31/10/2025
আবুল কালামের স্ত্রী প্রথম আলোর সাংবাদিকদের বলছেন মেট্রোরেলের কারণে আমি স্বামীহারা আর আমার সন্তানরা বাবা হারা হয়েছে। কত দুঃখ কষ্ট ভরা কথা। আজকে সরকারের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গেল। সরকার মানুষের নিরাপত্তা দিবে সেখানে সরকারের জন্য মানুষের প্রাণ যাবে এটা কি ভাবা যায়। আসলে আমরা কোন দেশে আছি । আসলে আমরা কোন দেশে আছি কোথায় আমাদের নিরাপত্তা খুঁজে পাবো মাত্র পাঁচ বছরের সংসার তাদের ছোট দুইটা বাচ্চা সারা জীবনের জন্য বাবার আদর থেকে বঞ্চিত হলো। একটা জীবনের মূল্য কি ৫ লাখ ১০ লাখেই হয়ে যায়। আল্লাহ অবশ্যই এই পরিবারটাকে হেফাজত করবে সামনের দিনগুলো অবশ্যই শান্তির হোক আমিন🤲