16/05/2025
শহীদ মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কি ঘটেছিলো জানেন ?
জনাব মীর কাশেম আলীর ফাসির তিন ঘন্টা আগে কনডেল দ্বায়িত্বে থাকা কারারক্ষী এসে বললো, স্যার আপনার ফাসির বাকি আছে আর মাত্র তিন ঘন্টা। আপনি প্রস্তুতি নেন।
তখন মীর কাশেম আলী বললেন, কারারক্ষী ভাই এখনো তিন ঘন্টা আছে, তা তো অনেক সময়, তাহলে আমি দুইঘন্টা ঘুমালাম। দুইঘন্টা পরে তুমি আমাকে ডাক দিও।
সুবহানাল্লাহ।
এরপরে কারারক্ষী দেখলেন, মীর কাশেম আলী ঠিক দুইঘন্টা ঘুমিয়ে পড়লেন।
এরপরে কারারক্ষী ডাক দিলেন, তখন মীর কাশেম আলী উঠে অজু গোসল করে, নফল নামাজ আদায় করে ফাসির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
সুবহানাল্লাহ।
আল্লাহু আকবর, যেই মানুষটার তিন ঘন্টা পরে ফাসি তার চোখে ঘুম আসে কেমনে ?
যার একমাত্র ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার ঘুম আসে কেমনে ?
যিনি লাখো মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন, যার শত শত কল কারখানা, ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ব্যাবসা রয়েছে, তার ঘুম আসে কেমনে ?
যিনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তার বা ফাসির তিন ঘন্টা আগে ঘুম আসে কেমনে ?
সুবহানাল্লাহ আল্লাহু আকবর, কি সুউচ্চ ঈমান ছিলো তার !!
যার জন্য তিনি তার বন্ধু মহান মালিকের সাথে মোলাকাতের জন্য দুনিয়ার সকল চিন্তা দূর করে ফাসির আগেও ঘুমিয়ে ছিলেন।
আল্লাহু আকবর।
মহান আল্লাহ প্রিয় রাহবার শহীদ মীর কাশেম আলীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস দান করুন। (আমিন)