Full Lavar

Full Lavar সত্যি হয় সুন্দর আর মিথ্যা হয় অন্ধকার

বিয়ে চারটা করবে ভাই
26/10/2025

বিয়ে চারটা করবে ভাই

"যে মানুষটা সৎ থাকে, যে কখনো অন্যায় করে না - তার চেয়ে নিশ্চিন্তে আর কেউ থাকে না। এমন না যে তার জীবনের প্রতিটা দিনই চমৎকা...
24/10/2025

"যে মানুষটা সৎ থাকে, যে কখনো অন্যায় করে না - তার চেয়ে নিশ্চিন্তে আর কেউ থাকে না।

এমন না যে তার জীবনের প্রতিটা দিনই চমৎকার কাটে। তার জীবনেও ঝড় আসে, বিপদ আসে, কষ্ট আসে, অসুখ-বিসুখ আসে। কিন্তু অতটাই আসে, যতটা সে সামাল দিতে পারে।

তার কপালে চিন্তার ভাঁজ থাকে, তবে বিপদের অজানা আশঙ্কার রেখা থাকে না। তার ঘাড়ে দায়িত্বের ভার থাকে, তবে পাপের বোঝা থাকে না।

আপনি যদি কারো সাথে কখনো অন্যায় না করে থাকেন, কাউকে না ঠকিয়ে থাকেন, কাউকে কষ্ট না দিয়ে থাকেন - গল্পের শেষে গিয়ে আপনি ভীষণ ভালো থাকবেন।

আপনি এই মুহূর্তে যদি ভালো না থাকেন, তাহলে জেনে রাখেন আপনার গল্প এখনো শেষ হয় নাই। ধৈর্য্য ধরেন।

"Because there is always a happy ending for you. If it is not happy, it's NOT the end!"

লেখা: মুশফিকুর রহমান আশিক

এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের নজর পড়ে যুবকের স্ত্রীর প্রতি।মোড়ল মনে মনে ফন্দি...
24/10/2025

এক গ্রামে এক যুবক আর তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের নজর পড়ে যুবকের স্ত্রীর প্রতি।

মোড়ল মনে মনে ফন্দি আঁটে, কীভাবে যুবকটিকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো যায়।

কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তোলে, "শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে। কে কে যেতে চাও?"

এরপর সে ৪ জন লোক বাছাই করে, যার মধ্যে যুবকটিও ছিল। পরদিন ওই ৪ জন শহরের উদ্দেশ্যে রওনা দেয়।

সেদিন রাতে মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোয়। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে সে শব্দ করে ফেলে। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করে, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলে মেয়েটি অবাক হয়ে বলে, "এত রাতে? সবকিছু ঠিক আছে তো?"

মোড়ল তখন নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করে, "তোমাকে দেখার পর থেকে মনে শান্তি নেই! তোমাকে আমি চাই।"

মেয়েটি একটুও রাগে না। স্বভাবজাত ধীরস্থির কণ্ঠে বলে, "ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।"

মোড়ল খুশি হয়ে বলে, "বলো, বলো!"

মেয়েটি তখন বলে, "মাংসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো, লবণই যদি নষ্ট হয়, তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কীভাবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে যায়। একদিন একরাত পেরিয়ে যায়, কিন্তু সে কোনো উত্তর খুঁজে পায় না। পরের দিন আসরে সে সবার উদ্দেশ্যে প্রশ্নটি করে, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক কোনো উত্তর আসে না। আসরের এক কোণে এক বৃদ্ধ চুপচাপ বসে মাথা নাড়ছিল। মোড়ল তাকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার, আপনি অকারণে মাথা নাড়ছেন কেন?"

বৃদ্ধ উত্তর দেয়, "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়, এটা একটি নীরব বার্তা! পুরো ঘটনাটা আমি জানি, মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে। সে চাইলে তোমাকে অপমান করতে পারত। কিন্তু তা না করে তোমার বিবেক জাগিয়ে দিল।"

তারপর বৃদ্ধ ব্যাখ্যা করে, "লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখায়, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয়, তখন জনগণকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করে।

পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে?

সূর্য উঠবে। দিন যাবে, রাত আসবে। পৃথিবীর সব কিছুই থেকে যাবে, শুধু আমি থাকবো না—এই কথাগুলোর ভেতরে আছে জীবনের নির্মম বাস্তব...
24/10/2025

সূর্য উঠবে। দিন যাবে, রাত আসবে। পৃথিবীর সব কিছুই থেকে যাবে, শুধু আমি থাকবো না—এই কথাগুলোর ভেতরে আছে জীবনের নির্মম বাস্তবতা। আমরা যত বড়ই হই, যত কিছুই অর্জন করি না কেন, শেষ ঠিকানাটা একটাই—এক টুকরো মাটির নিচে নিঃস্তব্ধ এক কবর।

আজ আমি হাসছি, হেঁটে বেড়াচ্ছি, মানুষজনের সঙ্গে কথা বলছি। কিন্তু একদিন এই শরীরটাই নিস্তেজ হয়ে যাবে। মানুষ হয়তো কাঁদবে কিছু সময়, তারপর সবাই ফিরে যাবে নিজ নিজ জীবনে। কবরের মাটিটুকু শুকিয়ে যাবে, আর পৃথিবী চলতে থাকবে আগের মতো। সূর্য তখনও উঠবে, পাখিরা তখনও গান গাইবে, শিশুরা তখনও হাসবে—কিন্তু আমি থাকবো না।

এই সত্যটা ভয়ংকর, কিন্তু অস্বীকার করা যায় না। মৃত্যু কোনো দূরের বিষয় নয়, বরং খুব কাছেই লুকিয়ে আছে—প্রতিটি নিশ্বাসের ফাঁকে ফাঁকে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হয়, একদিন এই পৃথিবী থাকবে, কিন্তু আমি থাকবো না, থাকবো কেবল মাটির নিচে এক নামহীন কবর হয়ে।

তাই যতদিন আছি, ততদিন কিছু ভালো কাজ করে যাওয়া উচিত, নেক আমল করা উচিত, কারও কষ্ট লাঘব করা উচিত, কারও মুখে হাসি ফোটানো উচিত। যেন চলে যাওয়ার পর মানুষ অন্তত বলে, “একটা মানুষ ছিল, যার কবরের মাটিও যেন দোয়া করে।”

সূর্য উঠবে, দিন যাবে, রাত আসবে—সব কিছুই চলবে আগের মতো। শুধু আমি থাকবো না, থাকবো কেবল মাটির নিঃশব্দে, কিন্তু হয়তো আমার কর্মের সুবাস থেকে যাবে পৃথিবীর কোথাও।

👍👍👍
24/10/2025

👍👍👍

24/10/2025

Address

Dhaka
Narayanganj
6672

Telephone

+8801919290279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Full Lavar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share