Pre-Marketing Agency Bangaladesh

Pre-Marketing Agency Bangaladesh We help you protect, preserve, and plan for your Business Rise, now and in the future.

06/10/2024

বর্তমান সময়ে রুচিশীল মানুষ নিজের মানসিক প্রশান্তির জন্য সর্বত্র একটা রুচিশীল ও সুন্দর পরিবেশ চায়, হোক সেটা নিজের ঘরে,অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে,পরিবেশ মনমুগ্ধকর করে তুলতে আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের লাইটিং সামগ্রীর জুড়ি মেলা ভার।

আজ আলোচনা করব এরকমই একটি আকর্ষণীয়, ‘মেড ইন বাংলাদেশ’ লাইটিং সামগ্রীর ব্যাপারে।

কেন এটাই ব্যবহার করবঃ
১. আমাদের প্রোডাক্টগুলোর ধরণ ও প্রাচুর্যতা উল্লেখ করার মত। ওয়াল লাইট, ল্যাম্পশ্যাড, ব্র্যাকেট লাইট, ফ্লোর লাইট, ঝুলন্ত লাইট, সেন্সরযুক্ত লাইট সহ আরও বিভিন্ন ডিজাইনের লাইট, শ্যাডযুক্ত বা শ্যাডমুক্ত – সব প্রকারের লাইটিং সিস্টেম আমাদের এখানে সুলভে পাওয়া যাচ্ছে।

২. যেহেতু নিজস্ব ডিজাইন ও কম্বিনেশনের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি, তাই ক্রেতারা নিজেদের মনের মত ডিজাইন ও প্রয়োজনীয় কম্বিনেশনের মাধ্যমে নিজের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে এবং ইচ্ছেমত ডিজাইন ও কম্বিনেশনের প্রোডাক্ট হাতে পাবে, যা সচরাচর অন্য কোম্পানির পক্ষে করা সম্ভব হয় না।

৩. আমাদের প্রোডাক্টগুলো টেকসই হয় ও ফিটিংসের ঝামেলা নেই বললেই চলে।

কাদের এটা প্রয়োজনঃ
১. যারা নিজের বাসা বা অফিসকে আরও সুন্দর ও স্মার্ট করতে চান।

২. যারা ইন্টেরিয়র ডিজাইন না করেই বাড়ি তৈরি করে ফেলেছেন,এখন নতুন করে ডিজাইন করা অসম্ভব বা ঝামেলার কাজ কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর সেটআপ খুবই সহজ।

৩. আমাদের প্রোডাক্টগুলো আধুনিক ও সৃষ্টিশীল বলে যেকোনো অনুষ্ঠান, জন্মদিন ও পার্টিতে উপহার হিসেবে যথেষ্ট আকর্ষণীয়।

অন্যদের থেকে কেন এগুলো আলাদাঃ
১. মানুষ ঘর সাজানোর জন্য বর্তমানে চায়না ফ্যান্সি প্রোডাক্টগুলোর ওপর নির্ভরশীল। এগুলো বিদেশ থেকে আসে বিধায় উৎপাদন খরচ বেশি পড়ে, ফলে এগুলোর দামটাও তুলনামূলক বেশি থাকে কিন্তু আমরা বাংলাদেশেই তৈরি করি এবং নিজস্ব ডিজাইন ও কম্বিনেশনের মাধ্যমে তৈরিকৃত একটা প্রোডাক্ট গ্রাহকের কাছে তুলে ধরি, শুধুমাত্র কিছু পার্টস আমদানি করতে হয়। তাই স্বল্পমূল্যে গ্রাহক ভালো প্রোডাক্ট পাচ্ছে, যেহেতু উৎপাদনটা দেশেই হচ্ছে।

২. আমাদের প্রোডাক্টগুলোর মানের ব্যাপারে আমরা আস্থাশীল কারণ ডিজাইনগুলো এমনভাবে করা হয়, যেন মজবুত ও কমপক্ষে দশ বছর অনায়াসে টেকসই হবে, শুধু লাইট কেটে গেলে সাধারণ লাইট কিনে লাগালেই আবার সচল হয়ে যাবে। বাজারের অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলোর মধ্যে খুব কমই এরকম টেকসই হয় এবং সহজে মেরামত করা যায়।

৩. প্রতিটা বাসায় লাইট লাগানোর জন্য হোল্ডার পয়েন্ট থাকে। আমাদের প্রোডাক্টগুলো নিজস্ব টেকনিশিয়ান ও উন্নত পার্টসের সমন্বয়ে এমনভাবে করা হয়েছে, যেন হোল্ডার পয়েন্টে লাগালেই ডিজাইনযুক্ত লাইটের বডি ফুটে ওঠবে, আলাদা কোন সিস্টেমের দরকার হয় না, যা ঝামেলামুক্ত ও সাশ্রয়ী; যেখানে অন্যান্য কোম্পানির প্রোডাক্টগুলোর ফিটিংসের জন্য আলাদা মিস্ত্রি ও খরচের প্রয়োজন পড়ে। ফলে আমাদের প্রোডাক্টগুলো তুলনামূলক সাশ্রয়ী হয়ে থাকে।

দেরী না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

নতুন বাংলাদেশ ২.০; স্বাবলম্বী হবার পথে স্বাগতমআপনি কি স্বাধীন বাংলাদেশে স্বাধীন উদ্যক্তা হতে চান? আমরাই দিচ্ছি স্বাধীন ভ...
14/09/2024

নতুন বাংলাদেশ ২.০; স্বাবলম্বী হবার পথে স্বাগতম

আপনি কি স্বাধীন বাংলাদেশে স্বাধীন উদ্যক্তা হতে চান?

আমরাই দিচ্ছি স্বাধীন ভাবে স্বাধীন পেশা বেছে নেবার উপায় এবং
উদ্যক্তা হবার জন্য সব ধরনের সহযোগিতা।

আমরা আছি আপনার পাশে, আপনি আছেন তো?

তাহলে, উদ্যক্তা হবার পথে আপনাকে স্বাগতম।

বর্তমান যুগে বিনা পূঁজিতে উদ্যক্তা হবার একটি কৌশল হল অনলাইনে ফ্রিলাঞ্চিং করা। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির এই যুগে নিজের যোগ্যতা কাজে লাগিয়ে অনলাইনে উপার্জন করে নিজের পাশাপাশি অন্যের জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি করা এখন হাতের নাগালে।

ফ্রিলাঞ্চিংয়ের বহু প্রকারভেদের মধ্যে উল্লেখযোগ্য হল ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট ও যোগাযোগের অন্যান্য মাধ্যম ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ করার জন্য ব্র্যান্ড বা পণ্যের প্রচারের একটি পদ্ধতি। একে অনলাইন মার্কেটিংও বলা হয়।

এক বাক্যে, যদি একটি মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল প্ল্যাটফর্ম জড়িত থাকে, তবে এটা ডিজিটাল মার্কেটিং।

প্রচারেই প্রসার – এই মূল বাক্য কাজে লাগিয়ে যে কোন ব্যবসায় উন্নতি সম্ভব। আবার, প্রযুক্তির সহজলভ্যতার কারণে ডিজিটাল মার্কেটিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

২০২৪ সালের জুলাই পর্যন্ত বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচশত পয়তাল্লিশ কোটি ছাড়িয়ে গেছে। তাছাড়া, সাম্প্রতিক দশকে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে একটি দুর্দান্ত ভূমিকা রাখছে কারণ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আমাদের দেশে ক্রমশ বাড়ছে।

প্রকৃতপক্ষে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ছোটখাট ব্যবসার জন্য তুলনামূলক সাশ্রয়ী বিপণন কৌশল সহজে তৈরি করা সম্ভব।
বিশ্ব দিন দিন আরও প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। ব্যবসার অন্যতম উপাদান হল প্রচার, এই প্রচারের পদ্ধতিগুলো অনলাইন-নির্ভর হয়ে উঠছে।
তাই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।

সুতরাং একজন উদ্যক্তা হবার অন্যতম উপায় হল ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করা। এই দক্ষতা অর্জনের জন্য আপনার পাশে আছে Narayanganj Youth Training Academy (NYTA).

ডিজিটাল মার্কেটিং,কমপিউটার প্রশিক্ষণ,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন সহ ক্যারিয়ার বিনির্মাণের যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করতে গুগলে সার্চ করুন nyta narayanganj অথবা ক্লিক করুন
https://nytanarayanganj.org/
এবং
https://www.facebook.com/NytaNarayanganj1995/

The  Millionaire  Marketer !A Blueprint for digital marketing Agency .Now, the time and choices are your Future .
10/09/2024

The Millionaire Marketer !
A Blueprint for digital marketing Agency .Now, the time and choices are your Future .

Summer: some burning but important tips It’s  summer now. With the sunrise, hot sunny days start & after the sunset, war...
30/08/2024

Summer: some burning but important tips

It’s summer now. With the sunrise, hot sunny days start & after the sunset, warm nights arrive in our life.
For the green-house effect, summer is hotter than previous time.

In summer time, sometimes you can find peace in nowhere.
Not in bed, not in chair, not in reading, not in eating, not in sleeping.
After all, sometimes there is no peace in both the working place or in your house because of hot weather.

It is important for ourselves to stay fit, healthy & charming in hot summer. So here are some tips anyone should follow in this burning time.

First of all, clothes are very important for human. It’s a key difference between human & animals. For make ourselves comfort, we should chose clothes properly.
We should wear thin, loose dress rather than thick, tight dress, so that air can travel through our body & make ourselves cool & fresh.

At second, foods are the most important for every life on the earth. The food habit effects on our health, our behavior, our emotion, eventually our daily life.
Food habits should change season-wise. In summer-burning time, we should eat light, fresh food rather than heavy, spicy food.
Drink more liquid food to prevent dehydration. There are many possibility to indigestion in warm summer time, so eat as much as can.

At third, always avoid the direct contact of open sun & use hat, umbrella or scarfed. Wear sunglasses for eye-comfort.

At last, always try to be neat & clean because summer is the time of sweating & sweating has both good or bad effects.
By sweating, your body bring out some of body pollutants but also a huge amount of body liquid & make your skin unhygienic. It also make a uncomfortable situation in public because of the smelling issue.

Apple phone: the ever-green magic Who never heard the name ‘iPhone?’ Who never see this?Almost every people of the world...
30/08/2024

Apple phone: the ever-green magic

Who never heard the name ‘iPhone?’ Who never see this?

Almost every people of the world know about iPhones, even it is a dream of young generations in every continent.

When it started the entry in market, many people think iPhone can’t survive for different operating system. Other companies use one system named androids but Apple just deny it & created own operating system called IOS.

Apple created not also a great operating system but also a strong, smart-looking build quality smartphone, those are ruling over the handset industry for almost two decades.

Apple iPhone is a style, is an asset for the buyer.
Why an iPhone is much better worthy? Because when anyone buy an iPhone from store, he or she actually invests on it.

If I resell my used android phone in good condition, I could barely get half of the real prize even less than that but in case of iPhone, it’s a different story. We can get the proof in ‘the used iPhone market.’ People are real thirsty for an ‘used iPhone.’


There are some interesting factors about iPhone, everyone need to know:

• The first iPhone was released in 2007 and sold roughly 300,000 in the first weekend!

• Since then, Apple has released 42 different iPhone models, including the latest iPhone 15 lineup.

• Apple just announced the next generation iPhone 15 in September 2023.

So from 2007 to 2024, iPhone always make examples of outstanding choice for customers, that’s the spirits.

I can present 3 reasons, why I should switch from Android to iPhone.

1. Information security
Information security companies unanimously agree that Apple devices are more secure than Android devices.
According to a report by Forbes, 97 percent of smartphone malware targets Android phones.

2. The Apple ecosystem
The devices work seamlessly and effortlessly together. You don’t need to download or install separate applications to link them together, it’s enough when you sign in to the devices with the same Apple ID.
Photos, emails, notes and calendars can be shared to all the devices. You also don’t have to pay twice for apps, movies or books – they can be found on all your devices.
The closed ecosystem also guarantees the user safety. The operating environment is secure when devices, users, manufacturers and app developers are all in the same ecosystem.

3. iPhones hold their value
Since new smartphone models with attractive features are published often, people constantly want to upgrade their phones to newer models.

When people stop using their phones and buy a new one, they often want to sell their still functional old phone at the best possible price.

Apple phones keep their resale value far better than Android phones. iPhones are made of high-quality materials, which goes a long way in helping them maintain their resale value.

Apple phones also remain as flagship models and up-to-date longer, as there is only one manufacturer and new and better phones aren’t launched as often as Android phones.

Last but not least, Apple is a super brand & as a ‘super brand’ product, Apple phone or iPhone is the one of the best smartphone in current era. We must approve it.

29/08/2024
29/08/2024

Start from Today .Time are so limited .

Address

Chashara (Zero Point)
Narayanganj
1400

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Pre-Marketing Agency Bangaladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share