Ghorar Dim

Ghorar Dim রাগ নিয়ে ঘুমাতে যাবেন না। জেগে থাকুন, ? কাজে নয়, নামেই পরিচয়!

মূলতঃ হাজার কোটি টাকা খরচ করে নদীগুলোর বর্ডারে বাধ নির্মান করলে ও ভারতের কিছুই হবেনা। এই ধরণের ফাউ আইডিয়া যাদের মাথা থেক...
25/08/2024

মূলতঃ হাজার কোটি টাকা খরচ করে নদীগুলোর বর্ডারে বাধ নির্মান করলে ও ভারতের কিছুই হবেনা। এই ধরণের ফাউ আইডিয়া যাদের মাথা থেকে বের হয়, তাদেরকে গোবর মস্তিষ্ক ছাড়া আর কিছু বলা যায় না। তাতে, আরো বেশি বন্যার কবলে পড়বে বাংলাদেশ।
পানি শুধু নদী দিয়ে গড়ায় না। ফুলে উঠা পানি জনপদের উপর দিয়ে ও গড়িয়ে নিচের দিকে যায়। নদী প্রবাহ বাধাগ্রস্ত হলে দুপাশের জনপদ প্লাবিত হবে। পানি তখন নদীর বদলে দুপাশের জনপদ ধরে ভাটি অঞ্চলের দিকে প্রবাহিত হবে। ভাটি অঞ্চল ধরেই পানি শেষমেশ সাগরে মিলিত হবে। এটাই পানির ধর্ম।
যারা ভাবতেছেন, নদীর বর্ডারে বাধ নির্মাণ করলে ভারতের পানি ভারতেই আটকে থেকে যাবে, তাদেরকে ঘাস খাওয়ার পরামর্শ দিতে পারি। এতে ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চল হয়তো প্লাবিত হবে। তারপরও দিনশেষে সেই পানি আর ভারতের ভেতর দিকে গড়িয়ে যাবে না। ভারতের জনপদ গড়িয়ে বাংলাদেশের জনপদেই গড়িয়ে নেমে আসবে প্রবাহমান পানি। কারণটা প্রাকৃতিক। যে ৩ দিকে আমরা ভারত বেষ্টিত, সেই ৩ দিকেই ভারত আমাদের তুলনায় উচু জায়গায়। ৩ দিকেই তারা উজানের এলাকা। আমরা ৩ দিক থেকেই ভাটির মানুষ।
--------------- --------------- ------------------ --------------- ---------------
বন্যার জন্য দায়ী "পানি ছেড়ে দেয়া" নয়, বরং দায়ী হলো শুকনো মওসুমে পানি "আটকে রাখা"।
--------------- --------------- ------------------ --------------- ---------------
বন্যার জন্য দায়ী মূলতঃ শুকনো মওসুমে চাষবাসের জন্য পানিকে আটকে রাখা। উজানে বাধ বা ড্যাম নির্মান করে পানি আটকে রাখলে ভাটি অঞ্চলের দিকে নদীর নাব্যতা কমে যায়। পলি আটকে গিয়ে স্থানে স্থানে চর জেগে উঠে। সংকুচিত হয়ে পড়ে পানি যাওয়ার পথ। নদী তার স্বাভাবিক গতিপথ হারায়।
যেভাবে সবাই বলতেছেন, ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেয়ায় বন্যা হয়েছে, কথাটা ঠিক নয়। ভারতের কাছে এতবড় কোন পানির উৎস নেই যে, হঠাৎ ছেড়ে দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দেবে। এই পানির উৎস অতিবৃষ্টি। বৃষ্টি ভারতে পড়ুক কিংবা বাংলাদেশে পড়ুক, পানির গতিপথ একটাই। তা হলো, পাহাড়ি এলাকা থেকে উজান বেয়ে ভাটি এলাকার উপর দিয়ে সমুদ্রে মেশা।
অতিবৃষ্টির পানি ছেড়ে না দিয়ে ভারত এত পানি রাখবেই বা কোথায়? পানির প্রবাহ এলে তা ছাড়তেই হবে।
--------------- --------------- ------------------ --------------- ---------------
সমাধান আন্তর্জাতিক আদালতে। নদীর পানি প্রবাহ রোধ করে ড্যাম কিংবা বাধ নির্মানে কিছু বৈশ্বিক নীতিমালা আছে।
--------------- --------------- ------------------ --------------- ---------------
শুকনো মওসুমে পানি আটকে রাখার বিরুদ্ধে কথা বলুন। শুকনো মওসুমে বাংলাদেশের নদী মৃতপ্রায় থাকে, সেটা তো সত্য। নদীর নাব্যতা রক্ষার জন্য কমপক্ষে কতটুকু পানি ছাড়তে হবে, তার জন্য আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। ভারত সেই নিয়ম কানুনের কতবেশি লঙ্গন করেছে, তা তথ্যভিত্তিক ডাটা লাগবে। সেই ডাটা অনুযায়ী আন্তর্জাতিক আদালতে মামলা এবং নিষ্পত্তির মাধ্যমে সমাধান আসবে। আমরা ভারতকে ব্লেইম দিলে ভারত চীনকে ব্লেইম দেয়। তাই এই ইস্যু শতবছর ধরেই অমীমাংসিত।
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারত ও চীনকে সেসব নিয়ম কানুন মানতে বাধ্য করা ই হলো সমাধান।
এখন তো আর আপনাদের ভাষায় "ভারতের তাবেদার" ক্ষমতায় নেই। আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিত একজনকে সরকার প্রধান বানিয়েছেন। এখন তো আন্তর্জাতিক আদালতে মামলা দিয়ে ভারতের #বিষ মেরে দেয়া যাবে।

দুর্যোগপূর্ণ অবস্থায় থাইল্যান্ড সফর এবং ক্ষুদ্রঋণের গল্প--------------- --------------- ----------------- --------------...
25/08/2024

দুর্যোগপূর্ণ অবস্থায় থাইল্যান্ড সফর এবং ক্ষুদ্রঋণের গল্প
--------------- --------------- ----------------- ------------------ -----------
বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়ে। কেউ ঘর হারিয়েছে, কেউ গরু ছাগল হাঁস মুরগী হারিয়েছে, আর কেউ হারিয়েছে জমিতে বপনের মতো বীজ। নষ্ট হয়েছে মুদী দোকানের পণ্য। এসব অসহায় মানুষের জন্য ই সরকার। সরকার প্রধান হিসেবে আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে এসব অসহায় মানুষ যেন উঠে দাড়াতে পারেন, তার ব্যবস্থা করা।
এসব অসহায় মানুষের জন্য আছে "গ্রামীন ব্যাংক"। এই "গ্রামীন ব্যাংক" দিচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদে "ক্ষুদ্র ঋণ"। এই "ক্ষুদ্রঋণ" নিয়ে অনেক অপপ্রচার, গুজব ছড়ানো হয়েছে। হাসিনা সরকারের অপপ্রচারে আমার "ক্ষুদ্র ঋণ" শীতকালের মতো আরো অধিক #ক্ষুদ্র 😕 হয়ে গিয়েছিল। এবার আমার ক্ষুদ্রঋণে প্রাণ সঞ্চার হবে।
"ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।"
২০১২ সালে পদ্মাসেতুর জন্য বরাদ্দ বিশ্বব্যাংকের লোন আমি বাতিল করেছিলাম। ভেবেছিলাম, আমার ক্ষুদ্র ঋণে ১৬ কোটি মানুষের হাত বুলিয়ে তা "আফ্রিকান ঋণ" বানাবো। তারপর এই "গ্রামীন ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ" গুলো দিয়ে পদ্মাসেতু বানাবো।
এ জন্যই শায়েখ বলেছেন, "নারী নেতৃত্ব হারাম"।💪
সরকার বদলের পর নতুনভাবে জীবন ফিরে পেয়েছে আমার #ক্ষুদ্রঋণ 😁। ব্যবসায়ী মানুষ আমি, দেশ শাষনের ইচ্ছা আমার কোনদিন ও ছিল না। সাধারণ নামের #অসাধারণ ছেলেরা যখন আমাকে কোলে করে ক্ষমতা দিতে চাইলো, আমি প্রথমে অনীহা দেখিয়েছিলাম। হঠাৎ আমার ঘুমন্ত "ক্ষুদ্রঋণস্বত্ত্বা" জেগে উঠে হুংকার দিল, "আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও"।
অবশেষে, নিজের মৃতপ্রায় ক্ষুদ্রঋণকে বাঁচাতে আমি দায়িত্ব নিলাম।
যা চেয়েছি, তাই হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশে স্মরণকালের মরণকামড় দেয়া বন্যা হয়েছে। যারা মরেছে, তারা বেঁচে গেছে। যারা বেঁচে আছে, তারা আমার ক্ষুদ্রঋণ ছাড়া কিভাবে সার্ভাইব করে এবার দেখি। হাসিনার কথায় ক্ষুদ্রঋণকে অনেক অবহেলা দেখিয়েছিল। এবার কোথায় যাবে বাঙ্গালী !!
আসন্ন পুণর্বাসন কার্যক্রমে এই ৮০ বছর বয়সী ক্ষুদ্রঋণের উপর অনেক প্রেসার যাবে। বৃদ্ধ বয়সে এই ক্ষুদ্রঋণ চাহিবা মাত্র আমি সবাইকে দিতে বাধ্য থাকিব। তাই, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এই "ক্ষুদ্রঋণ" এর থাই ম্যাসাজ জরুরী।

সেনাবাহিনী আমার অহংকার 🥰🇧🇩🇧🇩ফেনী নোয়াখালী লক্ষীপুর আপনাদের পরিচিত কারো সহযোগিতা লাগলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
22/08/2024

সেনাবাহিনী আমার অহংকার 🥰🇧🇩🇧🇩ফেনী নোয়াখালী লক্ষীপুর আপনাদের পরিচিত কারো সহযোগিতা লাগলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার ঢাকাসহ তিনি জেলায় কমপক্ষে ছয়জন নিহত ও কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। কোথাও পুলিশ ও ছ...
16/07/2024

কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার ঢাকাসহ তিনি জেলায় কমপক্ষে ছয়জন নিহত ও কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন।
কোথাও পুলিশ ও ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর আক্রমন করেছে, কোথাও আবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন সংঘাতপূর্ণ হয়ে ওঠার তিন দিনের মাথায় বিক্ষোভ ও সংঘাতে উত্তাল হয়ে ওঠে দেশ।
এদিন শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের প্রতিহত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের নেতা-কর্মীরা প্রকাশ্য হামলা চালান বলে আন্দোলনকারীরা অভিযোগ তুলে এসব ঘটনার বিচার চেয়েছেন।
ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদনের বিষয়বস্তু কারো কারো জন্য অস্বস্তিকর হতে পারে। প্রয়োজনে এড়িয়ে যান।
#সংঘর্ষ #ছাত্রলীগ #শিক্ষা #বাংলাদেশ #সরকারি_চাকরি #বিসিএস #চাকরি #ঢাকা #অবরোধ # #আন্দোলন #শিক্ষার্থী #কোটা #পিএসসি

https://www.facebook.com/kajalarefinomeofficials/posts/pfbid0wK5Ar4LEXf9pmEuf2Du3LK9J8WfN7kkEdFqkWC4s4ubjMfP8AHYhS3KJBna...
10/10/2023

https://www.facebook.com/kajalarefinomeofficials/posts/pfbid0wK5Ar4LEXf9pmEuf2Du3LK9J8WfN7kkEdFqkWC4s4ubjMfP8AHYhS3KJBnaqB61vl?__cft__[0]=AZVaT5riXFavJHqTxuePM7ikUXl-MOlfUuPg5VhiGRqWR1VTKrVyy580W8ux3fhyb6y3W8ffvFhnG3UTnHBBlp2eySxFCxejVe9dZqJqibYoY0SJVfu5LPLz4D2oxw4EmIidxg-ErTselJPKg1kYtr_T&__tn__=%2CO%2CP-R

রেজিস্ট্রেশন করে ছবি পাঠাতে পারেন এই লিংকে :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc-nMTH9ExwjJaVIdeDgKZ3uV18qCGnQfRTDpWZZrjrxxs43A/viewform?usp=sf_link

৬৪ জেলার চ্যাম্পিয়ন পাবে ৬৪টি iPhone 14
তোমার তোলা তোমার জেলার সৌন্দর্যের ১টি ও উন্নয়নের ২টি ছবি আমাদেরকে পাঠাও [email protected] এ।
আর জিতে নাও আইফোন ১৪, মটরসাইকেল সহ গ্রান্ড পুরস্কার।
ছবি পাঠানোর সময় অবশ্যই তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং তোমার তোলা ছবিগুলো কেন তোমার জেলায় সেরা সে সম্পর্কে ১৫০ থেকে ২০০ শব্দের মতামত পাঠাতে হবে।

Address

47, College Road
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Ghorar Dim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghorar Dim:

Share