06/10/2024
বর্তমান সময়ে রুচিশীল মানুষ নিজের মানসিক প্রশান্তির জন্য সর্বত্র একটা রুচিশীল ও সুন্দর পরিবেশ চায়, হোক সেটা নিজের ঘরে,অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে,পরিবেশ মনমুগ্ধকর করে তুলতে আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের লাইটিং সামগ্রীর জুড়ি মেলা ভার।
আজ আলোচনা করব এরকমই একটি আকর্ষণীয়, ‘মেড ইন বাংলাদেশ’ লাইটিং সামগ্রীর ব্যাপারে।
কেন এটাই ব্যবহার করবঃ
১. আমাদের প্রোডাক্টগুলোর ধরণ ও প্রাচুর্যতা উল্লেখ করার মত। ওয়াল লাইট, ল্যাম্পশ্যাড, ব্র্যাকেট লাইট, ফ্লোর লাইট, ঝুলন্ত লাইট, সেন্সরযুক্ত লাইট সহ আরও বিভিন্ন ডিজাইনের লাইট, শ্যাডযুক্ত বা শ্যাডমুক্ত – সব প্রকারের লাইটিং সিস্টেম আমাদের এখানে সুলভে পাওয়া যাচ্ছে।
২. যেহেতু নিজস্ব ডিজাইন ও কম্বিনেশনের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি, তাই ক্রেতারা নিজেদের মনের মত ডিজাইন ও প্রয়োজনীয় কম্বিনেশনের মাধ্যমে নিজের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে এবং ইচ্ছেমত ডিজাইন ও কম্বিনেশনের প্রোডাক্ট হাতে পাবে, যা সচরাচর অন্য কোম্পানির পক্ষে করা সম্ভব হয় না।
৩. আমাদের প্রোডাক্টগুলো টেকসই হয় ও ফিটিংসের ঝামেলা নেই বললেই চলে।
কাদের এটা প্রয়োজনঃ
১. যারা নিজের বাসা বা অফিসকে আরও সুন্দর ও স্মার্ট করতে চান।
২. যারা ইন্টেরিয়র ডিজাইন না করেই বাড়ি তৈরি করে ফেলেছেন,এখন নতুন করে ডিজাইন করা অসম্ভব বা ঝামেলার কাজ কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর সেটআপ খুবই সহজ।
৩. আমাদের প্রোডাক্টগুলো আধুনিক ও সৃষ্টিশীল বলে যেকোনো অনুষ্ঠান, জন্মদিন ও পার্টিতে উপহার হিসেবে যথেষ্ট আকর্ষণীয়।
অন্যদের থেকে কেন এগুলো আলাদাঃ
১. মানুষ ঘর সাজানোর জন্য বর্তমানে চায়না ফ্যান্সি প্রোডাক্টগুলোর ওপর নির্ভরশীল। এগুলো বিদেশ থেকে আসে বিধায় উৎপাদন খরচ বেশি পড়ে, ফলে এগুলোর দামটাও তুলনামূলক বেশি থাকে কিন্তু আমরা বাংলাদেশেই তৈরি করি এবং নিজস্ব ডিজাইন ও কম্বিনেশনের মাধ্যমে তৈরিকৃত একটা প্রোডাক্ট গ্রাহকের কাছে তুলে ধরি, শুধুমাত্র কিছু পার্টস আমদানি করতে হয়। তাই স্বল্পমূল্যে গ্রাহক ভালো প্রোডাক্ট পাচ্ছে, যেহেতু উৎপাদনটা দেশেই হচ্ছে।
২. আমাদের প্রোডাক্টগুলোর মানের ব্যাপারে আমরা আস্থাশীল কারণ ডিজাইনগুলো এমনভাবে করা হয়, যেন মজবুত ও কমপক্ষে দশ বছর অনায়াসে টেকসই হবে, শুধু লাইট কেটে গেলে সাধারণ লাইট কিনে লাগালেই আবার সচল হয়ে যাবে। বাজারের অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলোর মধ্যে খুব কমই এরকম টেকসই হয় এবং সহজে মেরামত করা যায়।
৩. প্রতিটা বাসায় লাইট লাগানোর জন্য হোল্ডার পয়েন্ট থাকে। আমাদের প্রোডাক্টগুলো নিজস্ব টেকনিশিয়ান ও উন্নত পার্টসের সমন্বয়ে এমনভাবে করা হয়েছে, যেন হোল্ডার পয়েন্টে লাগালেই ডিজাইনযুক্ত লাইটের বডি ফুটে ওঠবে, আলাদা কোন সিস্টেমের দরকার হয় না, যা ঝামেলামুক্ত ও সাশ্রয়ী; যেখানে অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলোর ফিটিংসের জন্য আলাদা মিস্ত্রি ও খরচের প্রয়োজন পড়ে। ফলে আমাদের প্রোডাক্টগুলো তুলনামূলক সাশ্রয়ী হয়ে থাকে।
দেরী না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।