09/04/2025
একটা পুরো তরমুজ ২০০ টাকা
এক গ্লাস তরমুজের রসও ২০০ টাকা
তবুও মানুষ জুসটাই কেনে। কেন?
মানুষ আসলে "মূল্য" না, "মূল্যবান মনে হওয়া জিনিসে" টাকা দেয়।
একটা পুরো তরমুজ আর এক গ্লাস তরমুজের জুস— দুটোই ২০০ টাকা।
যখন আপনি একটা তরমুজ দেখেন, তখন আপনি আসলে সেই পণ্যটাই দেখেন যেটার মধ্যে আপনার চাওয়া জিনিসটা আছে — আর সেটা হচ্ছে জুস।
কিন্তু মানুষ অনেক সময় তরমুজ না নিয়ে জুসটাই নেয়। কেন?
কারণ, তরমুজ মানে ঝামেলা — ভারী একটা জিনিস টেনে বাড়ি নিয়ে যাওয়া, ধোয়া, কাটা, বীজ আলাদা করা, ব্লেন্ড করা, ছেঁকে নেওয়া — সব মিলিয়ে অনেক ঝামেলা।
আর এক গ্লাস জুস মানেই — রেডি! শুধু কিনে খেয়ে ফেলা।
যখন আপনি এক গ্লাস তরমুজের জুস দেখেন, তখন আপনি শুধু জুস না, আপনি দেখেন ‘সুবিধা’।
আপনি দেখেন, কেউ একজন আপনার জন্য এই পুরো ঝামেলাটা কাঁধে তুলে নিয়েছে — আপনাকে কিছু করতে হচ্ছে না। শুধু টাকা দিবেন, আর উপভোগ করবেন।
এই কারণেই মানুষ সহজেই ২০০ টাকা দিয়ে জুস কিনে নেয়, পুরো তরমুজ না নিয়ে।
এটাই একজন উদ্যোক্তার চিন্তাভাবনা।
উদ্যোক্তারা সবসময় চেষ্টা করে গ্রাহকের যাত্রাপথে থাকা বাধা বা কষ্টগুলো কমিয়ে দিতে।
অন্যদিকে, একজন সাধারণ ব্যবসায়ী শুধু পণ্য কিনে বিক্রি করেন। তারা গ্রাহকের কষ্ট বা সমস্যা নিয়ে ভাবেন না।
এই জায়গাটাই উদ্যোক্তা আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য তৈরি করে।
ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে।
উদ্যোক্তা বুঝে, কীভাবে মানুষের সময়, কষ্ট, ঝামেলা কমিয়ে দেওয়া যায়।
একজন সাধারণ ব্যবসায়ী হয়তো একটা তরমুজ ২০০ টাকায় বিক্রি করল, কিন্তু একজন উদ্যোক্তা সেই একই তরমুজ দিয়ে কয়েক গ্লাস জুস বানিয়ে ৪-৫ গুণ বেশি আয় করতে পারে।
এই চিন্তাটাই গেম চেঞ্জ করে।