19/06/2025
                                            বাংলাদেশে বেশ কয়েকটি ভাসমান হাসপাতালগুলো সাধারণত নদী বা উপকূলীয় অঞ্চলের বসবাসকারী মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। এই হাসপাতালগুলোতে সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, ছোটখাটো অপারেশন এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দেওয়া হয়। এছাড়া, কিছু কিছু ভাসমান হাসপাতাল বিশেষায়িত সেবাও প্রদান করে থাকে। যেমন, জীবনতরী নামের একটি ভাসমান হাসপাতাল প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে থাকে।  
 #জীবনতরী  #ভাসমানহাসপাতাল  #বাংলাদেশ  #স্বাস্থ্যসেবা  #চিকিৎসা  #দরিদ্রমানুষ  #নদী  #দুর্গমএলাকা  #স্বাস্থ্য              #সবারজন্যস্বাস্থ্যসেবা  #বাংলাদেশেরস্বাস্থ্যসেবা  #নদীরস্বাস্থ্যসেবা  #চিকিৎসাবোট  #গ্রামীণস্বাস্থ্য  #সহজলভ্যস্বাস্থ্যসেবা  #ভ্রাম্যমাণহাসপাতাল  #স্বাস্থ্যসমতা  #অবহেলিতদেরসেবা  #গ্রামেরস্বাস্থ্যসেবা  #জলেস্বাস্থ্য  #স্বাস্থ্যসেবায়প্রভাব  #ভাসমান_হাসপাতাল         #নদী_হাসপাতাল    #দুর্গম_এলাকার_চিকিৎসা  #গ্রামীণ_স্বাস্থ্যসেবা  #স্বাস্থ্য_অধিকার  #মানবতার_সেবা  #পরিবর্তনের_তরী  #জীবন_রক্ষাকারী  #স্বাস্থ্য_সহায়ক      #বাংলাদেশের_নদী  #নদীমাতৃক_বাংলাদেশ  ্চলের_চিকিৎসা                #হেলথ_ক্যাম্পেইন                                        
 
                                         
   
   
   
   
     
   
   
  