
30/07/2025
কোন এক সন্ধ্যায় আমাবস্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে তুমি এসো!
সবাই জ্যোৎস্না পছন্দ করে আমি না হয় আমাবস্যা কেই বেছে নিলাম!
তুমি তোমার চিরচেনা চোখ জোড়া নিয়ে এসো, এরপর তুমি আর না এসো।
তবু তুমি কোন এক সন্ধ্যায় আমাবস্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে এসো
আমায় একটু তোমার চোখের চাহনিতে রেখো
তবু তুমি একটু এসো!"