Kamrul Khan

Kamrul Khan ⚀◉──﷽──◉⚀

ᴅᴏ ɴᴏᴛ ᴊᴜᴅɢᴇ ᴀ ʙᴏᴏᴋ ʙʏ ɪᴛ'ꜱ ᴄᴏᴠᴇʀ. ʀᴇꜱᴘᴇᴄᴛ ʏᴏᴜʀꜱᴇʟꜰ ꜰɪʀꜱᴛ










আপনি কি জানেন?? BANGLADESH এর পূর্ণ অর্থ কি ?

BANGLADESH এর অর্থঃ-
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
*অর্থাৎ "রক্তে অর্জিত স্মরণীয়
সোনালী ভূমি, প্রশংসিত গণতান্ত্রিক
চিরসবুজ পবিত্র বাসভূমি"

একটি বিড়াল 🐈 যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার চোখে থাকে শুধু একটিই চাওয়া—তার প্রিয় মালিককে শেষবারের মতো একবার দেখে ...
11/08/2025

একটি বিড়াল 🐈 যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার চোখে থাকে শুধু একটিই চাওয়া—তার প্রিয় মালিককে শেষবারের মতো একবার দেখে নেওয়া। জীবনের শেষ প্রহরগুলোতে, যখন তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে আসছে, তখন সে মাথা ঘুরিয়ে বারবার খুঁজে ফিরে মালিককে। তার চোখে তখন কোনো অভিযোগ থাকে না, থাকে না কোনো কষ্টের ছায়া—থাকে শুধু একরাশ গভীর ভালোবাসা আর অজস্র স্মৃতির মায়া।

সে তাকিয়ে 🐱 থাকে—চোখজোড়া উজ্জ্বল হয়ে ওঠে এক অপার্থিব আলোয়। যেন বলছে,
"তুমি আমার সব ছিলে, আমি শেষ মুহূর্তেও তোমাকেই খুঁজেছি।"

কিন্তু অধিকাংশ সময়, সেই স্নেহময় মালিক তখন পাশে থাকে না। হয়তো অফিসে, হয়তো ব্যস্ততায়, হয়তো বা জানেই না—তার ছোট্ট সঙ্গীটি শেষবারের মতো তাকিয়ে আছে দরজার দিকটায়।

কেউ তখনো জানে না, বিড়ালটি যে নিঃশব্দে তাকিয়ে আছে, তা কোনো কৌতূহল নয়—তা শেষবারের আকুলতা। একবার চোখে চোখ পড়লেই হয়তো ও চলে যেত শান্তিতে। মালিকের ভালোবাসার ছোঁয়া, তার মুখের পরিচিততা—এইটুকুই চেয়েছিল বিদায়ের আগে।

কিন্তু যখন মালিক আসে, তখন অনেক সময়ই খুব দেরি হয়ে যায়। বিড়ালটি তখন নিঃশব্দে ঘুমিয়ে গেছে—চোখ দুটি হয়তো এখনো খোলা, কিন্তু তাতে আর নেই সেই চাওয়ার আলো।

---

যা থাকে অবশিষ্ট

থাকে শুধু একটি ছোট্ট শূন্যতা, একটা ফাঁকা বিছানা, কিছু ফেলে যাওয়া খেলনা, আর মালিকের বুকভরা আফসোস—
"আমি যদি একটু আগে থাকতে পারতাম..."

এই ছোট্ট প্রাণীর নিঃশর্ত ভালোবাসার কোনো মূল্য হয় না টাকায়, যায় না পরিমাপ করা শব্দে। কিন্তু তারা চলে গেলে, রেখে যায় অগণিত নীরব ভালোবাসার চিহ্ন—যা ধরা পড়ে বিড়ালটার ফেলে যাওয়া প্রতিটি চুলে, প্রতিটি পায়ের ছাপে, প্রতিটি নিঃশব্দ চাহনিতে।

সবজি ওজন করার সময় যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তবে ওজনে তেমন কোনো পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ও...
08/08/2025

সবজি ওজন করার সময় যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তবে ওজনে তেমন কোনো পার্থক্য হয় না।
কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় বসে, তাহলে ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।
এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।
তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। উত্তম পরিবেশে অবস্থান করুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
01/08/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি...১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদ...
31/07/2025

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা - এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো...

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো - তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবে না।

৩। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না - এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)‌❤️‍🩹
18/07/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)‌❤️‍🩹

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।👨‍🌾 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।😢 একদিন হঠ...
05/07/2025

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।
👨‍🌾 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।

😢 একদিন হঠাৎ কৃষক মারা গেলেন।
🙉🐒 বানররা খুশিতে লাফাতে লাগল—আর কেউ তাড়া করবে না!

কিন্তু…
⏳ বছর ঘুরতেই আর ভুট্টা জন্মাল না।
🍃 মাঠ শূন্য, খাবার নেই… ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল—
যাকে শত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস।

---

📚 শিক্ষা:
🧠 আপনি আজ যাকে অবহেলা করছেন,
কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।

---

#জীবনেরশিক্ষা 🌱 #মূল্যবোধ 💡 #অনুপ্রেরণা 💬 #বাংলাগল্প 📖 #শিক্ষণীয় ✅

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখব...
05/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

- সংগৃহীত
#জীবন_চক্র

07/03/2025
03/03/2025

রোজার দিনে সকালে

একটু দেরি পর্যন্ত ঘুমানো লাগে, কারণ ভোররাতে উঠে অনেকটা সময় জেগে থাকতে হয় সেহরির জন্য, সকালে সেজন্য ঘুম ভাঙতে চায় না

কিন্তু, যাদের অফিস আছে, ডিউটি আছে, কর্মক্ষেত্রে যেতে হয় তাদেরকে সেই সকালেই উঠতে হয়!

আরেকটু ঘুমাতে ইচ্ছে করে তাদেরও, কিন্তু ঘুমানোর উপায় নাই! ঘুমের ঘাটতি থেকে যায়! ঘুম ঘুম চোখে উঠে রেডি হয়ে বের হতে হয়, কাজ করতে হয়

আল্লাহ এই মানুষগুলাকে শক্তি দিক, ধৈর্য দিক, সফলতা দিক।

তাদের রোজা সহজ করে দিক।

আমিন .....

01/03/2025

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)
পোস্টেড বাই - উম্মে হানি মিম

🤍
28/02/2025

🤍

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801768527808

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Khan:

Share