09/08/2025
1. “যে সন্তান নিজের পেটে ভাত দিয়ে মাকে না খাওয়ায়, সে দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতে মুক্তি পাবে না।”
2. “মায়ের পেট খালি রেখে সন্তানের পেট ভরা—এ দৃশ্য আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট।”
3. “তুমি মায়ের হাত ধরে হাঁটতে শিখেছো, আর আজ তাকে ভাত না দিয়ে না-খাইয়ে রাখছো—এটাই কি তোমার কৃতজ্ঞতা?”
4. “মায়ের প্রতি অবহেলা আল্লাহর গজব ডেকে আনে, আর তার দোয়া বঞ্চিত হলে জীবনে বরকত থাকে না।”
5. “মায়ের ক্ষুধার্ত চোখের দিকে তাকাও, দেখবে তোমার ভাগ্যের দরজা বন্ধ হয়ে গেছে।”