25/08/2025
সকালে ঘুম থেকে উঠার পরে থেকেই নিউজফিডে আরেক মায়ের সন্তান হারানোর খবর ভাসছে। একজন মায়ের জন্য কতটা ভয়ংকর।
আপনারা প্লিজ নিজেকে একটু সংযত হোন।
মেয়েটাকে দয়া করে একটু শান্তি দিন
নজর বলে যে শব্দটা আছে তারচেয়ে বড় শব্দ হলো ভাগ্য এবং আমাদের কর্মফল।
আপনারা তাঁকে পার্সোনাল এ্যাটাক করা বন্ধ করুন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর।মাতৃত্ব কালীন সময়ে পেটের মধ্যে জগন্নাথ দেবের ছবি আঁকাতেই এতবড় দূর্ঘটনা ঘটেছে এটা কি আমরা কেউ নিশ্চিত?
আর যদি বলুন বিভিন্ন ম্যাটারনিটি ফটোশুট এ নজর লাগছে হ্যাঁ লাগতেই পারে।তবে এই যে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকাররা কত ভিডিও করে এমনকি নাচানাচি অব্ধি করে।সবার জীবন তো এক নয়।
বিশ্বাস করেন নজর যতটা সত্যি তারচেয়ে কোটিগুণ সত্যি মানুষের ভাগ্য।প্লিজ এসব নিয়ে মেয়েটাকে আহত করবেন না।বরং প্রার্থনা করুন মেয়েটা সুস্থ থাকুক।
সবচেয়ে বড় কথা কি জানেন যার হারায় সেই জানে হারানোর কষ্ট কতটা।
😭