
16/07/2025
লোডশেডিং—একটি শব্দ, যা আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িত। বিদ্যুৎ চলে গেলে চারপাশটা অন্ধকারে ঢেকে যায়, থেমে যায় ফ্যানের ঘূর্ণন, নিস্তব্ধ হয়ে পড়ে আমাদের ব্যস্ত যান্ত্রিক জীবন। কিন্তু এই অন্ধকার কেবল কষ্টের গল্প বলে না, কখনও কখনও আমাদের চোখে আনে অন্যরকম আলো।
লোডশেডিং-এর সময়টাই হোক পরিবারের সঙ্গে একত্রে বসে গল্প করার সুযোগ। হোক সেটা ছাদে বসে রাতের তারা গোনার উপলক্ষ, কিংবা হারিকেনের আলোয় কিছুক্ষণ নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলার মুহূর্ত।
তবে, এই বাস্তবতা আমাদের আরেকটি বড় সত্যের সামনে দাঁড় করায়—বিদ্যুৎ যে আজকের সভ্যতার হৃদস্পন্দন। তাই আমাদের প্রয়োজন আরও সচেতন হওয়া, বিদ্যুৎ অপচয় রোধ করা, এবং নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দেওয়া।
লোডশেডিং কষ্টকর, কিন্তু এই কষ্টের মাঝেও যদি আমরা একটুখানি সচেতন হই, তবে হয়তো অন্ধকার থেকে বেরিয়ে একটুখানি আলোর পথে হাঁটা সম্ভব।
লেখা : ভোকাল মাহী Vocal mahi ❤️🙏
Loadshedding - a word that is intimately involved with our daily life. When the electricity is gone, the surroundings are covered in the dark, the fan's rotation, the busy mechanical life of our busy life. But this darkness does not just tell the story of trouble, sometimes it brings us to the light.
Load shedding is the opportunity to sit together with the family. Whether it is on the roof of the night on the occasion of counting, or the moment of talking to themselves silently in the light of the hurricane.
However, this reality makes us stand in front of another big truth - the power of today's civilization. So we need to be more aware of, prevent electricity wastage, and to focus on renewable energy.
Loadshedding is difficult, but even in the midst of this suffering, we are a little aware, then it may be possible to get out of the dark and walk in a little light.👍