Kamrul Khan

Kamrul Khan ⚀◉──﷽──◉⚀

ᴅᴏ ɴᴏᴛ ᴊᴜᴅɢᴇ ᴀ ʙᴏᴏᴋ ʙʏ ɪᴛ'ꜱ ᴄᴏᴠᴇʀ. ʀᴇꜱᴘᴇᴄᴛ ʏᴏᴜʀꜱᴇʟꜰ ꜰɪʀꜱᴛ










আপনি কি জানেন?? BANGLADESH এর পূর্ণ অর্থ কি ?

BANGLADESH এর অর্থঃ-
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
*অর্থাৎ "রক্তে অর্জিত স্মরণীয়
সোনালী ভূমি, প্রশংসিত গণতান্ত্রিক
চিরসবুজ পবিত্র বাসভূমি"

07/03/2025
03/03/2025

রোজার দিনে সকালে

একটু দেরি পর্যন্ত ঘুমানো লাগে, কারণ ভোররাতে উঠে অনেকটা সময় জেগে থাকতে হয় সেহরির জন্য, সকালে সেজন্য ঘুম ভাঙতে চায় না

কিন্তু, যাদের অফিস আছে, ডিউটি আছে, কর্মক্ষেত্রে যেতে হয় তাদেরকে সেই সকালেই উঠতে হয়!

আরেকটু ঘুমাতে ইচ্ছে করে তাদেরও, কিন্তু ঘুমানোর উপায় নাই! ঘুমের ঘাটতি থেকে যায়! ঘুম ঘুম চোখে উঠে রেডি হয়ে বের হতে হয়, কাজ করতে হয়

আল্লাহ এই মানুষগুলাকে শক্তি দিক, ধৈর্য দিক, সফলতা দিক।

তাদের রোজা সহজ করে দিক।

আমিন .....

01/03/2025

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)
পোস্টেড বাই - উম্মে হানি মিম

🤍
28/02/2025

🤍

13/02/2025

কমপক্ষে ০১ বার পড়ুন সবগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল....❤️

১.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
২.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু
৩.লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন।
৪.আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা।
৫.বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৬.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাসার।
৭.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর।
*আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়ালা মামাতি।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দা'জ্জা'ল।
৮.আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
৯.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়ারিঝকান ত্বইবান ওয়া আমালান মুতাকাব্বালান।
১০.আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার।
১১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্ধাকাওয়াল জান্নাত।
১২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খতিমা।
১৩.আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক।
১৪.আল্লাহুমা ইন্নি আস আলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুক।
১৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন জান্নাতুল ফেরদাউস।
১৫.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফিতনাতিল দুনিয়া আমিন.... 🌸❤️

- পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️🌸

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
29/01/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

#সংগৃহীত

অনেকের সুবিধার্থে add করলাম :

আল্লাহ মহান। ক্ষমাশীল। তার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই। ইস্তিগফার পাঠে বান্দার অভাব মোচন হয়। পাপাচার ক্ষমা করা হয়। রিজিকে আসে পরিপূর্ণ বরকত। জীবনে প্রশান্তি লাভের জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা যায়।
ইস্তেগফার কি? ***
ইস্তিগফার আরবি শব্দ। এর অর্থ ক্ষমা প্রার্থনা করা। মহান আল্লাহ হলেন ‘গাফির’ (ক্ষমাকারী), ‘গফুর’ (ক্ষমাশীল), ‘গাফফার’ (সর্বাধিক ক্ষমাকারী)। ইস্তিগফার মানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহর দরবারে নতিস্বীকার করা। ভুল-ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করতে কাকুতি-মিনতি করা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বিবরণে আছে রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাগাতার তওবা-ইস্তিগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’ (আবু দাউদ ১৫১৮)

কি কি পড়লে ইস্তেগফার হবে:
যেকোনো একটিতেই হবে,

*******১(ছোট ইস্তেগফার)
ব্যস্ততার মাঝেও এটি পড়া অসম্ভব নয় উঠতে বসতে সর্বদা মুখে লেগে রাখা যাবে ইন শা আল্লাহ্:
أَستَغْفِرُ اللهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ।
অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

*******২
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফা...
15/01/2025

আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।
আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।
আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।
লেখা:সংগ্রহীত

10/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো...
17/12/2024

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -

১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো মোটা মোটা সা/প। একবার এক খালাম্মা আমার চুল ধরে জোরে টেনে বলে," বাবাগো কি মোটা চুল!" ঐযে পড়া শুরু হইলো আর থামলো না। এখনো পড়তেই আছে। মাথায় যতটুকু চুল আছে সেইটা শুধু একটু যত্ন নেই বলে।

২. আম্মাকে নিয়ে পোস্ট করলেই কোনো না কোনো বিষয়ে আম্মার সাথে সম্পর্ক খারাপ হইতো। ২/৩ দিন কথা হইতো না। একবার আম্মার একটা স্ক্রিনশট দিয়ে কি জানি লিখসিলাম। এরপর টানা ৬দিন আমার সাথে আম্মার কিছু ঠিক ছিল না।

৩. আমার স্কিন আল্লাহর রহমতে স্পট নাই৷ একবার একজন এক্কেবারে স্কিনে হাত বুলায় বলে বাবাগো তোমার স্কিন কি সুন্দর। এখন পর্যন্ত স্কিনে কি পরিমান ইস্যু হচ্ছে বলতে পারবো না। বাম্পস, ব্রেকাউট কিচ্ছু বাকি নাই।

৪. পড়াশুনায় মনোযোগী হয়ে লাইব্রেরিতে থাকতাম। একজন বললো, ওয়াও, কিভাবে ম্যানেজ করো! এরপর থেকে এই অব্দি মনোযোগ আনতে পারতেসি না।

৫. শাড়ির অবসেশন নিয়ে মানুষ এত কথা শুনাইসে! এখন শাড়ি পরতে মন চায় না। তাও জোর করে পরি।

৬. অফিসে ২/৩ দিন ভালো গেলেই এক কলিগ এমনভাবে বলে যে, আপনাকে তো স্যার চোখে হারায়! এরপরই কিছু না কিছু শুনাবেই। কিছু না কিছু হবেই। কোনো না কোনো কাজের জন্য আমাকে স্যারের কাছে বকা খেতেই হবে।

৭. আগে এই ২হাত দিয়েই সব ম্যানেজ করসি। এক্কেবারে সব। বাসা, অফিস, বিজনেস, পড়াশুনা, গান, শখ, প্রেম সব। প্রায় অনেকেই বলতো ভাই, তুমি কেমনে পারো! এখন? এখন একটা করলেই হয়রান লাগে।

৮. একবার এক বান্ধুবীর সামনে দাঁড়ায় প্যানকেক বানাচ্ছিলাম। ও এমনভাবে বলসে সুন্দর হইসে যে এরপর থেকে আর প্যানকেক হয় না আমার হাতে।

৯. মাঝে দিয়ে কয়েকদিন শাড়ি পরে ছবি দিসিলাম খুব। এরপর এমন বিছানায় পড়সি আর উঠতেই পারিনা। সারাদিন চেহারায় ক্লান্তি আর ক্লান্তি। অথচ বসেই থাকি বেশিরভাগ সময়।

অনেকে হয়তো ইচ্ছা করে দেয় না নজর। কিন্তু এইযে কথার আগে ওয়াও, আয়হায়, বাবাগো, মাগো বললে নজর লেগেই যায়। আরেকজনের কিছু ভালো লাগলে মাশাআল্লাহ বলবেন প্লিজ। আপনার জন্য সেই মানুষটার সুন্দর সময়, কাজ যাতে ভেস্তে না যায় এইটা মাথায় রাইখেন।

প্রত্যেকে গেছে-প্রত্যেকে যাবে।ভাগ্যবশত, পা নেই বলে থেকে গেছে অবহেলা আর বিষাদ 🖤🤍
28/10/2024

প্রত্যেকে গেছে-প্রত্যেকে যাবে।ভাগ্যবশত, পা নেই বলে থেকে গেছে অবহেলা আর বিষাদ 🖤🤍

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন সময়ে কাজে লাগবে...!! কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..১)  #উত্তরা_উত্তর (Uttara ...
26/10/2024

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন
সময়ে কাজে লাগবে...!!

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..
১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801768527808

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Khan:

Share