
06/04/2025
ঈমানের প্রশ্নে আমরা সবাই এক ☝️
ফতোয়ায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:
১. প্রত্যেক সক্ষম মুসলিমের উপর ফিলিস্তিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ।
২. আরব ও মুসলিম মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অবিলম্বে সামরিক হস্তক্ষেপ করা ফরজ।
৩. দখলদার ইহুদি রাষ্ট্রকে স্থল, সমুদ্র ও আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ। সবধরণের জলপথ, প্রণালী এবং আরব-মুসলিম বিশ্বের দেশগুলোর আকাশসীমাও এই হুকুমের অন্তর্ভুক্ত।
৪. জিহাদরত প্রতিরোধ আন্দোলন (হামাস সহ সকল স্বাধীনতাকামী সশস্ত্র দল) কে আর্থিক, সামরিক, রাজনৈতিক ও মানবিক সহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ।
৫. উম্মাহর সুরক্ষা ও আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামি সামরিক জোট গঠন করা ওয়াজিব। এটি এমন ওয়াজিব যা অবিলম্বে পালনীয়।
৬. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন (স্বীকৃতি ও সহযোগিতা) সম্পূর্ণরূপে হারাম।
৭. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রকে পেট্রোল ও গ্যাস সরবরাহ করাও সম্পূর্ণরূপে হারাম।
৮. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে আরব দেশগুলোর করা শান্তি চুক্তি সমূহ পুনরায় পর্যালোচনা করা জরুরী।
৯. গাজ্জায় আমাদের মুসলিম ভাইদের সহায়তায় আর্থিক জিহাদ করা এবং দ্রুত এর (গাজ্জার) সীমান্ত খুলে দেওয়া ফরজ।
১০. আমেরিকার মুসলিমদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেনো ট্রাম্প ও তার সরকারের উপর চাপ সৃষ্টি করে। যেনো তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আগ্রাসন বন্ধ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
সূত্র : ইনসাফ