31/12/2024
আজকে thirty first night , যা ইহুদী ও খ্রিষ্টান এর উৎসব ।অথচ আজকে আমাদের অনেক মুসলিম ভাই - আর বোনেরা কতো আনন্দ আর ফুর্তি করবে , যা আমাদের ইসলাম ধর্মের একদম বিরোধী আর হারাম একটি কাজ ।
আজকের দিনে এমন হারাম আর ইসলাম বিরোধী কাজ করবেন , এমনও তো হতে পারে আজকের রাতটি আপনার শেষ রাত । কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনার এই হারাম কাজের জন্য ? ভয় করুন ওই দিনের যে দিন আপনার এই সব হারাম কাজের হিসাব নেওয়া হবে , সেদিন কোথায় যাবে এই সব আনন্দ আপনার ?
মনে রাখবেন আমাদের ধর্ম ইসলাম আর আমরা ইসলাম ধর্মের সব কাজ অনুসরণ করবো আর আমাদের ধর্মের উৎসব পালন করবো ।
আমাদের ইসলাম ধর্মের কোনো উৎসব কী আজ অবধি এমন আনন্দ নিয়ে তারা পালন করেছে কী ? আমাদের আরবি মাসের যে প্রথম দিন শুরু হয় তার আগের দিন কি এভাবে পালন করা হয় নাকি ? তাহলে আমরা কেন বিধর্মীদের উৎসব পালন করে গুনাহের শিকার হবো ?
এইসব যারা পালন করে বা অন্য জনকে উৎসাহিত করে তারা বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যায় । আল্লাহ মাফ করুক । সুতরাং আমাদের মুসলিম ভাই আর বোনেরা এইসব গুনাহের আর হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখুন আর আপনার আপনজন আর আশেপাশের লোকদেরকে ও বিরত রাখুন । আর এইসব আতশবাজি ও দেখবেন না , তার মানে দাঁড়াবে আপনি তাদেরকে উৎসাহিত করছেন , মনে রাখবেন , ঘুষ দেওয়া আর নেওয়া দুইজন সমান অপরাধী ।
মনে রাখবেন , আমরা মুসলিম , so এই উৎসব আমাদের জন্য না , ❌❌❌
আসুন আমাদের মুসলিমদের thirty first night হোক নামাজের মাধ্যমে ।
thirty first night হোক নবি (স:) এর দুরূদ আর সালামের মাধ্যমে ।
thirty first night হোক কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ।
thirty first night আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলুন - আল্লাহ ২০২৪ সাল তো কাটিয়ে দিলাম , কি ইবাদত করলাম জানিনা । অন্তত ২০২৫ সালটি আমার জন্য ইবাদতের বছর বানিয়ে দাও ।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক । আর আমাদের এইসব গুনাহ থেকে হেফাজত করুক আমিন !!!
সবাই পোস্টটি শেয়ার করবেন প্লিজ । যাতে আপনার মাধ্যমে অন্যজন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে , এতে আল্লাহর খাতায় আপনারই সওয়াব লেখা হবে ইনশা আল্লাহ ।