
13/03/2025
দয়া করে এই পেজ থেকে কেউ অর্ডার করবেন না। একদম ফ্রড একটা পেজের ওনার। আমাকে দেখিয়েছে একটা ড্রেস দিয়েছে একদম বাজে একটা ড্রেস। আমি অনেকবার বলেছি তাকে আমার টাকা ফেরত দিতে তিনি দেননি উল্টা আমাকে ব্লক করে দিয়েছেন। আমাকে প্রথম বলেছেন ডেলিভারি চার্জ দিয়ে আবার আমাকে প্রোডাক্ট রিটার্ন করতে হবে মানে প্রথমে আমি ১৫০ টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়েছি এখন আমাকে আবার ১৫০ টাকা দিয়ে আবার বলছে প্রোডাক্ট রিটার্ন করতে আর আমার টাকা তো দিলই না উল্টা আমাকে ব্লক করে দিয়েছে দয়া করে এসব বাটপারের চক্করে কেউ পড়বেন না আর এই পেজ থেকে অবশ্যই কেউ অর্ডার করবেন না।