Naima's Daily Vibes

Naima's Daily Vibes Living the little moments, one vibe at a time. Coffee, chaos & calm — that’s Naima’s Daily vibes

😗মনে হচ্ছে চিকেনটা ভাতের উপরে এসে বলতেছে – ‘আমি হিরো, তুই সাইড এক্টর 🍗🫤
16/08/2025

😗মনে হচ্ছে চিকেনটা ভাতের উপরে এসে বলতেছে – ‘আমি হিরো, তুই সাইড এক্টর 🍗🫤

বৃষ্টি দিন এ যদি পোড়ারুটি আর মালাই চা না হয় তাহলে কি বৃষ্টি জমে ⁉️পোড়ারুটি আর মালাইচা দারুন কম্বিনেশন 😋 কে কে ট্রাই করেছ...
13/08/2025

বৃষ্টি দিন এ যদি পোড়ারুটি আর মালাই চা না হয় তাহলে কি বৃষ্টি জমে ⁉️
পোড়ারুটি আর মালাইচা দারুন কম্বিনেশন 😋 কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট এ যানাবেন 🤗

#বৃষ্টি #বৃষ্টিবিলাস #পোড়ারুটি_ও_মালাইচা
#চা_লাভার #চা

⚠️পেজের বারোটা বাজিয়ে সবাইকে ফলো দিছি।  তারপরও মানুষ ফলো ব্যাক করে না উল্টে যারা ফলো দেয় তারা আবার কিছুদিন পর বা কয়েক...
12/08/2025

⚠️পেজের বারোটা বাজিয়ে সবাইকে ফলো দিছি। তারপরও মানুষ ফলো ব্যাক করে না উল্টে যারা ফলো দেয় তারা আবার কিছুদিন পর বা কয়েক ঘণ্টা পর আনফলো করে দেয় 🚫এখন এই ভালো মানুষের বাচ্চাদের কি করা উচিত বলেন ⁉️
ফলো দিয়ে যদি ফলো লিস্টে নাই রাখতে পারেন তাইলে ফলো দিয়ে ছোট লোক এর পরিচয় দিবেন না ✅

10/08/2025

আপনার ফোনে তোলা একটি খাবারের ছবি কমেন্ট এ দিন 🤗🤗
চেক কমেন্ট 👇😁

চিংড়ি মাছ দিয়ে চালকুমড়া ও ডাটা দিয়ে ঝোল 😋আবার কেউ মোবাইল এর ডাটা ভাইবেন না 😆😆😆
05/08/2025

চিংড়ি মাছ দিয়ে চালকুমড়া ও ডাটা দিয়ে ঝোল 😋
আবার কেউ মোবাইল এর ডাটা ভাইবেন না 😆😆😆

⚠️ “কোনো দিন সূরা না পড়ে ঘুমিও না… 📌কারণ..... এক রাতে তুমি হয়তো ঘুম থেকে জাগতেই পারবে না।”— এই কথাটা আম্মু বারবার বলতো। ...
04/08/2025

⚠️ “কোনো দিন সূরা না পড়ে ঘুমিও না… 📌কারণ..... এক রাতে তুমি হয়তো ঘুম থেকে জাগতেই পারবে না।”
— এই কথাটা আম্মু বারবার বলতো। আমি বিশ্বাস করতাম না।😰😥

⚠️“কালো সূরা আর সাদা জানাজার কাহিনি"⚠️

📌 এক রাতে কোরআনের তিলাওয়াত না করে ঘুমিয়ে পড়লাম 😥
রাতে ঘুমের মধ্যে দেখলাম—
এক অন্ধকার ঘরে আমি একা বসে আছি, সামনে একটা কালো মুখওয়ালা বুড়ো লোক, সাদা কাফনে দাঁড়িয়ে আছে।
সে আস্তে আস্তে কাছে এসে বললো —

🕯️ "তোমার জন্য জানাজা পড়া হয়ে গেছে... কাল সকাল তুমি দেখতে পারবে না..."

আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম! 😰
ঘর অস্বাভাবিক ঠান্ডা, জানালা বন্ধ থাকার পরও পর্দা হাওয়ায় নাচছে।
কান পাততেই শুনলাম—

“আয় আয়... কাল তোর কবরের জায়গা ঠিক করা আছে…”

😨 আমি আতঙ্কে তখনই সূরা ফালাক, সূরা নাস আর আয়াতুল কুরসি পড়া শুরু করলাম।
কিন্তু যত পড়ি, কানে কেমন জানি ভেসে আসে —

“এগুলো দিয়ে হবে না... কালো সূরা পড়া হয়ে গেছে... কালো দরজা খুলে গেছে…”

🌅 সকালে দৌড়ে গেলাম হুজুরের কাছে।
হুজুর একবার তাকিয়ে বললেন:

🕌 “তুমি কপালে বাঁচছো। এই গ্রামে এখনও কিছু লোক আছে যারা কালো জাদু করে।
তারা ঘরের চারপাশে কালো সূরা পড়ে রাখে— আর যে রাতে তুমি আমল না করে ঘুমাও, সেই রাতে তারা তোমার আত্মা ধরে ফেলে…”

সেদিন থেকে আমি কখনোই রাতের আমল বাদ দিই না।

❗সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো —
সেই রাতে যে বুড়ো লোকটা সাদা কাফনে দাঁড়িয়েছিল, তার মুখ আমি পরে দেখেছি গ্রামের এক পুরনো মাজারের দেওয়ালে খোদাই করা…!

📌বন্ধুরা!
👉 রাতে ঘুমানোর আগে অন্তত এই ৩টা আমল অবশ্যই করো:

সূরা ফালাক

সূরা নাস

আয়াতুল কুরসি

🔐 এগুলো শুধু বরকতের জন্য না— এটা তোমার আত্মার রক্ষাকবচ।

⚠️ তুমি জানো না, কেউ হয়তো তোমার নামেই কালো আমল করে রেখেছে।
👇 নিচে কমেন্টে লেখো—
"আমি প্রতিদিন আমল করি"
আর শেয়ার করো যাদের রাতের বেলায় ঘুমের মধ্যে ভয় করে…

#কালোজাদু #ইসলামিকগল্প #ভয়ানকগল্প #রাতেরআমল #রহস্যগল্প

📌🚫গাদার গন্ধে ছায়া🌼📌🚫 (📌কালো জাদুর 📌)নওশীন প্রতি শুক্রবার সকালে বাড়ির উঠানে গাদা ফুলের মালা বানাতো। হঠাৎ কয়েক সপ্তাহ ধরে...
02/08/2025

📌🚫গাদার গন্ধে ছায়া🌼📌🚫
(📌কালো জাদুর 📌)

নওশীন প্রতি শুক্রবার সকালে বাড়ির উঠানে গাদা ফুলের মালা বানাতো। হঠাৎ কয়েক সপ্তাহ ধরে তার মা অসুস্থ হয়ে পড়ল—ডাক্তার কিছুই খুঁজে পাচ্ছিল না। প্রতিদিন ভোরবেলা উঠানে অদ্ভুত গন্ধ আর ছেঁড়া গাদা ফুল পাওয়া যেত।

একদিন রাতে নওশীন জেগে থাকে। মাঝরাতে সে দেখে, এক কালো শাড়ি পরা বুড়ি গেটের ফাঁক দিয়ে একটা গাদা ফুলের মালা ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছে। গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে ফুলটা কুড়িয়ে আগুনে পুড়িয়ে ফেলে।

পরদিন সকালে মা উঠে বসে বলে, “আজ অনেক হালকা লাগছে...”

পরে জানা যায়, এক জমি-সংক্রান্ত শত্রু প্রতি শুক্রবার গাদা ফুলে বানানো বন্ধনের মাধ্যমে তাদের উপর কালো জাদু চালাত। সেই মালা পুড়িয়ে ফেলার পর ছায়াটা সরে যায়।

#কালোজাদু

23/07/2025

এটা এমন একটা দেশ, এখানে বিনামূল্যে রক্ত পাওয়া যায়... কিন্তু বিনামূল্যে পানি পাওয়া যায় না 💔

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Naima's Daily Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naima's Daily Vibes:

Share

Category