Explore with Nipa

  • Home
  • Explore with Nipa

Explore with Nipa ঘুমপরি🥱

এই কষ্ট কারে বুঝাবো?
07/08/2025

এই কষ্ট কারে বুঝাবো?

07/08/2025

গাজাব বেজ্জতি🥱🥱

এটা কোনো কার্পেট কিংবা পাপোস নয়৷ 1128 টা ক্লিকসান ইনজেকশনের পর একজন মায়ের কোল আলো করে উনি দুনিয়ায় এসেছেন।❤️
06/08/2025

এটা কোনো কার্পেট কিংবা পাপোস নয়৷ 1128 টা ক্লিকসান ইনজেকশনের পর একজন মায়ের কোল আলো করে উনি দুনিয়ায় এসেছেন।❤️

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই...
06/08/2025

জীবন কতো আনপ্রেডিক্টেবল! ভদ্রলোক ওমান থেকে ফিরলেন, তাকে আনার জন্য এয়ারপোর্টে গেলো ফ্যামিলির মানুষজন। রাতে সবাই খুশি মনেই ফিরতেছিলো বাড়িতে।

গাড়ির ড্রাইভার এর 'ঘুমের' কারনে গাড়ি দুর্ঘটনায় পড়লো। সাথে সাথেই ফ্যামিলির ৭ জন দুনিয়া থেকে বিদায় নিলো!

কাল রাতেই সবাই কতো হাসিখুশি ছিলো। গাড়ি তে উঠেও সবাই নিশ্চিত হাসিখুশি ই ছিলো।

সেখান থেকেই সব শেষ!!

কালকে থেকেই শুরু করা যাক🫣
05/08/2025

কালকে থেকেই শুরু করা যাক🫣

05/08/2025

আজকে ৫ ই আগস্ট যাদের বিম্পি করার ১ বছর পূর্ণ হবে, তাদের জন্য শুভকামনা রইলো।

Who is real??
04/08/2025

Who is real??

নাটক কম করো পিও😏
04/08/2025

নাটক কম করো পিও😏

03/08/2025

রিযিক…

গত তিনদিন ধরে পুরো উত্তরা, টঙ্গীবাজার ঘুরে আমার পাখির খাবার না পেয়ে আজ সকাল বেলা কাঁটাবন খাবার খুঁজতে গেলাম।

পাখির খাবার কিনে বের হবো এমন সময় একটা ভ‍্যানের উপর কিছু রেডিমেইড থ্রিপিস দেখলাম। একটা ভাঁজ করা থ্রিপিস চোখে পড়লো দূর থেকেই। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম দাম।

আমি থ্রিপিস একেবারেই পরিনা। আমার সংগ্রহে শাড়ি আর ওয়েস্টার্ন সব। থ্রিপিস একেবারেই হাতে গোনা। বড়জোড় ১২ পিস। আমি এতোটাই কম পড়ি থ্রিপিস।

তাও আমার অজান্তেই কিভাবে কিনলাম, কি মনে করে কিনলাম, কেনো কিনলাম আমার কাছে যুক্তি নেই। আমার কোনোভাবেই ওই পোশাক কেনার কথা না।

আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে দেখলাম একটি মেয়ে পুরোপুরি উলঙ্গ হয়ে শুয়ে আছে। মাথার নিচে দুহাত ভাঁজ করে দিয়ে, আকাশের দিকে সটান তাকিয়ে। বলাবাহুল্য সে মানসিক ভারসাম্যহীন।

আমি অনেকটা ভয়ে ভয়ে কাছে গেলাম। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিছু রিক্সাওয়ালা দেখি ওকে দেখে মজাই পাচ্ছে। যেহেতু ড্রাইভার কিংবা কোনো সহ‍যোগী সাথে নেই, সত‍্যি বলতে আমি কাছে যেতে ভয় পাচ্ছিলাম।

মিনিট দশেক এভাবেই দাঁড়িয়ে সাহস করলাম, পুরোপুরি কাছে গেলাম, সে আমার দিকে তাকিয়ে। থ্রিপিসটা বের করে ওর হাতে দিলাম।

মেয়েটি উঠে বসে থ্রিপিস নিলো। কোনো কথা না বলে পরেও নিলো। আবার একই ভাবে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলো।

সাথে পানির বোতল, আর বিস্কুট ছিলো। ওর পায়ের কাছে সেটা রাখলাম। ও একবার আঁড়চোখে দেখে নিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে থাকল।

ঘুম থেকে উঠে এতো সকালেই আমার কাঁটাবন যাওয়া লাগলো!! আমি জানিনা সেই জামাটি কেনো আমাকে টেনেছিলো, আমি জানিনা কেনো আমি কিনলাম!!

উত্তর একটাই রিযিক। এই ভারসাম‍্যহীন মেয়েটির ঘটনা তখন থেকে আমার মাথায় ঘুরছে। আমি এতো আশ্চর্য আর কোনোদিন হইনি। তার রিযিকের জামা দিতেই আল্লাহপাক আমাকে ওখানে নিয়েছিলেন, তিনি নিজেই হয়তো সেই জামাটি এই মেয়েটির জন‍্য পছন্দ করেছিলেন। সুবহানাল্লাহ

আল্লাহপাক কখন কার সাহায্য করার জন‍্য কাকে পাঠিয়ে দেন তা একমাত্র তিনিই জানেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আমার ঈমান আজকের এই ঘটনায় আরও শক্ত করে দেয়ার জন‍্য।

আল্লাহু আকবার, তিনিই রাব্বুল আলামীন🤲❤️
Mitu

02/08/2025

আল্লাহ তুমি আমাকে লন্ডনে তারেক জিয়ার মতো একটা সাধারণ জীবন যাপনের তৌফিক দাও!

01/08/2025

কী দাবি নিয়ে আসছে ভাইটি কে আগে জানানো উচিত ছিলো। 🙂

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি। একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনকে...
01/08/2025

মানুষ এই দুইজনের ছবি দিয়ে Compare করছে কারন তারা দুইজনেই সম বয়সি।
একজনকে দেখতে বয়সের তুলনায় বেশি বয়স মনে হচ্ছে আর একজনকে বয়সের তুলনায় কম বয়স মনে হচ্ছে। কেউ বিপাশাকে পছন্দ করছে কেউ আবার জয়া কে বাহ বাহ দিচ্ছে। আসলে মানুষের দেখার চোখ সবার সেইম হয় না.

তবে আমার চোখে বিপাশা সুন্দরী, সে একজন ভালো মা, একজন ভালো বউ, একজন সফল অভিনেত্রী, এই জীবনে তার কোন স্ক্যান্ডাল এর কথা শুনি নায়, ভালোবেসেছেন জাকে বিয়েও তাকেই করেছেন, ৯০ দশকের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী বিপাশা তার পোশাকে কোন দিন অশালীন কিছু দেখা যায় নি.
সমাজের চোখে একজন পারফেক্ট নারী বলতে যা বুঝি তার সব গুণে গুণান্নিত বিপাশা.

( ২ জনেই স্বাবলম্বী নারী তবে তফাৎ অনেক, নারীর সৌন্দর্য লজ্জায়, কোমলতায়, শালীনতায়)...

আসলে আমি এই যুগের হয়েও আমার ওই বাবা মায়ের আমলের ৯০ দশকের মানুষের মন মানসিকতাই ভালো লাগে, হয়তো আমি মুলার ক্ষ্যাত. তাই আমার দেখার চোখ এমন 🖤

© Rajib Khan

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share