Borna Islam Dola

Borna Islam Dola As-salamu Alaykum
support me all friend

15/07/2024

স্বামী- স্ত্রী দুজনে নেককার হলে দুজনেই একসাথে জান্নাতে থাকবে!
আলহামদুলিল্লাহ

(সুরা যুখরুফ-৭০)

প্রিয়....,মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই।ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশী মেহেদী পাতার মতো মনে হয়...
19/04/2024

প্রিয়....,
মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই।
ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশী মেহেদী পাতার মতো মনে হয়...!!
ওপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে, কারো সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় ।
তুমি কেমন আছো....??
বিরক্ত হচ্ছো না তো....???
ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিলো না। ভুল করে ভালোবেসে-ভুল মেনে নেওয়ার মতো ক্ষমতা কিংবা মানসিকতা আজ একটাও অবশিষ্ট নেই। অথচ আমি কোনো কালেও তোমাকে পাবো না, ইহকালে কিংবা পরকালে।
তোমায় ঘিরে একরাশ স্মৃতি নিয়ে তোমার অস্তিত্ব থেকে যাবে আমার প্রতিটি নিশ্বাসে।Bosir 🖤 Dola

জীবনে✍️এমন কিছু কষ্ট থাকে যা মানুষ কে বলা যায় না নিজের ভিতরে সেই কষ্ট গুলা নিয়ে দিন পার করতে হয়আমার মনে হয় দুনিয়াতে এক ম...
15/04/2024

জীবনে✍️
এমন কিছু কষ্ট থাকে
যা মানুষ কে বলা যায় না নিজের ভিতরে সেই কষ্ট গুলা নিয়ে দিন পার করতে হয়

আমার মনে হয় দুনিয়াতে এক মাত্র জাগা হচ্ছে জায়নামাজ যেখানে নিজের সব কষ্ট গুলা শেয়ার করা যায় মন খুলে কান্না করা যায় যা অন্য কোথাও গিয়ে আপনি করে শান্তি পাবেন না

দুনিয়ার কাউকে নিজের মনের কষ্ট গুলা বলবেন সে সেটা নিয়ে তখন হয়তো কিছু বলবে না
কিন্তু আপনার সাথে ঝগড়া লাগলে সেটা নিয়ে ওই লোক টা খটা দিবে

কিন্তু
জায়নামাজে বসে আল্লাহ কে বললে সেটা নিয়ে কেউ খটা দিবে না কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ আপনার কষ্ট গুলা সমাধান করে দিবে আল্লাহ🖤🥀

14/04/2024

দুনিয়া টা
একটা মায়া জাল আর কিছুই না
মরে দুনিয়ার সব শেষ আল্লাহ আমি জীবনেও অনেক পাপ করেছি আমি মন থেকে সব পাপ থেকে ফিরে আসলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেও আমাকে দুনিয়ার সব মায়া থেকে দূরে রাখো এই মায়া জালে আমি থাকতে চাই না আল্লাহ আমি জানি না আমি কতো দিন বাঁচবো আল্লাহ আমি যতোদিন এই দুনিয়াতে আছি আর কোনো পাপ কাজে যেতে চাই না
আমার সব পাপের জন্য আমি মাফ চাইছি আর তওবা করছি আল্লাহ😭😭

14/04/2024

আমি মাঝে মাঝে ভাবি আমি কতটা একা হায়রে দুনিয়ার মানুষ বিশ্বাস করে হাতটা ধরেছিলাম কিন্তু সে আমাকে একা রেখে গেলো কেন এমন হয় সত্যি কারের ভালোবাসা গুলো আমি এটাই বুঝি না যারা ধোঁকা দিয়ে চলে যায় তারা কি সত্যি ভালোবেসেছিলো নাকি সবই ছিলো মিথ্যা অভিনয় তারা এমন কেন করে মানুষের মন নিয়ে আল্লাহ তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই তুমি তো জানো আল্লাহ আমি দুনিয়াতে কতো টা অসহায় আল্লাহ গো তুমি আমার মন টা কে শক্ত করার ক্ষমতা দেও আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই যে আমার মন টা কে শান্ত করবে😞💔🖤

13/04/2024

As-salamu Alaykum
welcome to my page

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borna Islam Dola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share