ইসলামি মিডিয়া সেন্টার

ইসলামি মিডিয়া সেন্টার কুয়াকাটার হুজুর সহ আরও দেশ বরণ্য আলেমদের সকল ওয়াজ মাহফিল পেতে আমাদের এই পেইজে লাইক দিয়ে পাশে থাকুন।

জীবন চলার পথে এ শহর আমাকে অনেক কিছু দিয়েছে। এ শহরের অনেক রুপ,রস,গন্ধ আমার খুব নাকের ডগায় অম্লান হয়ে আছে। এ শহরের অনেক অল...
29/07/2025

জীবন চলার পথে এ শহর আমাকে অনেক কিছু দিয়েছে। এ শহরের অনেক রুপ,রস,গন্ধ আমার খুব নাকের ডগায় অম্লান হয়ে আছে। এ শহরের অনেক অলি গলি ও মোরে মোরে আমার ও কিছু খুটি নাটি স্মৃতি হয়তো ধূসর সাদামাটা নয়তো বে-রঙ্গীন হয়ে অবহেলায় দিনদিন রং থেকে বিবর্ন অস্পষ্ট কূয়াশায় যাচ্ছে হারিয়ে! এ শহরের অনেক তল্পিতল্পা গল্প আমার ও কিছু টা নখদর্পনে। এ শহরের কিছু নবান্ন উতসব,কিছু চৈত্র খড়া,কিছু হেমন্ত, বসন্ত ও শরত বিলাসের কিছু নিখুঁত অভিনয় যা কখনো কাল্পনিক অস্তিত্ব হিসাবে আত্মা প্রকাশ করে আমার ঐ দিগন্তের মোহনায় একক চিত্তে তাকিয়ে মৃদু হাসির মধ্যে দিয়ে! এ শহরের কিছু প্রতিষ্ঠিত ফেলেক্সিবল মানুষের জীবন বৈচিত্র্যের একটু একটু জমে জমে তা হয়তো কখনো পান্ডুলিপি হলে হতেও পারতো,কিন্তু আমি তা আমার মনের ঘরে জোর করে ধরে লিখতে ইচ্ছে হয়তো প্রকাশ করিনি! এ শহরের কিছু বৈশিষ্ট্য খুব আশ্চর্য নগরের মধ্যে দিয়ে প্রবাহমান, যার শ্রেনী বিন্যাস এ শহরের অধিকাংশ মানুষ ই রাখেনা তার খোঁজ! এ শহরের কোনে কোনে বার,ক্লাব,লয়েলিটি, প্রায়িটি,মুড সুইং এবং মৌখিক কথিত ফেলেক্সিবল শব্দটা বড়ো অসহায় হয়ে এক এক রুপে এক এক আসরে হয় উদ্ভাসিত। এ শহরের অধিকাংশ মানুষের মন অতি উল্লাসে বিদীর্ন হয়না বললেই চলে। বড় আজীব ও বিস্ময় এ শহরের এক একটা মন।এ শহরের প্রভাতের আলো আর বৈকালের মৃদু আলো অতঃপর ধেয়ে আসা সন্ধ্যা এক অবর্ননীয় জীবনের সংলাপ হিসাবে ফুটে ওঠে!
এ শহরের মোরে মোরে অসংখ্য দালাল আর চামচিকায় পরিপূর্ণ। এ শহর নিয়তির ছকের বাইরে নয়,কিন্তু তার অবয়ব কাঠামো ঠিক ব্যাক্তি জীবনের সবটুকু উল্টো স্রোতধারা! এ শহরের প্রান কেন্দ্র সম্পুর্ন মাটির আদ্রতা থেকে বহুদিন, বহুকাল, বহু যুগ পেরিয়ে শতাব্দীর লগ্নে প্রায় মমত্বহীন! এ শহর আমাকে যতটুকু শিখিয়েছে, যতটুকু দেখিয়েছে, যতটুকু বুঝিয়েছে, যতটুকু আত্ম সন্মান ও ব্যাক্তির ব্যাক্তিত্ব সম্পর্কে অবগত করিয়েছে তাতে এ শহরে সম্পর্কে নতুন একটা শব্দ জানার আগ্রহে আমি নিশ্চিত নতুন শহরের বাসিন্দা আজ!!!
এ শহর আমাকে বলেছে পদার্থ ও অপদার্থ এক পাত্রে রাখা জীবনের সবচেয়ে বড় ট্রাজিডি যদি তুমি ভুলের নয় শুধু বিশ্বাসের আবেগে নিপতিত হও!
এ শহর আমাকে বলে,তুমি রংধনুর সাত রং কখনো যুগ নয় শতাব্দীর মোরে দেখতে পাবে, কিন্তু আমি শহরের বুকে তুমি প্রতি দিন এক এক রং দেখতে পাবে আমার রুচি অনুযায়ী।
এ শহর আমাকে চুপ একদম চুপ করিয়ে নতুন শহরে পাঠিয়ে কতটুকু সান্তি তোমার??

দুঃখ কে সবাই সঠিক মাত্রায় ব্যাবহার করে ভালোবাসলে মনকে সুন্দর বুঝ দেয়া যায়,কিন্তু দুঃখ কে আমরা যারা উপহাস করি তাদের বয়ানে...
22/07/2025

দুঃখ কে সবাই সঠিক মাত্রায় ব্যাবহার করে ভালোবাসলে মনকে সুন্দর বুঝ দেয়া যায়,কিন্তু দুঃখ কে আমরা যারা উপহাস করি তাদের বয়ানের রুপ ঋৃতু পরিবর্তনের মতো হলে বড্ড বেমানান, কেননা, কেউ রবেনা আফসোসের এই দুনিয়ায়!!!

খুব সম্ভবত ২০১৮/১৯ তে চায়না তাদের একদম নতুন J-10C ফাইটার জেট বাংলাদেশকে অফার করেছিল। এরপর ২০২০ এর দিকে ব্রিটেন আর ইতালি ...
22/07/2025

খুব সম্ভবত ২০১৮/১৯ তে চায়না তাদের একদম নতুন J-10C ফাইটার জেট বাংলাদেশকে অফার করেছিল।

এরপর ২০২০ এর দিকে ব্রিটেন আর ইতালি মিলে বাংলাদেশকে Eurofighter Typhoon ফাইটার জেট অফার করেছিল।

সর্বশেষ ২০২৩ সালে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে সরাসরি Dassault Rafale জেট অফার করেছিল।

উপরের কোন অফারই ততকালীন সরকার আমলে নেয় নাই। কারণ ড্যাডি মোদি মাইন্ড করবে।

অথচ MRCA প্রোগ্রাম এর জন্য বরাদ্দ বাজেট মেরে দিয়ে বানানো হয় এই ইউজলেস BBT বা বঙ্গবন্ধু ট্রেইনার। এমন এক ফালতু বিমান বানিয়েছে যে বিদেশের অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম এসব বিমান নিজেরা বানায় আর ডিজাইন বিক্রি করে।

বিমানবাহিনীর উন্নয়নে গাফিলতির ফলস্বরূপ বছর কয়েক আগে আমরা হারাই স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদকে আর আজকে হারালাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ কিছু মাসুম স্কুল পড়ুয়া বাচ্চাদের।

৪০ বছর পুরাতন "ফ্লাইং কফিন" খ্যাত রাশান MiG-21 এর চাইনিজ ভ্যারিয়েন্ট F-7 আর ৩০ বছর পুরাতন MiG-29 ধরিয়ে দিয়ে বঙ্গবল্টুকন্যা এখন মোদির আশ্রয়ে। ❤️😍

হে এলাহি! তুমি তো সবই দেখো, শুনো, জানো,তুমি পৃথিবীর সকল মুসলিম জাহানকে একটি সুখী সমৃদ্ধ জীবন দান করো তোমার ভালোবাসা দিয়ে...
21/07/2025

হে এলাহি!
তুমি তো সবই দেখো, শুনো, জানো,তুমি পৃথিবীর সকল মুসলিম জাহানকে একটি সুখী সমৃদ্ধ জীবন দান করো তোমার ভালোবাসা দিয়ে, এবং বুঝ দিও পৃথিবীতে কে আপন কে পর এতটুকু বুঝার তৌফিক দিও।দিও এতটুকু জ্ঞান পৃথিবীতে কার সাথে কথা বললে,সঙ্গ দিলে,কিভাবে জীবনের এই খুটিনাটি পথগুলো থেকে বয়ে চলা ভুলের কাটাগুলো গলাবিদ্ধ কন্ঠনালী থেকে বেরিয়ে তোমার সঠিক শব্দ গুলো শুধু তোমার জন্য স্পষ্ট আওয়াজ দিয়ে দীল দিয়ে একটু স্বচ্ছ হ্রদয়ের মধ্যে দিয়ে কান্না করে তোমার কাছে পৌঁছে যাওয়া যায়, আমীন আমীন আমীন।

পৃথিবীতে মানুষ একমাত্র দীনের দায়ী। আর বাকি সবকিছুর জন্য মানুষ নিজেই দায়ী। আল্লাহ আপনি আমাদের দীলকে পারেন সঠিক বুঝ দান কর...
20/07/2025

পৃথিবীতে মানুষ একমাত্র দীনের দায়ী। আর বাকি সবকিছুর জন্য মানুষ নিজেই দায়ী। আল্লাহ আপনি আমাদের দীলকে পারেন সঠিক বুঝ দান করতে, পৃথিবীতে এ সাধ্য কারো নেই, কিন্তু মানুষের কথা ও নিজের ভুল সিদ্ধান্ত কে মানুষ সবচেয়ে বেশি ভালো মনে করি শরীয়তের হিসাব না করে এটাই জীবন অধপাতের মূল বিবেচ্য বিষয়। তবুও আমরা আল্লাহর কাছে আমাদের হেদায়েত চাইতেই থাকব ইনশাআল্লাহ

@@""হঠাৎ একদিন আমি""@@একদিন হঠাৎ আমি হারিয়ে যাব-হ্যাঁ জীবনের এক চরম সত্যি প্রকাশ,তবে কতটা পরিপাটি সে প্রস্থান? দিগন্তের ...
20/07/2025

@@""হঠাৎ একদিন আমি""@@

একদিন হঠাৎ আমি হারিয়ে যাব-
হ্যাঁ জীবনের এক চরম সত্যি প্রকাশ,
তবে কতটা পরিপাটি সে প্রস্থান?
দিগন্তের মালিক পাবে শুদ্ধ দীল?
এটাই নিয়ম হঠাৎ আমি নেই একদিন!!

একদিন আমার আঙ্গিনায় অনেক ভীড় -
কতজন প্রকাশ্যে গোপনে ফিসফিস কথা,
একদিন হঠাৎ আমি কেন স্থানান্তরিত?
একদিন হঠাৎ আমি প্রশ্নের এত সম্মুখীন -
সেদিন আমি আমার ছাড়া কেউ নেই!!!

আমি হঠাৎ একদিন পৃথিবীতে নিঃস্তব্ধ-
সেদিন সব আয়োজন একমুঠো মাটির ঢেলা,
সেদিন কেউ বলবেনা এসো ফিরে চৌচিরে-
কি রেখে গেলাম তাকি যথেষ্ট বুনিয়াদ?
একদিন কি আমি শুধু হঠাৎ নিখোঁজ হবো?

একদিন হঠাৎ আমি দ্বিতীয় স্টেশনে-
পরিনয় পরিনতি কতটুকু তা পরিপক্বতার?
মিথ্যা প্রতিশ্রুতি কি কাউকে দিয়েছিলাম?
আমি আমাকে সবচেয়ে বেশি বুঝি এখানে -
একদিন হঠাৎ আমার এ গল্প বিন্যাস স্তব্ধ!!!

আল্লাহ আমাদের জীবন কে দীনের সঠিক বুঝ দান করুন আমীন
19/07/2025

আল্লাহ আমাদের জীবন কে দীনের সঠিক বুঝ দান করুন আমীন

islamicquotes

এটাই সতীত্ব এটাই মনুষ্যত্ব এটাই মানবতা এটাই বিবেক এটাই সভ্যতা এটাই রুচি এটাই ভদ্রতা এটাই জীবনের স্বচ্ছতা এটাই একজন পরিশু...
17/07/2025

এটাই সতীত্ব এটাই মনুষ্যত্ব এটাই মানবতা এটাই বিবেক এটাই সভ্যতা এটাই রুচি এটাই ভদ্রতা এটাই জীবনের স্বচ্ছতা এটাই একজন পরিশুদ্ধ মানুষের বৈশিষ্ট্য এটাই সঠিক আসল ও রবের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার এক নিপুন নিখুঁত হ্রদয়ের খেলা।
আপনি জিন্দেগীর ওপারে খুব ভালো থাকবেন এটাই ফরিয়াদ, আমীন।

এই আবেগ নিয়ে যদি জীবনের মালিকের প্রতি ঝুকা যেত তবে জীবন ধন্য হতো।
17/07/2025

এই আবেগ নিয়ে যদি জীবনের মালিকের প্রতি ঝুকা যেত তবে জীবন ধন্য হতো।

জীবন কোন খেলনা পুতুল নয়, জীবন আমার ও নয়,জীবন যার তার কাছে ই প্রতিটি মানুষকে দন্ডায়মান হতে হবে, তাই আসলেই কি করনীয় আমার ত...
17/07/2025

জীবন কোন খেলনা পুতুল নয়, জীবন আমার ও নয়,জীবন যার তার কাছে ই প্রতিটি মানুষকে দন্ডায়মান হতে হবে, তাই আসলেই কি করনীয় আমার তা বুঝতে বাহিরে যাওয়ার প্রয়োজন ও নাই।

islamicquotes

জীবন এমন এক প্রদীপ শিখা, যেখানে দীনের আলো না হলে কোনদিনই জলে উঠা সম্ভব নয়। তাই লাত্থি মারি দুনিয়ার এই বস্তুবাদী আবেগ ইমো...
17/07/2025

জীবন এমন এক প্রদীপ শিখা, যেখানে দীনের আলো না হলে কোনদিনই জলে উঠা সম্ভব নয়। তাই লাত্থি মারি দুনিয়ার এই বস্তুবাদী আবেগ ইমোশনাল কে!

islamicquotes

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামি মিডিয়া সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share