MD:Masud rana

MD:Masud rana বিনোদন
(2)

vairal  #
20/04/2025

vairal #

এর সাথে Monir6.3 – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
16/04/2025

এর সাথে Monir6.3 – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

আমি মুস’লিম, সব দিবস আমি উদ’যা’পন করি না
14/04/2025

আমি মুস’লিম, সব দিবস আমি উদ’যা’পন করি না

দুটি ছবিতে তিনটি পার্থক্য খুঁজে বের করতে পারলে আপনি একজন লেজেন্ড 😎
14/04/2025

দুটি ছবিতে তিনটি পার্থক্য খুঁজে বের করতে পারলে আপনি একজন লেজেন্ড 😎

একমাত্র লেজেন্ডরাই পারবে খুঁজে বার করতে 😎
13/04/2025

একমাত্র লেজেন্ডরাই পারবে খুঁজে বার করতে 😎

10/04/2025
এর সাথে Afzal Hossen Didar 0.2 – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 8 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉
10/04/2025

এর সাথে Afzal Hossen Didar 0.2 – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 8 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

🫢🫢🫢❤️❤️❤️
10/04/2025

🫢🫢🫢❤️❤️❤️

একটা পুরো তরমুজ ২০০ টাকাএক গ্লাস তরমুজের রসও ২০০ টাকাতবুও মানুষ জুসটাই কেনে। কেন?মানুষ আসলে "মূল্য" না, "মূল্যবান মনে হও...
09/04/2025

একটা পুরো তরমুজ ২০০ টাকা
এক গ্লাস তরমুজের রসও ২০০ টাকা
তবুও মানুষ জুসটাই কেনে। কেন?

মানুষ আসলে "মূল্য" না, "মূল্যবান মনে হওয়া জিনিসে" টাকা দেয়।

একটা পুরো তরমুজ আর এক গ্লাস তরমুজের জুস— দুটোই ২০০ টাকা।
যখন আপনি একটা তরমুজ দেখেন, তখন আপনি আসলে সেই পণ্যটাই দেখেন যেটার মধ্যে আপনার চাওয়া জিনিসটা আছে — আর সেটা হচ্ছে জুস।

কিন্তু মানুষ অনেক সময় তরমুজ না নিয়ে জুসটাই নেয়। কেন?

কারণ, তরমুজ মানে ঝামেলা — ভারী একটা জিনিস টেনে বাড়ি নিয়ে যাওয়া, ধোয়া, কাটা, বীজ আলাদা করা, ব্লেন্ড করা, ছেঁকে নেওয়া — সব মিলিয়ে অনেক ঝামেলা।
আর এক গ্লাস জুস মানেই — রেডি! শুধু কিনে খেয়ে ফেলা।
যখন আপনি এক গ্লাস তরমুজের জুস দেখেন, তখন আপনি শুধু জুস না, আপনি দেখেন ‘সুবিধা’।

আপনি দেখেন, কেউ একজন আপনার জন্য এই পুরো ঝামেলাটা কাঁধে তুলে নিয়েছে — আপনাকে কিছু করতে হচ্ছে না। শুধু টাকা দিবেন, আর উপভোগ করবেন।
এই কারণেই মানুষ সহজেই ২০০ টাকা দিয়ে জুস কিনে নেয়, পুরো তরমুজ না নিয়ে।

এটাই একজন উদ্যোক্তার চিন্তাভাবনা।
উদ্যোক্তারা সবসময় চেষ্টা করে গ্রাহকের যাত্রাপথে থাকা বাধা বা কষ্টগুলো কমিয়ে দিতে।

অন্যদিকে, একজন সাধারণ ব্যবসায়ী শুধু পণ্য কিনে বিক্রি করেন। তারা গ্রাহকের কষ্ট বা সমস্যা নিয়ে ভাবেন না।

এই জায়গাটাই উদ্যোক্তা আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য তৈরি করে।

ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে।
উদ্যোক্তা বুঝে, কীভাবে মানুষের সময়, কষ্ট, ঝামেলা কমিয়ে দেওয়া যায়।

একজন সাধারণ ব্যবসায়ী হয়তো একটা তরমুজ ২০০ টাকায় বিক্রি করল, কিন্তু একজন উদ্যোক্তা সেই একই তরমুজ দিয়ে কয়েক গ্লাস জুস বানিয়ে ৪-৫ গুণ বেশি আয় করতে পারে।

এই চিন্তাটাই গেম চেঞ্জ করে।

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার, ...
09/04/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে। তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী। তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃ*ত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গা*লা'গালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার র'ক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে। তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কা'পুরুষ। টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।

তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা র'ক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।
এটাই বাস্তবতা বুঝলে বন্ধু!

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD:Masud rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share