
29/07/2025
জীবন চলার পথে এ শহর আমাকে অনেক কিছু দিয়েছে। এ শহরের অনেক রুপ,রস,গন্ধ আমার খুব নাকের ডগায় অম্লান হয়ে আছে। এ শহরের অনেক অলি গলি ও মোরে মোরে আমার ও কিছু খুটি নাটি স্মৃতি হয়তো ধূসর সাদামাটা নয়তো বে-রঙ্গীন হয়ে অবহেলায় দিনদিন রং থেকে বিবর্ন অস্পষ্ট কূয়াশায় যাচ্ছে হারিয়ে! এ শহরের অনেক তল্পিতল্পা গল্প আমার ও কিছু টা নখদর্পনে। এ শহরের কিছু নবান্ন উতসব,কিছু চৈত্র খড়া,কিছু হেমন্ত, বসন্ত ও শরত বিলাসের কিছু নিখুঁত অভিনয় যা কখনো কাল্পনিক অস্তিত্ব হিসাবে আত্মা প্রকাশ করে আমার ঐ দিগন্তের মোহনায় একক চিত্তে তাকিয়ে মৃদু হাসির মধ্যে দিয়ে! এ শহরের কিছু প্রতিষ্ঠিত ফেলেক্সিবল মানুষের জীবন বৈচিত্র্যের একটু একটু জমে জমে তা হয়তো কখনো পান্ডুলিপি হলে হতেও পারতো,কিন্তু আমি তা আমার মনের ঘরে জোর করে ধরে লিখতে ইচ্ছে হয়তো প্রকাশ করিনি! এ শহরের কিছু বৈশিষ্ট্য খুব আশ্চর্য নগরের মধ্যে দিয়ে প্রবাহমান, যার শ্রেনী বিন্যাস এ শহরের অধিকাংশ মানুষ ই রাখেনা তার খোঁজ! এ শহরের কোনে কোনে বার,ক্লাব,লয়েলিটি, প্রায়িটি,মুড সুইং এবং মৌখিক কথিত ফেলেক্সিবল শব্দটা বড়ো অসহায় হয়ে এক এক রুপে এক এক আসরে হয় উদ্ভাসিত। এ শহরের অধিকাংশ মানুষের মন অতি উল্লাসে বিদীর্ন হয়না বললেই চলে। বড় আজীব ও বিস্ময় এ শহরের এক একটা মন।এ শহরের প্রভাতের আলো আর বৈকালের মৃদু আলো অতঃপর ধেয়ে আসা সন্ধ্যা এক অবর্ননীয় জীবনের সংলাপ হিসাবে ফুটে ওঠে!
এ শহরের মোরে মোরে অসংখ্য দালাল আর চামচিকায় পরিপূর্ণ। এ শহর নিয়তির ছকের বাইরে নয়,কিন্তু তার অবয়ব কাঠামো ঠিক ব্যাক্তি জীবনের সবটুকু উল্টো স্রোতধারা! এ শহরের প্রান কেন্দ্র সম্পুর্ন মাটির আদ্রতা থেকে বহুদিন, বহুকাল, বহু যুগ পেরিয়ে শতাব্দীর লগ্নে প্রায় মমত্বহীন! এ শহর আমাকে যতটুকু শিখিয়েছে, যতটুকু দেখিয়েছে, যতটুকু বুঝিয়েছে, যতটুকু আত্ম সন্মান ও ব্যাক্তির ব্যাক্তিত্ব সম্পর্কে অবগত করিয়েছে তাতে এ শহরে সম্পর্কে নতুন একটা শব্দ জানার আগ্রহে আমি নিশ্চিত নতুন শহরের বাসিন্দা আজ!!!
এ শহর আমাকে বলেছে পদার্থ ও অপদার্থ এক পাত্রে রাখা জীবনের সবচেয়ে বড় ট্রাজিডি যদি তুমি ভুলের নয় শুধু বিশ্বাসের আবেগে নিপতিত হও!
এ শহর আমাকে বলে,তুমি রংধনুর সাত রং কখনো যুগ নয় শতাব্দীর মোরে দেখতে পাবে, কিন্তু আমি শহরের বুকে তুমি প্রতি দিন এক এক রং দেখতে পাবে আমার রুচি অনুযায়ী।
এ শহর আমাকে চুপ একদম চুপ করিয়ে নতুন শহরে পাঠিয়ে কতটুকু সান্তি তোমার??