Sayma's Dairy

Sayma's Dairy Be_A_Cupcake_in
The_World_Of_Muffins✌️
(2)

08/06/2025

কুরবানী যেমন দেখলাম:

১/ বনশ্রীতে প্রেগন্যান্ট গাভী কুরবানি দিয়ে ভিতরের বাছুর রাস্তায় ফেলে রাখসে।

২/ একটি পশুর সামনে আরেকটি পশু কুরবানী করেছে।

৩/ গোস্ত কাটতে গিয়ে চামড়া কেটে ফেলায় কসাইকে থাপ্পর।

৪/ বৃষ্টির মধ্যে গরুকে বেধে রেখে দিয়েছে।

৫/ ১৬ বছরের হাফেজ দিয়ে গরু জবাই করার সময় অর্ধেক কাটার পর মাথা নরে যায়। তারপর এইভাবে ২ মিনিট চল যাওয়ায় পর সম্পূর্ণ জবাই করে।

কুরবানী মানে একটা পশু এনে আর কাটার মাধ্যমে সীমাবদ্ধ না। কিনে এনে ওদের প্রতি দায়িত্ব পূরণ করা ও সঠিক পদ্ধতি ব্যবহার করে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা।

সবাইকে ঈদ মোবারক।
©

04/06/2025

গরুর হাট-ফতুল্লা ডি.আই.টি মাঠ গরুর হাট--সাথে আমাদের প্রিয় দুই বলদ আর খাসি Shiblu Sadik Ahamed Shakib 😝🐂--- আর হে Sheikh Mahin এমন করলো কেন??😉😝










゚viralシ ゚viralシfypシ゚ ゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

বিয়েকে আমি প্রচন্ড ভ-য় পাই কারণ পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না।যত বছরের সম্পর্ক হোক না কেন বিয়ে করে ঘরে...
02/06/2025

বিয়েকে আমি প্রচন্ড ভ-য় পাই কারণ পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না।যত বছরের সম্পর্ক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে।দিন শেষে মেয়েটার জীবন শেষ।সবাই মেয়েটারই ভূল প্রমান করে।কি নেই এ মেয়ের?বাপের টাকা,পড়াশোনা,বিসনেজ করে নিজের একটা জায়গা তৈরি করেছে,মডেস্ট আছে,সুন্দরী আছে।এ ছেলে এ মেয়ের টাকা দিয়েই সারাজীবন চলে যেতে পারতো।

ওদের বিষয়ে শুরু থেকে সব জানি,মিচুয়াল কোনো এক ভাবে।এ ছেলেরে একদম বিগ জিরো অবস্থায় এ তিথি বিয়ে করছে।ছেলেটার নিজের কিছুই নেই।মেয়েটার বিষয়ে বিয়ের সময় থেকে,ওদের বিয়ের আগের সম্পর্ক থেকে,বিয়ের সময় এবং বিয়ের পরে যা যা হয়ছে সব জানতাম।

বিয়ে হইলো মাএ কয়েকদিন,দুজনেরি বয়স কম।হঠাৎ করে বেবি কন্সিভ হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর,নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি ব-দনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!

সে অনেক কাহীনি করছে,এখন আবার মেয়েটার দূ-ষ দিয়ে নিজেরে ডিফাইন করতে আসবে।এসব পুলারে ধরে থা-প্রা-নো দরকার 🙂

Collected

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটন...
02/06/2025

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।
মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো,একের পর এক ওনার চিট করার ঘটনা গুলো যখন সামনে আসতেছিলো,আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার মাঝে কি এমন কমতি আছে? বলো আমি কেমন হইলে তুমি আর চিট করবানা? তুমি যেমন চাও আমি তেমনই হবো।এটা দেখে এত খারাপ লাগছে!
আসলে এমন কড়ায় গন্ডায় হিসেব করে একটা মানুষের মনমতো গড়ে তোলার চেষ্টায় কি কোনো সম্পর্ক টেকে?
আসলে লয়াল হাসবেন্ড পেতে আহামরী সুন্দরী, শিক্ষিত, ধনী, রূপেগুণে ১০/১০ পারফেক্ট হওয়া লাগেনা।
এখানে 'পারফেকশন' কোনো গ্যারান্টিইনা।
কপাল লাগে শুধু। 🙂💔
©️

আমাদের বাবা মা ক ষ্ট করে আবার খোঁ টা দেয়। আশ্চর্য আপনাদের জন্ম দিতে কে বলেছিল!!তোর জন্য এই করছি, ঐ করছি এই কথা বলবে যাতে...
09/05/2025

আমাদের বাবা মা ক ষ্ট করে আবার খোঁ টা দেয়। আশ্চর্য আপনাদের জন্ম দিতে কে বলেছিল!!
তোর জন্য এই করছি, ঐ করছি এই কথা বলবে যাতে সারাজীবন তাদের কন্ট্রোলে থাকে সন্তান।
মায়েরা যে কি পরিমাণে ছেলে-মেয়েদের উপর ইমোশ নাল ব্ল‍্যা'ক'মেল করে।জানে যে মায়ের উপর সবাই
দূর্বল,এটার সুযোগ নেয়।
আসলে আমাদের বাংলাদেশী পরিবার খুবই ট"ক্সিক।
এসব নিউজ দেখলে নিজেরই আর ভালো লাগেনা।

পলাশ তো মরে গিয়ে বেঁচে গেছে আর এমন লাখ লাখ পলাশ জীবিত লা'শ হয়ে বেঁচে আছে।

Polash Saha©

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayma's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share