Afrina's Kitchen

Afrina's Kitchen I love my kitchen ��
(1)

হুট করেই একদিন সবার মাঝখান থেকে হারিয়ে যাবো
29/09/2025

হুট করেই একদিন সবার মাঝখান থেকে হারিয়ে যাবো

28/09/2025
27/09/2025

আগেরকার মানুষরা এমবিবিএস ডাক্তার না পেয়ে ছোট ডাক্তার এর অপচিকিৎসায় ১২০-১৩০বছর বাঁচতো, আর এখন এমবিবিএস ডাক্তার এর সুচিকিৎসায় মানুষ ৪০-৫০ বছর বাঁচে।

I got 14 reactions and 3 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done ...
27/09/2025

I got 14 reactions and 3 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমার সব ইচ্ছে, স্বপ্ন  পূরণ করবেন য়
26/09/2025

ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমার সব ইচ্ছে, স্বপ্ন পূরণ করবেন য়

আপনারা কি আলুর বা সবজির খোসা ফেলে দেন???😮😮আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না।  বরং ১.  ঠান্ডা পানিতে আলুর খোসা গু...
25/09/2025

আপনারা কি আলুর বা সবজির খোসা ফেলে দেন???😮😮

আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না। বরং

১. ঠান্ডা পানিতে আলুর খোসা গুলোকে প্রথমে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।

২. তারপর পরিমাণ মত লবণ , কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিন।

৩. ভালোভাবে মাখানো হয়ে গেলে সেগুলোকে রোদের আলোয় কিছু সময়ের জন্য রেখে দিন যাতে পানিটা বাষ্প হয়ে চলে যায়।পানিটা শুকিয়ে যাওয়ার পর

৪. খোসাগুলোকে কালো একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন কারণ আমিও জানিনা আপনি কি বানাইতে নিছেন এগুলা দিয়া........

(c)

24/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

সাবিহা কিশু

24/09/2025

আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে।
তীব্র গরমের স্বস্তি

🌻 ত্বকের জন্য তিব্বী নববীর রেসিপি—1️⃣ ধারিরাহ (Sweet Flag/Bach) দিয়ে ফোঁড়া/ব্রণ চিকিৎসা————————————————————————📖 হাদিস:র...
23/09/2025

🌻 ত্বকের জন্য তিব্বী নববীর রেসিপি—

1️⃣ ধারিরাহ (Sweet Flag/Bach) দিয়ে ফোঁড়া/ব্রণ চিকিৎসা—
———————————————————————

📖 হাদিস:
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রী আয়েশা (রা.)-এর আঙুলে ছোট ফোঁড়া দেখলেন এবং বললেন:

তোমার কাছে কি ‘ধারিরাহ’ আছে?
তিনি বললেন: জ্বী।
তখন নবী (সঃ) বললেন—
এটা লাগাও এবং এই দোয়া পড়ো - اللَّهُمَّ مُصَغْرَ الْكَبِيرِ وَمُكبّر الصَّغِيرِ صَغْرُ مَا بِي

বাংলা উচ্চারণ: “আল্ল-হুম্মা মুসাগ্গিরাল কাবীরি ওয়া মুকাব্বিরাস সাগীরি, সাগ্গির মা বী।”
এরপর ফোঁড়াটি ভালো হয়ে যায়।

— ফুতুহাতুর রাব্বানিয়‍্যাহ ৪/৪৮, ইবনে সুন্নি, ইবনে হাজর (রহ.)।

🍯রেসিপি:

ধারিরাহ গুঁড়া – ১ চা চামচ,
পানি/গোলাপজল – সামান্য
মিশিয়ে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগান। দোয়া পড়ুন। শুকালে ধুয়ে ফেলুন।

▪️উপকারিতা: ফোড়া শুকায়, প্রদাহ কমায়।

2️⃣ কালোজিরার তেল প্রদাহ ও ব্রণের জন্য—
——————————————————

📖 হাদিস:
রাসূলুল্লাহ বলেছেন:
“কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের জন্য শিফা।”
— সহীহ বুখারী (৫৬৮৮), সহীহ মুসলিম (২২১৫)।

🍯রেসিপি:

কালোজিরার তেল কয়েক ফোঁটা,
অলিভ অয়েল – ১ চা চামচ,
মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। রাতে লাগিয়ে রাখলে ভালো কাজ করে।

▪️উপকারিতা: প্রদাহ কমায়, ব্রণ শুকায়।

3️⃣ মধুর মাস্ক - ক্ষত ও শুষ্ক ত্বকের জন্য—
—————————————————

📗 কুরআন:
“তাদের (মৌমাছি) পেট থেকে এক পানীয় (মধু) বের হয়, যাতে মানুষের জন্য শিফা আছে।”
— সূরা নাহল – ৬৯

📖 হাদিস:
রাসূলুল্লাহ বলেছেন:
“মধু খাও, কারণ এতে শিফা আছে।”
— সহীহ আল-বুখারী (৫৬৮৪)।

🍯রেসিপি:

খাঁটি মধু - ১ টেবিল চামচ,
(ঐচ্ছিক) কয়েক ফোঁটা লেবুর রস,
সরাসরি মুখে বা ক্ষতস্থানে লাগান, ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

▪️উপকারিতা: ক্ষত সারায়, ব্যাকটেরিয়া মারে, ত্বক মসৃণ করে।

4️⃣ দুধ/ছানা দিয়ে ত্বক পরিষ্কার—
——————————————

📖 হাদিস (ইশারা):
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুধে বরকত আছে, এটি খাবার ও পানীয় দুই-ই।
— সহীহ ইবনে মাজাহ (৩৩২৪)।

🍯রেসিপি:

কাঁচা দুধ / ছানা – ২ টেবিল চামচ,

▪️তুলার বল—
তুলা ভিজিয়ে মুখ বা ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

▪️উপকারিতা: ত্বক উজ্জ্বল ও কোমল রাখে।

5️⃣ সিদর / বড়ই পাতার ফেসপ্যাক—
———————————————

📖 হাদিস:
রাসূলুল্লাহ বলেছেন:
“তোমরা তোমাদের মৃতদেরকে সিদর/বড়ই পাতার পানিতে গোসল করাও।”
—সহীহ মুসলিম (৯৪১)।

জীবিত মানুষের ক্ষেত্রেও সিদর / বড়ই পাতা গোসল, চিকিৎসা ও পরিশুদ্ধির কাজে ব্যবহৃত হতো।

🍯রেসিপি:

শুকনো বড়ই পাতা গুঁড়া ২ টেবিল চামচ,
পানি/গোলাপজল – প্রয়োজন মতো
মিশিয়ে ফেসপ্যাক বানান, মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকালে ধুয়ে ফেলুন।

▪️উপকারিতা: ত্বক পরিশুদ্ধ করে, অ্যালার্জি কমায়, ব্রণ ও
চুলকানি দূর করে।

সবগুলোই প্রাকৃতিক সাশ্রয়ী সুন্নাহ ভিত্তিক।
যারা সংবেদনশীল ত্বকের, আগে ছোট অংশে টেস্ট করবেন।

🌻----------------------------🌻

🍁 প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধি করার ইসলামিক টিপস—
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

▪️ইসলামে বাহ্যিক ও আভ্যন্তরীণ সৌন্দর্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু প্রসাধনী ব্যবহার করাই নয়, বরং প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য ধরে রাখা এবং তা আল্লাহর দেওয়া উপহার হিসেবে সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। নিচে কিছু ইসলামিক টিপস দেওয়া হলো, যা মেয়েদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়ক হবে।

1️⃣ অজু করা - সৌন্দর্যের প্রথম শর্ত।
———————————————

রাসুল (সাঃ) বলেছেন:
অজুর মাধ্যমে মুখমণ্ডল ধৌত করলে, সেই অংশ থেকে পাপ ঝরে পড়ে।
— (সহিহ বুখারি)।

▪️উপকারিতা:

ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে।
ব্রণ ও কালো দাগ দূর হতে সাহায্য করে।
অজুর মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বককে স্বাস্থ্যকর রাখে।

2️⃣ যিকির ও দোয়া করা অভ্যন্তরীণ সৌন্দর্যের উৎস।
———————————————————

চেহারায় নূর বাড়ানোর জন্য নিয়মিত যিকির করা খুবই উপকারী।

দোয়া: اللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنُ خُلُقِي

অর্থ: “হে আল্লাহ! আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন, তেমনই আমার চরিত্রও সুন্দর করুন।”
— (তিরমিজি, ৩৫৮৩)।

3️⃣ সুন্নতি খাবার গ্রহণ করা।
—————————————

রাসুলুল্লাহ (সঃ) যেসব খাবার খেতেন, সেগুলো স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্যও উপকারী।

▪️শহদ (মধু)।
আল্লাহ বলেছেন—
“মধুতে রয়েছে মানুষের জন্য আরোগ্য।”
— (আল কুরআন, সূরা আন-নাহল: ৬৯)।

🎋 উপকারিতা: ত্বককে নরম ও মসৃণ রাখে।

▪️আল-হাব্বাতুস সাওদা (কালোজিরা)।
রাসুল (সঃ) বলেছেন:
“এতে সকল রোগের নিরাময় আছে, শুধু মৃত্যুর ব্যতীত।”
— (সহিহ বুখারি)।

🎋 উপকারিতা: চেহারার দাগ কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।

▪️তুমুর (খেজুর)।
রাসুল (সঃ) বলেছেন:
যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সে সারা দিন বিষ এবং জাদুর ক্ষতি থেকে রক্ষা পাবে।
— (বুখারি, ৫৪৪৫)।

🎋 উপকারিতা: শরীরের ভেতর থেকে পুষ্টি যোগায়, ত্বক উজ্জ্বল করে।

4️⃣ পর্যাপ্ত পানি পান করা সুন্নতি অভ্যাস।
————————————————

রাসুল (সঃ) পানি পান করার ক্ষেত্রে ধীরে ধীরে তিনবারে পান করতেন।

🎋 উপকারিতা:

▪️শরীরের টক্সিন দূর করে।
▪️ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
▪️চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

5️⃣ পর্যাপ্ত ঘুম চেহারার প্রশান্তির উৎস।
————————————————

রাসুল (সঃ) রাতের প্রথম ভাগে শুয়ে পড়তেন এবং শেষ রাতের এক অংশে তাহাজ্জুদ পড়তেন।

🎋 উপকারিতা:

▪️ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর হয়।
▪️ত্বক সতেজ ও প্রাণবন্ত থাকে

সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। তাই এ সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কোন আমল দেননি। তবে এই সৌন্দর্যকে বজায় রাখার জন্য উপরে কিছু টিপস দেয়া হয়েছে।

পরবর্তীতে চুলের যত্নের ইসলামিক রেসিপি দেওয়া হবে ইংশাআল্লাহ্।

📌📌📌
▪️আপনার উপর দুষ্টু জ্বীনের প্রভাব আছে?
▪️রাতে ঘুমালে বোবায় ধরে?
▪️শরীরের উপর কিছু একটা ভর করে রাখে?
▪️ঘুম থেকে উঠলে শরীরে খামচানো দাগ বা লাল/ফোলা দাগ থাকে?
▪️ঘরে কারো উপস্থিতি অনুভব করেন?
▪️আশিক জ্বীনের নজর আছে?
জ্বীনের সকল প্রকার আমল পেতে পেইজকে ফলো দিয়ে যুক্ত থাকুন।

🌻 শরীরের সব রোগের ইসলামিক চিকিৎসা এবং ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে Guidelines to Jannah কে ফলো দিন👍💛

শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন।
©

23/09/2025

আজ ২৩ শে সেপ্টেম্বর
পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান।
১২ ঘণ্টা দিন ,১২ ঘণ্টা রাত

বিদেশে কয়েক জোড়া আমপাতা ২০০ টাকায় বিক্রি হয়,বাংলাদেশে তা কল্পনাও করা যায় না।ঠিক তেমনিভাবে স্থান মানুষকে মূল্যবান করে, আব...
23/09/2025

বিদেশে কয়েক জোড়া আমপাতা ২০০ টাকায় বিক্রি হয়,
বাংলাদেশে তা কল্পনাও করা যায় না।
ঠিক তেমনিভাবে স্থান মানুষকে মূল্যবান করে, আবার স্থানই মানুষকে মূল্যহীন করে।

©

22/09/2025

Md Shahalom 1.0 #আরহামআলমmoment

Address

Araihazar, Dhaka
Narayanganj
1450

Alerts

Be the first to know and let us send you an email when Afrina's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category