Dailysonargaon

Dailysonargaon news/media website

04/08/2025

দেশ বরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন Saidur Rahman Rimon মৃত্যুর ৪/৫ দিন আগে দর্শকনন্দিত নবীনগরের কথার ৩৮১ পর্বের টকশোতে এসে যা বলে গেছেন, তাঁর সেই জ্বালাময়ী বক্তব্য শুনুন। সাংবাদিক ও সাংবাদিকতা ছিল তার রক্তের শিরায় শিরায়...

01/08/2025

এখনো বলা হয় নাই আমাদের ন্যায্য অধিকার কি?
Facebook

30/07/2025

চাঁদাবাজী নিয়ে যখন সারাদেশে তোলপাড় ঠিক তখনই বিএনপির চাঁদাবাজী নিয়ে বোমা ফাটালেন সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের এক বিএনপি নেতা।

তার তথ্যমতে, এক পরিবারের দখলে ৪০ টা শিল্প কারখানা। সংবাদ সম্মেলনে চাঁদাবাজীর তথ্য প্রকাশ করলেন বিএনপির গিয়াসউদ্দিন পন্থী নেতা আশরাফ প্রধান। তবে তাঁর ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি।

Facebook

29/07/2025

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পানাম বাজারে মাদকের পাওনা টাকার দ্বন্দ্বে দুই মাদক ব্যবসায়ীর রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সময় মোক্তার নামের একজনকে প্রকাশ্যে চাপাতি দিয়ে হত্যা চেষ্টাকালে জনতার হাতে আটক হয় সোনারগাঁ পৌরসভা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোবারক নামের মাদকসেবী ও ব্যবসায়ী। জনতা উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে দুই মাদক ব্যবসায়ী ঘটনাস্থল ত্যাগ করে। জানা যায়, হামলাকারী মোবারক হোসেনের বাড়ি সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামে। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে প্রথমে মোক্তারের বাড়িতে হামলা চালায় পরে আদমপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Facebook

28/07/2025

সোনারগাঁয়ের আদমপুর বাজারে সাত সকালে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপাতে গিয়ে জনতার হাতে আটক। সোনারগাঁ থানা পুলিশকে খবর দিয়েছে শুনতে পেয়ে আসামীকে নিয়ে ভুক্তভোগী ঘটনাস্থল ত্যাগ করে। পরে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

26/07/2025

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও দিগন্ত ও সেকমো জাহাঙ্গীরের কমিশন বানিজ্যের অডিও ফাস। বর্তমানে দুজনকেই বদলী করা হয়েছে। সোনারগাঁ উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক থেকে হাসপাতালের পক্ষ হয়ে কমিশন উঠাতো সেকমো জাহাঙ্গীর। প্রতিমাসে কোটি টাকার উপরে টাকা উঠাতো। অনেক টাকা জাহাঙ্গীর গোপন করতো, বিষয়টি জানতে পারে ডা. দিগন্ত। সে খোঁজ নিয়ে দেখে স্বাস্থ্য সহকারি জাহাঙ্গীরের নিজস্ব প্রাইভেটকার সহ জায়গাজমি, বাড়িগাড়ি সহ অঢেল টাকার মালিক বনে গেছে। সে টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে সেকমো জাহাঙ্গীরের সাথে ডা. দিগন্তের মনমালিন্য হয়। এতেই জাহাঙ্গীর ডা. দিগন্তের সাথে গোপন কথাবার্তার অডিও ফাস করে দেয়। এরপর স্পষ্ট হয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন রোগীরা সুচিকিৎসা পায় না, কেন রোগীদের ক্লিনিকে রেফার্ড করা হয়।

আমরা হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতির অবসান চাই।

Facebook

১১ টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান!!  শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার ...
26/07/2025

১১ টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান!! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।।

(সংগ্রহিত)

✈️ জাতীয় বীর বানাইয়েন না?ভাই প্লিজ, নতুন কাউকে আবার জাতীয় বীর বানাইয়েন না? অন্তত এয়ারক্রাফটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার হব...
26/07/2025

✈️ জাতীয় বীর বানাইয়েন না?

ভাই প্লিজ, নতুন কাউকে আবার জাতীয় বীর বানাইয়েন না? অন্তত এয়ারক্রাফটের ফ্লাইট রেকর্ডার উদ্ধার হবার আগ পর্যন্ত। আপনার গাড়ির ব্রেক আপনার কাছে। চাইলে ফুটপাতের মানুষ ও মা/ড়তে পারেন আবার রাস্তার নীচে গড়াই দিয়ে সবাইকে বাঁচাতে পাড়েন। ৪৫০ কিলোমিটার পার ঘণ্টা গতি থাকলেই একটা F7 এয়ারক্রাফট গ্লাইড করতে পারে, যদি ইঞ্জিন ফেইল করে। একটা মানুষের মাথায় কি পরিমাণ গু থাকলে কোন কিছু প্রমাণের আগেই সবাইকে জাতীয় বীর বানায়। আমিও চাই পাইলট সাহেব'কে জাতীয় বীর ভাবতে, শুধু কিছু প্রশ্নের উত্তর পাচ্ছিনা তাই ব্যক্তিগত ভাবে কাউকে জাতীয় বীর বলতে পারছিনাঃ-

১। একটা পোষ্টে দেখলাম কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার কথা বলার পড়েও পাইলট ইজেক্ট না করে উল্টা ম্যাক স্পীডে এয়ার বেজের দিকে ছুটতে থাকে। এয়ারক্রাফট কন্ট্রোলে নাই জানা সত্ত্বেও ম্যাক স্পীড তোলার দরকার কি ছিল। আর এয়ারক্রাফট কাজ না করলে ম্যাক স্পীড ক্যামনে উঠে। বলে রাখা ভালো যে ১ ম্যাক = ১২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ এয়ারক্রাফট'টি প্রতি ঘণ্টা'য় ১১০০/১২০০ কিলোমিটার গতিতে চলছিলো।

২। অনেকেই দেখলাম পোস্ট করতাছেন পাইলট চাইলেই ইজেক্ট করে নিজের জীবন বাঁচাইতে পারতো কিন্তু করেনাই। ভাই শোনেন, ইজেক্ট মানে বোঝেন? এমন পরিস্থিতিতে ইজেক্ট করলে 20G সমান গতিতে পাইলটকে ছুড়ে মারা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়ে ২০ গুণ বেশি এই তীব্র বল মেরুদণ্ডকে সংকুচিত করে এবং মেরুদণ্ডের ফাটল, ঘাড়ের আ/ঘাত বা নরম টিস্যুতে আঘাতের মতো গু'রুতর আ/ঘাতের কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে ইজেক্ট এর পর পাইলটের হাড্ডি পর্যন্ত ভেঙ্গে যায় উচ্চ গতির কারণে। যদিও আমার ধারনা পাইলট ইজেক্ট এর চেষ্টা করেছিলো, যদি তা না করতো তাইলে তার বডি পাওয়ার কোন সম্ভাবনা থাকতো না।

৩। আমার কেন জানি মনে হয়, পারবেনা জেনেও পাইলট চাইছে এয়ারক্রাফট'কে তার এয়ারবেজে নিয়ে যাইতে। যেহেতু এটা তার জীবনের প্রথম সোলো ফ্লাইট ছিল এবং এখানে ফেইল মারলে উনার পদোন্নতির জন্য আরও ওয়েট করা লাগতো। আবার ইজেক্ট করলে যদি হাড় হাড্ডি ভাঙ্গে তাইলেও ক্যারিয়ার শেষ। আমার এগুলা বলার কারণ হল স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরে বিরুলিয়া নদী, ৫০০ মিটারের মধ্যে আশুলিয়ার নদী, ৮০০/১০০০ মিটার দূরে তুরাগ নদী। ১০০০/১২০০ মিটারের মধ্যে ইজতেমা ময়দান যা সারা বছর ফাঁকা থাকে। এতো কিছু থাকার পড়েও দিয়াবারির মতো জনবহুল জায়গায় কেন পড়া লাগবে।

৪। F7 মডেলের যে যু/দ্ধ বিমানটি স্কুলের উপর পড়ছে সেটার ফুয়েল কেপাসিটি প্রায় ২৩৩০ কেজি এবং ব্যাকআপ ফুয়েল ট্যাঙ্ক কেপাসিটি ১৩০০ কেজি। হাফ ম্যাক গতিতে যদি এয়ারক্রাফট'টি ১৮০০/২০০০ কেজি ফুয়েল নিয়ে কোন বিল্ডিং এর ওপর পড়ে তাহলে ২,০০০° পর্যন্ত তাপ উৎপন্ন হতে পারে। বিমানবাহিনী কি এটা জানতোনা। জানলে জনবহুল এলাকায় জীবনের প্রথম একা ফ্লাই করার জন্য একজনকে ছেড়ে দেয়া কতোটা যুক্তিযুক্ত। যদিও এই ধরনের প্রশিক্ষণের সময় পাইলটকে একা বিমান চালাতে দেয়া হয় ব্যাট সেটার জন্য আড়াই কোটি মানুষের ছোট্ট শহর ঢাকা কেই কেন চুজ করা লাগবে।

💡আমি চাই এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। Flight Recorder (Black Box) খুঁজে পাওয়া যায়নাই - এটা শূনতে চাইনা। প্রকাশ করা হোক এয়ারক্রাফটের পূর্ণ GPS logs এবং ATC টাওয়ার কমিউনিকেশন। যাতে আমাদের মতো সাধারণ মানুষের মনে বিমান বাহিনীর গর্বিত সদস্যদের পেশাদারিত্ব নিয়ে কোন সন্দেহ না থাকে।

কপি:-
-রিফায়েত রিফাত

24/07/2025

কি বলছেন?
Facebook

23/07/2025

সিনেমা নয়, বাস্তব!! ৩০০ ফিটে এটা কি অটো নাকি হেলিকপ্টার। ট্রাফিক পুলিশ নিয়ে ছুটছে। মটর সাইকেল, ট্যাক্সি ও মাইক্রো ফেইল। ভাইরাল অটো চালক।
Facebook

23/07/2025

বন্ধু, আমি জানতাম তুমি আসবে...
Facebook

Address

Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when Dailysonargaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailysonargaon:

Share

News & Media Page

Times News in Babgladesh