Afrina's Kitchen

Afrina's Kitchen I love my kitchen ��
(1)

ভাপা পিঠা রেসিপি  #উপকরণঃচালের গুঁড়া ১ কেজিনারিকেল ১ টা ( কোরানো )গুঁড় কুচানো ( ২৫০ গ্রাম )লবণ ( পরিমাণমত )পানি ( পরিমাণ...
05/01/2026

ভাপা পিঠা রেসিপি

#উপকরণঃ
চালের গুঁড়া ১ কেজি
নারিকেল ১ টা ( কোরানো )
গুঁড় কুচানো ( ২৫০ গ্রাম )
লবণ ( পরিমাণমত )
পানি ( পরিমাণমত )

অন্যান্য উপকরণঃ

২ টুকরা সাদা পাতলা নরম কাপড়ের টুকরা
ছোট্ট ঢাকনা
পিঠা বানানোর জন্য ছোট গোল বাটি
পিঠা ভাপানোর জন্য ঢাকনা সহ বিশেষ পাত্র অথবা ভাপা পিঠার মাটির হাড়ি
চালনি

#প্রস্তুত প্রণালীঃ

একটি পাত্রে চালের গুঁড়া , লবণ ও অল্প অল্প পানি দিয়ে ঝরঝরে করে ভালো ভাবে মাখতে হবে যেন দলা পাকিয়ে না যায় , খেয়াল রাখবেন ঝরঝরে হতে হবে ।
এইবার এই চালের গুঁড়া চালনিতে হাত দিয়ে ঘষে ঘষে চালতে হবে । ঝরঝরে সুজির দানার মত বের হবে ।
এইবার হাঁড়ির অর্ধেকটা পানিতে ভরে জ্বাল দিয়ে পানি ফুটে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে । ভাপা পিঠার জন্য বাজারে বিশেষ এক ধরনের হাড়ি পাওয়া যায় , সেটিও ব্যবাহার করতে পারেন । এই হাঁড়িটির ঢাকনার ঠিক মাঝখানে একটা ফুটো থাকে । হাড়ি কিনারায় বাতাস চলাচল আটকে দেয়া হয় তাই ভাপটা ফুটো দিয়েই বের হয়। এখন পিঠার জন্য ছোট বাটিতে এক ফোটা তেল মেখে কিছু মাখানো চালের গুঁড়া দিয়ে তার উপর গুঁড়, নারকেল কুড়ানো ছিটিয়ে দিতে হবে । এবং এর উপর আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে । আলতো হাতে চেপে সমান করে ভাপা পিঠার আকার তৈরি করে নিতে হবে ।
এবার বাটিটা ভেজা পাতলা কাপড় দিয়ে ঢেকে গরম পানির হাঁড়ির উপর উপুড় করে বসিয়ে দিতে হবে । এবার বাটিটা আস্তে করে সরিয়ে নিতে হবে । খেয়াল করতে হবে যেন পিঠা ভেঙ্গে না যায় ।
কাপড়ের প্রান্ত গুলি মুড়ে এক জায়গায় করে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন ভাপটা পিঠার গায়ে লাগে । ৫/৭ মিনিট ভাপে সেদ্ধ হলে ঢাকনা সরিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেখতে হবে নরম হয়েছে কিনা । নরম হলে বুঝতে হবে পিঠা পরিবেশনের জন্য প্রস্তুত ।

কি সব ট্রেন্ড আসলো রে ভাই 🙄এভাবে নাকি ভালবাসার প্রমাণ দেয় 🥱নতুন এক 'ট্রেন্ড' শুরু হইলো যে হাতের মধ্যে গরম চা ঢেলে 'বন্ধ...
04/01/2026

কি সব ট্রেন্ড আসলো রে ভাই 🙄
এভাবে নাকি ভালবাসার প্রমাণ দেয় 🥱
নতুন এক 'ট্রেন্ড' শুরু হইলো যে হাতের মধ্যে গরম চা ঢেলে 'বন্ধুত্ব' আর 'ভালোবাসার' প্রমান দিচ্ছে মানুষ! এই ট্রেন্ড এও 'ধোঁকা' দিচ্ছে মানুষ! যে চা টা ঢালে,সে নিজের হাতে বেশি চা ঢালে না, ঢালে অন্য পাশের মানুষ টার হাতের উপরেই! 🥴

এইসব লবাছবা রে একটা জিনিস জানিয়ে দিতে চাই, যে থাকার, তারে হাজার বার চা ঢাললেও থাকবে আর যে না থাকার, তারে কলিজা টা দিয়ে দিলেও চলে যাবে!

আর সবচেয়ে বড়ো কথা হইলো, তোদের দু,ধ চা ন,ষ্ট করার সাহস দিলো কে?! 😑

আমি সারাজীবন ভেবেছি, চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে,কিন্তু না...চুপ থাকা কষ্টকে মেরে ফেলে না,বরং কষ্টকে আরও শক্তিশালী করে ত...
03/12/2025

আমি সারাজীবন ভেবেছি, চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে,
কিন্তু না...
চুপ থাকা কষ্টকে মেরে ফেলে না,
বরং কষ্টকে আরও শক্তিশালী করে তোলে !
আমার ভিতরে অনেক কথা জমে আছে, যেগুলো কাউকে বলতে পারি না,
আমি সবসময় শুনেছি, সহ্য করেছি,
কিন্তু আজ মনে হচ্ছে, আমি আর পারছি না !
কখনো কি কারো মনে হয়েছে, যে আমি সত্যিই ক্লান্ত?
যে আমার হাসির আড়ালে লুকানো কান্না আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে?
আমি সবার জন্য সবকিছু করেছি, কিন্তু আমাকে কেউ জিজ্ঞেসও করেনি-
"তুই কেমন আছিস?
আমার ভেতরের চিৎকার বলে,
আমি আর শক্ত নই!
আমি আর সব সামলাতে পারি না!
কিন্তু মুখ থেকে বের হয় শুধু তিনটা শব্দ,
"আমি ভালো আছি...
সত্যিটা হলো....
আমি আর নিজের সাথে পারতেছি না!
আমি আয়নায় তাকালেই একজন অচেনা মানুষকে দেখি,
হাসিমুখ, কিন্তু মৃত চোখ,
চলাফেরা করে, কিন্তু ভিতরে ফাঁকা,
কথা বলে, কিন্তু অনুভব করে না !
আজ মনে হলো ভিতরের এই চিৎকার হয়তো আর বেশিদিন চুপ থাকবে না...
হয়তো একদিন হঠাৎ করে সব ভেঙে পড়বে আমার ভিতরে,
হয়তো আমি চিৎকার করে কাঁদব, কিন্তু তখনও কেউ শুনবে না !
কারণ সবাই অভ্যস্ত হয়ে গেছে আমার নীরবতা সহ্য করতে,
আমি জানি না আমি কী চাই?
ভালোবাসা? না বোঝা? না শান্তি?
না হয়তো শুধু একদিন নিঃশব্দে ভেঙে পড়ার অনুমতি,
কেউ থামিয়ে না দিয়ে বলুক...
"কাঁদ, তুই কাঁদ ,
আমি আছি
কিন্তু বাস্তবে কেউ আসে না,তাই আমার ভিতরের চিৎকার
আমার বুকের মধ্যেই ঘুরে ঘুরে মরে যায় !
সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় জানো?
আমি বাঁচার জন্য লড়ছি না,
আমি শুধু ভেঙে না পড়ার জন্য লড়ছি,
আজ লিখতে লিখতে হাত কাঁপছে...
কারণ মনে হচ্ছে, আমার ভিতরের চিৎকার
শেষমেশ এই ক্যাপশন টার ভেতরেই বন্দি হয়ে যাবে,
আর আমি?
আমি আবার হাসিমুখে সবার সামনে দাঁড়াবো,
যেন কিছুই হয়নি !
কিন্তু আমার ভিতরের সত্যিটা রয়ে যাবে,
"আমি ঠিক নেই !
আমি খুব নিঃশব্দে, ধীরে ধীরে, মরে যাচ্ছি !

29/11/2025

আমিও চাইলে ডায়েট করতে পারতাম শুধু টাকা পয়সা নাই দেইখা #ডায়েট

শুভ সন্ধ্যা
25/11/2025

শুভ সন্ধ্যা

23/11/2025
21/11/2025

আপনারা ফলো দেন না কেরে,ফলো দেন
আপা লিজেন্ড 🤣

21/11/2025

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প হয়েছে ৫.৫/৫.৬মাত্রার ভূমিকম্প
আল্লাহ তুমি রক্ষা করছো

18/11/2025

শুভ রাত্রি

18/11/2025

Tujha Nosepin, Earring, Eyelashes Bling

17/11/2025

অনেক এলাকায় দেখা যায় ফেরীওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলাদের জমানো চুল ক্রয় করে। আর মহিলারাও অজ্ঞতাবশত চুল বিক্রি করেন। এটি একটি নাজায়েয কাজ, এ থেকে বেঁচে থাকা আবশ্যক।

মানুষের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ, কোনো অংশ বিক্রি করা জায়েয নয়। মানুষকে যেমন আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন তেমনিভাবে মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি চুল, নখ ইত্যাদি কর্তিত অংশও সম্মানিত এবং এগুলো বিক্রয়যোগ্য কোনো বস্ত্ত নয়। সুতরাং এগুলো বিক্রি করা যাবে না। সম্ভব হলে দাফন করে দেয়া উত্তম।

দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করতে পারেন। আপনার মাধ্যমে হয়ত অনেকেই এই কাজ থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ।

লেখা:সংগৃহিত

Address

Araihazar, Dhaka
Narayanganj
1450

Alerts

Be the first to know and let us send you an email when Afrina's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category