Hidayat

Hidayat Hasbi Allah :)

30/12/2024

এটা অনেক কষ্টদায়ক
যখন মেয়ে পর্দা করতে চায় কিন্তু তার মা তাকে বাধা দেয়💔

29/12/2024

আসলে আমি যখন কিছু বলতে চাই তখন অন্য কেউ কিছু বললে বলার মুড নষ্ট হয়ে যায় ।আর যা বলার ইচ্ছা ছিল তাও ভুলে যায়।তাই আমার বলার মাঝখানে অন্যে করোর কথা বলা অপছন্দীয় সাথে বিরক্ত করও।🙂

29/12/2024

ছেলের_পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে।

ঘটক_মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে দেবর, ভাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে।

ছেলের_পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, ভাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি?

বর্তমান_সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি

আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন।
আমীন

(সংগৃহীত)

16/12/2024

"মানুষ কেনো দুনিয়ায় মতো করে সাজে?

মানুষ কেনো নিজেকে অন্যের চোখে সুন্দর দেখানোর জন্য সাজে?

মানুষ কেনো আল্লাহ কে খুশি করার জন্য সাজে না?

মানুষ কেনো আল্লাহ ওয়ালাদের মতে করে সাজে না?

মানুষ কেনো রাসূলের সুন্নত কে ভুলে যাচ্ছে,

হায় আফসোস, আমাদের হুঁশ আর কবে হবে।✍️

27/11/2024

“হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার নিকট কঠিন অবস্থা, চরম দুর্ভাগ্য, খারাপ তাক্বদীর এবং দুশমনের হাসি থেকে আশ্রয় প্রার্থনা করছি।”
[সহীহ মুসলিম-২৭০৭]

27/11/2024

এক বছরের খাদ্য মজুদ রাখুন।গাজওয়াতুল হিন্দের দিকে অগ্রসর হচ্ছি আমরা। ইমানি শক্তি বাড়ুক জেন জি র"

27/11/2024

নিজের পাপ কখনো প্রকাশ করবেন না। পাপ করেছেন গোপন রাখুন, আল্লাহ মাফ করবেন, ইনশা'আল্লাহ

রাসুল (সাঃ) বলেছেন
"আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত"!
(সহিহ বুখারী)

27/11/2024



ইয়া রব!
আপনি এই উম্মাহকে জাগিয়ে দিন!
আপনি এই উম্মাহকে মাফ করে দিন!

আপনি এই উম্মাহকে শক্তিশালী করুন!

আপনার অসীম কুদরতের দ্বারা—
এই উম্মাহকে বিজয় দান করুন!!!
©

27/11/2024

হয়তো খেলাফত,,
নয়তো শাহাদাত,,,
আল্লাহর জমিনে আল্লাহর আইন,
বাস্তবায়ন করা ফরজে আইন।

27/11/2024

হে উম্ম্যি মুহাম্মাদিন!
কবে মুজা/হিদের তেজী তলো/য়ার কোষমুক্ত হবে?

26/11/2024

"কনফার্ম জান্নাতি" একটি শির্ক মিশ্রিত বাক্য ❌

কনফার্ম ইংরেজী শব্দ এর বাংলা অর্থ হলো 'নিশ্চিত'। আপনি একজন মানুষকে মজার ছলে কনফার্ম (নিশ্চিত) জান্নাতি বলে শিরক করছেন কারণ ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহর আছে।

জান্নাতের সার্টিফিকেট দেয়ার মালিক একজন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা..

তাহলে আমরা কিভাবে একজনকে ভাইরাল ডায়লগ 'কনফার্ম জান্নাতি বলি...!?🙂

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Hidayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share