Sayma's Dairy

Sayma's Dairy Be_A_Cupcake_in
The_World_Of_Muffins✌️
(2)

Blue☁️🌀💙
22/08/2025

Blue☁️🌀💙

আমি আর কি চাই, বলো?স্রেফ তোমার আদর পেলে, একটু সময় পেলে, সঙ্গ পেলে আমিও যে একটু ভালো থাকতে পারি। ভালোবেসে মানুষ আর এমন কি...
15/08/2025

আমি আর কি চাই, বলো?
স্রেফ তোমার আদর পেলে, একটু সময় পেলে, সঙ্গ পেলে আমিও যে একটু ভালো থাকতে পারি।

ভালোবেসে মানুষ আর এমন কি চায়?
মানুষ চায়, তাকে কেউ তার মতো করে ভালোবাসুক৷ একটু গুরুত্ব দিক, বোঝার চেষ্টা করুক। প্রচন্ড মন খারাপ নিয়ে সবকিছু বিশ্রী লাগা অনুভূতি, শুধুমাত্র ভালোবাসা পেলেই যেন দূর হয়।

আমি আর এমন কি চাই?
এই যে এতকাল অপেক্ষা, অনিদ্রায় নিজেকে কতটা অপচয় করলাম, শুধু তোমার আলিঙ্গনের আশায়। তুমি ভালোবাসবে, আলিঙ্গনে বুকে টেনে নিবে বলেই তো আমি বিরহের বেদনা সইতে পারি অনায়াসে।

আমি আর এমন কি চেয়েছি?
সময়, যত্ন, আদর, ভালোবাসা ছাড়া কিচ্ছু চাইনি তো।

যাকে ভালোবাসি, তার ভালোবাসা কামনা করার মতো লোভ পৃথিবীতে আর হয় না! আমি লোভী, প্রচুর লোভ আমার। আমাকে কষ্ট দিতে দিতে নিঃশেষ করে দিলেও, অবহেলা–অনাদরে কোণঠাসা করে দিলেও, আমি ভালোবাসাই চাইবো।

আমি আর কি চেয়েছি, বলো?
যাকে ভালোবাসি, তাকে চাওয়া কি অপরাধ? হতে পারে অপরাধ! তবে যাকে ভালোবাসি, সেও ভালোবাসে–জানি, তবুও কেন তার কাছে সময় ভিক্ষা চাইতে হয়? ভালোবাসলে কি দূরে থাকা যায়?

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
©️

07/08/2025
03/08/2025

নির্বাচন নয়..! পুরো দেশ এখন অপু বিশ্বাস এর পোস্ট এর অপেক্ষায় আছে ! 😁🤣

24/07/2025

You never realize how lucky you are when you return to home safely everyday. Stop complaining about life, be grateful, and PRAY. 🥲

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিং এর উপর বিস্ফোরণ , আমার ছোটো বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো ।
ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে বিকট শব্দ হয়েছে
বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayma's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share