Nasir Uddin Uzzal

Nasir Uddin Uzzal আল-হাশর : ২০
যারা দোজখে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফলকাম।

তাফহীমুল কুরআন

"বাংলাদেশে হুন্দাইয়ের গাড়ি কারখানা উদ্বোধন — দেশেই তৈরি হবে বিশ্বমানের গাড়ি!দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই করপোরেশন ও...
18/05/2025

"বাংলাদেশে হুন্দাইয়ের গাড়ি কারখানা উদ্বোধন — দেশেই তৈরি হবে বিশ্বমানের গাড়ি!

দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই করপোরেশন ও বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার
টেকনোলজি যৌথ উদ্যোগে এই কারখানা স্থাপন করেছে। নতুন কারখানার বিষয়ে ফেয়ার টেকনোলজির
পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মুতাসসিম দায়ান জানান, অত্যাধুনিক প্রযুক্তির কারণে হুন্দাই গাড়ি সারা বিশ্বেই বেশ জনপ্রিয়।

16/05/2025
শহীদ মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কি ঘটেছিলো জানেন ? জনাব মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কনডেল দ্বায়িত্বে থাকা...
16/05/2025

শহীদ মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কি ঘটেছিলো জানেন ?

জনাব মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কনডেল দ্বায়িত্বে থাকা কারারক্ষী এসে বললো, স্যার আপনার ফাসির বাকি আছে আর মাত্র তিন ঘন্টা। আপনি প্রস্তুতি নেন।
তখন মীর কাশেম আলী বললেন, কারারক্ষী ভাই এখনো তিন ঘন্টা আছে, তা তো অনেক সময়, তাহলে আমি দুইঘন্টা ঘুমালাম। দুইঘন্টা পরে তুমি আমাকে ডাক দিও।
সুবহানাল্লাহ।

এরপরে কারারক্ষী দেখলেন, মীর কাশেম আলী ঠিক দুইঘন্টা ঘুমিয়ে পড়লেন।
এরপরে কারারক্ষী ডাক দিলেন, তখন মীর কাশেম আলী উঠে অজু গোসল করে, নফল নামাজ আদায় করে ফাসির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
সুবহানাল্লাহ।

আল্লাহু আকবর, যেই মানুষটার তিন ঘন্টা পরে ফাসি তার চোখে ঘুম আসে কেমনে ?
যার একমাত্র ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার ঘুম আসে কেমনে ?
যিনি লাখো মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন, যার শত শত কল কারখানা, ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ব্যাবসা রয়েছে, তার ঘুম আসে কেমনে ?
যিনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তার বা ফাসির তিন ঘন্টা আগে ঘুম আসে কেমনে ?

সুবহানাল্লাহ আল্লাহু আকবর, কি সুউচ্চ ঈমান ছিলো তার !!
যার জন্য তিনি তার বন্ধু মহান মালিকের সাথে মোলাকাতের জন্য দুনিয়ার সকল চিন্তা দূর করে ফাসির আগেও ঘুমিয়ে ছিলেন।
আল্লাহু আকবর।

মহান আল্লাহ প্রিয় রাহবার শহীদ মীর কাশেম আলীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস দান করুন। (আমিন)

‎এসে গেছে সত্য, চলে গেছে মিথ্যে, নিশ্চয়ই মিথ্যে, চিরদিনই মিথ্যে
13/05/2025

‎এসে গেছে সত্য, চলে গেছে মিথ্যে, নিশ্চয়ই মিথ্যে, চিরদিনই মিথ্যে

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন!আমি গুনে দেখলাম, লিচু হইলো ৯০টা!বিক্রেতা এবার তার সহকারিরে বললো, ভ...
28/04/2025

বিক্রেতা বললো, পুরাই ১০০ লিচু আছে ভাই! লিচ্চিন্তে নেন!
আমি গুনে দেখলাম, লিচু হইলো ৯০টা!
বিক্রেতা এবার তার সহকারিরে বললো, ভাইয়েরে ১২টা লিচু দিয়া দে! ২টা লিচু বেশি দে! সবার লগে ব্যবসা করি না! এইটা ভালোবাসা!
১২টা লিচু দেয়ার পর আবার গোনা দিলাম! এইবার হলো ৯৮টা!
বিক্রেতা এবার সহকারিরে ঝা/ ড়ি দিয়া নিজেই ৪টা লিচু আবার ব্যাগে দিয়ে হাসি মুখে বললো, লিচু ভালো লাগলে আবার আইসেন ভাই!

যাইহোক সামনে লিচুর সিজন সকলেই লিচু কেনার সময় দেখে শুনে চিনবেন ইনশাআল্লাহ🙂

28/04/2025

বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে যৌ,নকর্মীরা শ্রমিক হিসেবে স্বীকৃতি চায় সরকারের কাছে। এটা একটা ষড়যন্ত্র দেশটাকে কি মগের মুল্লুক পেয়েছে।

28/04/2025

ও আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর ,মাফ করে দাও, আমিন। শুভ সকাল

26/04/2025

আজ বিশ্ব মেধা সম্পদ দিবস। আমাদের নতুন করে প্রতিজ্ঞা এবং প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ।
#বাংলাদেশ #26 April

26/04/2025

সবচাইতে সুখী মানুষ সে
যে অল্পতেই সন্তুষ্ট থাকে এবং অল্প কিছুতেই সুখী হয়ে যায়। এবং বলে আলহামদুলিল্লাহ

25/04/2025

রাতে হয়তো অনেকেই একসঙ্গে ঘুমিয়ে ছিলাম সকাল অনেকের দেখার সুযোগ হয় নাই

শুভ সকাল

25/04/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে,
যাতে আল্লাহর বান্দা আল্লাহর ক‍াছে যা চায় আল্লাহ তাই দেন।

অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো।

24/04/2025

মহানবী (সা.) ইরশাদ করেনঃ

– জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় এবং তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন।
(বুখারি, শুভ সকাল

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Uddin Uzzal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share