BD ক্রিকেটFans

BD ক্রিকেটFans এক পাগল বাংলাদেশ ক্রিকেট ভক্ত ।🏏 😊💞💞💞🌹🌹🌹

WCL ফাইনালে ঝড় বয়ে দিলেন সেঞ্চুরি হাকালেন এবি ডি ভিলিয়ার্স! 🔥এই আসরে ৬ ম্যাচ খেলে এটি তার তৃতীয় সেঞ্চুরি। অবিশ্বাস্য!...
02/08/2025

WCL ফাইনালে ঝড় বয়ে দিলেন সেঞ্চুরি হাকালেন এবি ডি ভিলিয়ার্স! 🔥

এই আসরে ৬ ম্যাচ খেলে এটি তার তৃতীয় সেঞ্চুরি। অবিশ্বাস্য! 🤯

কেউ বইলেন না ভাই সে অবসর নিছে! 🥹

সাকিব আল হাসান – পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্স (2007থেকে ২০২৩)২০০৭ বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ)ম্যাচ খেলেছেন ৯টিরান...
01/08/2025

সাকিব আল হাসান – পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্স (2007থেকে ২০২৩)

২০০৭ বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ খেলেছেন ৯টি
রান করেছেন ২০২, গড় ছিল ২৮.৮৫
উইকেট নিয়েছেন ৭টি, ইকোনমি ৪.৫৮

২০১১ বিশ্বকাপ (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা)
ম্যাচ ৬টি
রান ১৫৬, গড় ২৬.০০
উইকেট ৮টি, ইকোনমি ৪.৭২

২০১৫ বিশ্বকাপ (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড)
ম্যাচ ৬টি
রান ১৮৬, গড় ৩৭.২০
উইকেট ৮টি, ইকোনমি ৫.০১

২০১৯ বিশ্বকাপ (ইংল্যান্ড)
ম্যাচ ৮টি
রান ৬০৬, গড় ৮৬.৫৭
২টি সেঞ্চুরি, ৫টি হাফসেঞ্চুরি
উইকেট ১১টি, ইকোনমি ৫.৩৯
একমাত্র খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৫০০+ রান ও ১০+ উইকেট

২০২৩ বিশ্বকাপ (ভারত)
ম্যাচ ৭টি
রান ১৮৬, গড় ২৬.৫৭
উইকেট ৯টি, ইকোনমি ৫.৩৭

মোট পারফরম্যান্স (৫ বিশ্বকাপে)
ম্যাচ ৩৬টি
রান ১৩৩৬, ব্যাটিং গড় ৪৫.৯২
উইকেট ৪৩টি, ইকোনমি প্রায় ৫.০০

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অনন্য কিংবদন্তি

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
28/07/2025

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

টানা ৫টি ইনিংসে ৪ ফিফটি ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে রয়েছেন জাওয়াদ আবরার! 💥🇧🇩
28/07/2025

টানা ৫টি ইনিংসে ৪ ফিফটি ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে রয়েছেন জাওয়াদ আবরার! 💥🇧🇩

T20 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ 😍এর পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে চ...
24/07/2025

T20 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ 😍এর পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে চাই লিটনের দল । ইনশাআল্লাহ পাকিস্তান কি পারবে তাদের এই বাংলা ওয়াজ থেকে এরাতে,,

বাপকা বেটাক্রিকেটে এমনটাও সম্ভব, বোলিং করতে এলেন মহম্মদ নবী, প্রথম বলটাই গেলো মাঠের বাইরে ছয় রানের জন্য, ছোটখাটো নয়, র...
23/07/2025

বাপকা বেটা
ক্রিকেটে এমনটাও সম্ভব, বোলিং করতে এলেন মহম্মদ নবী, প্রথম বলটাই গেলো মাঠের বাইরে ছয় রানের জন্য, ছোটখাটো নয়, রীতিমত এগ্রেসিভ একটা শট এবং বিশাল বড়ো একটা ছক্কা। তবে ছক্কা খেয়ে নবী খুশি হলেন নাকি দুঃখ পেলেন এটা বোঝা মুশকিল।
কারণ এটা অন্য কোনো ব্যাটসম্যান নয়, এই ব্যাটসম্যানকে ব্যাট ধরা শিখিয়েছেন মহম্মদ নবী নিজেই, কারণ এই ব্যাটসম্যান তার নিজের ছেলে হাসান ইসাখিল যার বয়স ১৮ বছর।
খুব স্বাভাবিকভাবেই ৪০ বছর বয়সি বাবার প্রতি খেলার মাঠে কোনো সম্মান নেই, সেখানে শুধুই একে অপরের প্রতিপক্ষ। তবে মহম্মদ নবী হয়তো মনে মনে ভাবছেন ছেলেকে ব্যাট ধরানো আজ সফল হয়েছে।

🚨আইসিসি টি-টোয়েন্টি বোলিং ব্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের উন্নতির ছড়াছড়ি।🇧🇩😍সদ্য প্রকাশিত টি-২০ বোলিং র‍্যাংকিং অনুযা...
23/07/2025

🚨আইসিসি টি-টোয়েন্টি বোলিং ব্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের উন্নতির ছড়াছড়ি।🇧🇩😍

সদ্য প্রকাশিত টি-২০ বোলিং র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বোলাররা:

১. মুস্তাফিজুর রহমান: ৯ম (+১৭)
২. শেখ মেহেদী হাসান: ১৬তম (+৯)
৩. রিশাদ হোসেন: ২০তম (-৩)
৪. তাসকিন আহমেদ: ২৭তম (+১)
৫. তানজিম সাকিব: ৩৭তম (+৯)
৬. হাসান মাহমুদ: ৪০তম (-৪)
৭. শরীফুল ইসলাম: ৪৩তম (+১৪)

টপ ৫০ জনের মাঝেই ৭ জন বাংলাদেশী আছেন।🥰🇧🇩আমরা গর্বিত ধীরে ধীরে আমাদের খেলোয়াড়রা উন্নত করছে

,,,🚨রেকর্ড সাকিবকে টপকিয়ে এখন বাংলাদেশের হয়ে টি ২০ সফল উইনার এখন মুস্তাফিজুর রহমান ,
22/07/2025

,,,🚨রেকর্ড সাকিবকে টপকিয়ে এখন বাংলাদেশের হয়ে টি ২০ সফল উইনার এখন মুস্তাফিজুর রহমান ,

🚨 প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি!টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র ১৫ জন ক্যাপ্টেনের এই রেকর্ড আছে, শান...
21/06/2025

🚨 প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি!

টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র ১৫ জন ক্যাপ্টেনের এই রেকর্ড আছে, শান্ত ইতিহাসের ১৬ নম্বর অধিনায়ক। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে প্রথম।

বাংলাদেশের ইতিহাসে এক টেস্ট ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া প্রথম ক্রিকেটার মুমিনুল হক, শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন তিনি। দ্বিতীয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। শান্ত আবার একই কাজ করলেন।

একাধিকবার এক ইনিংসে দুই সেঞ্চুরি করা প্লেয়ারদের নামগুলো খুব 'বড়'। সেই বড় নামদের সাথে শান্তের নাম থাকাটা নিশ্চয়ই গর্বের!

অভিনন্দন শান্ত!

◾ চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রান। ❤️🔥   ◾ চতুর্থ দিন◾🇧🇩 বাংলাদেশ : ১৭৭/৩ (৫৭) ◾ নাজমুল শান্ত : ৫৬(১১৩)◾ মুশফিকুর...
20/06/2025

◾ চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রান। ❤️🔥

◾ চতুর্থ দিন◾
🇧🇩 বাংলাদেশ : ১৭৭/৩ (৫৭)

◾ নাজমুল শান্ত : ৫৬(১১৩)
◾ মুশফিকুর রহিম : ২২(৪৩)

আগামীকাল কি ড্রো নাকি কোন অঘটন এখন দেখার বিষয়❓

|

বার বার কেন ভাগ্যর কাছে হেরে যায় LKD
18/06/2025

বার বার কেন ভাগ্যর কাছে হেরে যায় LKD

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD ক্রিকেটFans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share