এবং একটি নির্দোষ প্রাণের মর্মান্তিক পরিণতিআজকে যা ঘটল, তা আমাদের সমাজের দীর্ঘদিনের এ...
20/04/2025

নারী-পুরুষের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, এবং একটি নির্দোষ প্রাণের মর্মান্তিক পরিণতি

আজকে যা ঘটল, তা আমাদের সমাজের দীর্ঘদিনের একটি সমস্যার প্রতিচ্ছবি। একজন মানুষকে ভুল বোঝাবুঝির কারণে মেরে ফেলা হয়েছে। প্রশ্ন একটাই এই দায় কার? সমাজের? নারীর? না কি আমাদের নিজেদের বিচারহীন প্রতিক্রিয়ার?

আমাদের সমাজে প্রেম-ভালোবাসা, সম্পর্ক ও নারীকেন্দ্রিক নানা জটিলতার কারণে বহু বন্ধুত্ব ভেঙে যায়, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এমনকি প্রাণ হারায় নিরীহ কেউ। কিন্তু মূল সমস্যা হচ্ছে—আমরা আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কোনো কিছু না বুঝেই রেগে যাই, প্রতিশোধ নিতে চাই, অথচ আমরা ভুলে যাই, প্রতিটি মানুষের জীবন একটিই, তার বিকল্প নেই।

আমরা সবাই যদি একটু ধৈর্য ধরতাম, একটু ভাবতাম, তদন্ত না হওয়া পর্যন্ত বিচার করতাম না, তাহলে হয়তো এই প্রাণটিও রক্ষা পেত। আজ একজন মানুষ আর নেই, আর তাকে ফিরিয়ে আনা যাবে না। অথচ হয়তো সত্যিটা একেবারেই ভিন্ন ছিল।

নারী বা পুরুষ দুই পক্ষেরই ভুল হতে পারে। কিন্তু একটি ভুলের পর আরেকটি ভুল করে প্রতিশোধ নেওয়া কখনোই সমাধান হতে পারে না।

আমরা চাই এই ধরনের ঘটনা আর না ঘটুক। সম্পর্কের জটিলতা থাকতেই পারে, কিন্তু সেই জটিলতা যেন জীবন কেড়ে না নেয়। আমাদের উচিত আবেগ নিয়ন্ত্রণ করা, যুক্তি ও সহানুভূতির পথ অনুসরণ করা।

আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, এবং আমাদের বিবেককে জাগ্রত করেন এই প্রার্থনা থাকল।

12/04/2025

Climate Justice এক অবহেলিত লড়াই

প্রতিদিন সূর্য উঠে, কিন্তু তার আলো আর আগের মতো কোমল নয়—গরম যেন ছুঁয়ে দেয় না, জ্বালিয়ে দেয়। বাংলাদেশে জন্ম নিয়ে আমি গর্বিত, কিন্তু যখন দেখি উন্নত দেশগুলো নিজেদের উন্নয়নের নামে আমাদের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তখন বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে।

তারা কার্বন নিঃসরণ করে, শিল্প কারখানা চালায়, বিলাসিতার জীবন গড়ে তোলে—আর তার খেসারত দিতে হয় আমাদের কৃষককে, আমাদের নদীভাঙা পরিবারগুলোকে, আমাদের শিশুদের যারা ঘরছাড়া হয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়। উন্নত দেশগুলো মানবাধিকারের বড় বড় বুলি আওড়ায়, অথচ এই ন্যায্য দাবীতে তারা চুপ!

তারা হাজার হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেয় জলবায়ু তহবিলে, কিন্তু টাকাগুলো আসে না—আসে শুধু রিপোর্ট, আসে ফাইল ঘোরানো সম্মেলন, আসে করতালি, কিন্তু আমাদের জন্য আশার আলো আসে না।

একটা মা যখন বন্যায় ঘর হারায়, তার মুখে আশ্রয় চাইছে বাচ্চা—এই দৃশ্য উন্নত বিশ্বের এয়ারকন্ডিশন কক্ষে বোঝা যাবে না। একটা কিশোরী যখন নিরাপত্তাহীনতায় পড়ে জলবায়ু বিপর্যয়ের কারণে শহরে আসে, তার জীবনযুদ্ধ কি কারও বিবেক নাড়া দেয় না?

গ্রামের পর গ্রাম হারিয়ে যাচ্ছে, মাছের খামার লবণ পানিতে ধ্বংস, কৃষকের চোখে হতাশা। অথচ আমরা চেয়েছিলাম শুধু ন্যায্য অংশীদারিত্ব, চেয়েছিলাম একটুখানি সুবিচার, চেয়েছিলাম তারা তাদের দায় স্বীকার করুক, আমাদের পাশে দাঁড়াক। অথচ দেখেন তাঁরা কীভাবে যুদ্ধে পিছনে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে, নষ্ট করছে মানবাধিকার।

Climate Justice মানে কেবল অর্থ নয়, এটি মর্যাদা, অধিকার, ভবিষ্যতের কথা। আমরা চাই না করুণা, আমরা চাই দায়বদ্ধতা। উন্নত দেশগুলোকে বুঝতে হবে, এই পৃথিবী একক কারও নয়—সবাইয়ের।

26/03/2025

They are the best team in the world 🇦🇷🔥.
🇦🇷4-1🇧🇷

08/03/2025

আর কত মা-বোনের আর্তনাদ শুনবে এই দেশ?

আমাদের সমাজ কি সত্যিই অন্ধ হয়ে গেছে? প্রতিদিন খবরের পাতায় একের পর এক ধর্ষণের ঘটনা, নিষ্পাপ শিশু থেকে মাঝবয়সী নারী—কেউই রেহাই পাচ্ছে না! এই সমাজ কি জানোয়ারদের জন্য?

একটি মেয়ের জীবনের সবচেয়ে নির্মম ক্ষত ধর্ষণ, যা কেবল শরীর নয়, আত্মাটাকেও হত্যা করে। কিন্তু আমরা কী করি? কিছুদিন শোরগোল তুলেই ভুলে যাই! অপরাধীরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, আর ভুক্তভোগীরা বেঁচে থাকেন এক মরে হাজারবার মরার মতো জীবন নিয়ে!

এই সমাজ কি তবে ধর্ষকের পক্ষে? ধর্ষিতাকে দোষারোপ করা হয়, তার পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়! তবে আমি বলতে চাই ৮ বছরের শিশুর কি পোশাকেই সমস্যা ছিল?

এভাবে আর চলতে পারে না! ধর্ষকের পরিচয় একটাই—সে সমাজের জন্য বিষাক্ত ক্যান্সার!
এই বিষাক্ত মানুষের জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে!

চুপ না থেকে প্রতিবাদ করুন, ধর্ষণকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা বন্ধ করুন, না হয় পরবর্তী শিকার আপনার পরিবারের কেউ হতে পারে!

আর হ্যাঁ মেয়েদের নিরাপত্তা শুধু তাদের দায়িত্ব নয়, পুরো সমাজের দায়িত্ব!

#ধর্ষকেরশাস্তি_নিশ্চিতকরুন #নিরাপদবাংলাদেশ Frame by Gazi

Address

Dhaka Narayanganj

1400

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801571328328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frame by Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Frame by Gazi:

  • Want your business to be the top-listed Media Company?

Share