Wish বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।

24/06/2025

#কদর আর কবর দুইটাই পাওয়া যাই ,
মৃত্যুর পরে!

 #ঈদ মুবারক✅
05/06/2025

#ঈদ মুবারক✅

16/05/2025

★একটা গল্প বলি★
===============
৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো,
--আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।

ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!

-- এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি?
-- আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে?

দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।

কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো,

-- তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?

এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,

--আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

--হ্যাঁ পাওয়া যাবে...! কত টাকা আছে তোমার কাছে?

--মাত্র এক টাকা।

--সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।

দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।

পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।

ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, "টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন"।

মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-
"আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ... আমি তো শুধু উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস... এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়।"
আমিন।।

কপি)

14/05/2025

শান্তির ঘুম তো আসতো সেই শৈশবকালে এখন তো সেই ঘুমটা আসেই না.!

মন: তো ঘুমাতে চায় কিন্তু মস্তিষ্ক, ঘুমাতে দেয় না.! ডিপ্রেশন

আম পাকতে এখনও ২০-২৫ দিন লাগবে তাই  সময়ের জিনিস সময়ে খাবার চেষ্টা করুন আর যথাসম্ভব বাজারের আম এড়িয়ে চলার চেষ্টা করুন।  যা...
03/05/2025

আম পাকতে এখনও ২০-২৫ দিন লাগবে তাই সময়ের জিনিস সময়ে খাবার চেষ্টা করুন আর যথাসম্ভব বাজারের আম এড়িয়ে চলার চেষ্টা করুন।
যাদের নিজস্ব বাগান আছে বা সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে তাদের থেকে আম নেবার চেষ্টা করুন এতে হয়তো ৫-১০ টাকা বেশি লাগবে কিন্তু বিষের বদলে ভালো আমটাই পাবেন।

চেয়েছিলাম একটুখানি! অথচ আমার রব আমাকে এক সমুদ্র সমান নেয়ামত দিয়ে আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা সবচেয়ে উত্তম! আলহামদুল...
03/05/2025

চেয়েছিলাম একটুখানি! অথচ আমার রব আমাকে এক সমুদ্র সমান নেয়ামত দিয়ে আবারও বুঝিয়ে দিলেন তার পরিকল্পনা সবচেয়ে উত্তম! আলহামদুলিল্লাহ

17/04/2025

🍀 মৃত্যু শয্যায় মহাবীর আলেকজেন্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।

★১ আমার প্রথম অভিপ্রায় হচ্ছেঃ
শুধু মাত্র আমার চিকিৎসকরাই আমার
কফিন বহন করবেন।

★২ আমার ২য় অভিপ্রায় হচ্ছেঃ
আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে
আমার অর্জিত সকল সোনা ও রুপা ছড়িয়ে দিবে।

★৩ আর শেষ অভিপ্রায় হচ্ছেঃ
কফিন বহনের সময় আমার দুই হাত 🙌
কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে।'

🥷 ⚔️ 🗡️ তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র
অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন ??

দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন,
আমি দুনিয়ার 🌍 সামনে তিনটি শিক্ষা
রেখে যেতে চাই।

★ ১ আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারনে বলেছি, যে যাতে লোকে বলতে পারে যে চিকিৎসক মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।

★ ২ যাবার পথে সোনা-দানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে ,, সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি ।কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে
পারছি না। মানুষ বুঝুক এসবের
পেছনে ছোটা মানে সময়ের অপচয়।'

★ ৩ কফিনের বাইরে আমার দুই হাত বাহিরে
রাখতে বলেছি ,,, মানুষকে বুঝানোর জন্য যে,, পৃথিবীতে খালি হাতে এসেছি আজ পৃথিবী
থেকে খালি হাতেই চলে যাচ্ছি।(
(copy)

07/04/2025

#ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের জন্য প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি । আল্লাহ তুমি ফিলিস্তিনি জনগণ কে রক্ষা কর 🤲🤲

Address

Narayanganj

Telephone

+8801717961964

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wish:

Share