Rashed bin Rafik

Rashed bin Rafik আলহামদুলিল্লাহ নিজের পরিচয়ে চলি, যারা দল/কোন প্রতিষ্ঠান/বাবার পরিচয়ে চলেন তারা ১০০ হাত দূরে থাকুন

পশুর নদীজ্ঞান পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে #পশুরনদীজ্ঞানপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #পশুরপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিজি...
05/05/2025

পশুর নদীজ্ঞান পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে

#পশুরনদীজ্ঞানপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি
#পশুরপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি
#ডিজিশিপিংপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি

#ডিপার্টমেন্টঅবশিপিং


#সেইলর্সটিভি
#সেইলর্সটেলিভিশন

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি সেশনঃ মে-আগষ্ট-২০২৫প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোল...
28/04/2025

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি

সেশনঃ মে-আগষ্ট-২০২৫
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।


আজকে দেশের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে গেল । ইনভেস্টমেন্ট সামিট । এখনো প্রোগ্রাম চলছে। বিশ্বের বিভিন্ন প...
10/04/2025

আজকে দেশের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে গেল । ইনভেস্টমেন্ট সামিট । এখনো প্রোগ্রাম চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঘা বাঘা ইনভেস্টরা এখানে আসছেন ।

দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং সুযোগ ঘুরে ঘুরে দেখছেন ।

এই পুরো ইভেন্টটা আয়োজনের মূল কৃতিত্ব যাকে দেয়া হচ্ছে উনি হচ্ছেন বিডার চেয়ারম্যান, আমাদের আইবিএর বড় ভাই আশিক চৌধুরী ।

ডঃ মুহাম্মদ ইউনুস সেপ্টেম্বর এর মাঝামাঝি এক দুপুরে হঠাৎ আশিক ভাইকে ফোন করে বললেন, "আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে। আসবা নাকি?"

আশিক ভাই তখন সিঙ্গাপুরের HSBC-এর এসোসিয়েট ডিরেক্টর । যাদের ধারনা আছে তারা জানেন যে, এটা কতটা লুকরেটিভ পোস্ট। ডঃ ইউনুসের সেই ৫৯ সেকেন্ড কলেই আশিক ভাই সিদ্ধান্ত নিলেন উনি দেশে চলে আসবেন।

চাকরি থেকে রিজাইন দিলেন । বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার দায়িত্ব নিলেন ।

উনি এসেই বিডার ঝিমিয়ে পড়া কাজ-কর্ম গতি সঞ্চার করলেন ।

ট্রাম্প এডমিনিস্ট্রেশন দায়িত্ব নেয়ার পর আমেরিকার সাথে ১ম চুক্তি করা দেশটি বাংলাদেশ। এলএনজি কেনার জন্য MOU সাইন করলেন।

দ্রুততম সময়ের মধ্যে এলন মাস্কের স্ট্রারলিংককে নিয়ে আসলেন।

১০ বছর ধরে জমি সংক্রান্ত জটিলতায় নানা বিনিয়োগ আটকে থাকা কোরিয়ান ইপিজেডের সমস্যা ২ মাসে শলভ করলেন। যার কারনে স্যামসাংয়ের ২২ বিলিয়ন ডলার বাংলাদেশের হাত ছাড়া হয়ে গিয়েছিল।

জাপান রোডশোতে ৪ দিনে ৩ শহরে আগ্রহী উদ্যোক্তাদের সাথে ইন্ডিভিজুয়ালি ৩০ টি দ্বিপাক্ষিক মিটিং, আর প্রায় ৪০০ জাপানি এক্সিকিউটিভকে প্রেজেন্টেশন দিয়েছেন।

আরো অনেকগুলা কাজ লাস্ট ৫-৬ মাসে করে ফেলেছেন যেগুলো ওয়ান বাই ওয়ান বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে।

এই যে, ইনভেস্টমেন্ট উইক চলছে এখানে ৪০টিরও বেশী দেশ থেকে ৫০ জনেরও বেশী গ্লোবাল স্পিকার বক্তব্য রাখবেন ।

নাহ, এতে করে রাতারাতি দেশে কাড়ি কাড়ি টাকার ইনভেস্টমেন্ট ঢুকবে না । সময় লাগবে। বাট একটা দুর্দান্ত প্রসেস শুরু হয়েছে। এটা কন্টিনিউ করে যেতে পারলে সামনে অনেক ভালো ফলাফল আসবে ইনশা-আল্লাহ ।

অনেকেই আমাদের কাছে জানতে চান আইবিএতে পড়ে আসলে কি হবে ।

এখানে প্রায় সবাই কমন উত্তর, ভালো চাকরি, ভালো স্যালারি, ভালো ক্যারিয়ার গ্রোথ, শক্তিশালী নেটওয়ার্কিং ইত্যাদি ।

আইবিএতে পড়ে কি হবে তাঁর ভিজিবল ভিজিবল এক্সাম্পল যদি আপনারা দেখতে চান তাহলে বলবো আশিক ভাইদের দেখেন। আইবিএ আশিক ভাইদের মত শত শত কর্পোরেট লিডার তৈরি করেছে।

সরকারে আছে বলে আমরা একজন ডায়নামিক আশিক ভাইকে দেখছি । বাট দেশের কর্পোরেট লিডারদের প্রায় সবাই আইবিএর। বলতে পারেন, দেশের কর্পোরেট ইন্ডাস্ট্রিকে শেইপ করেছে আইবাইটসরা ।

স্ট্যান্ডার্ড চাটার্ড, ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকো, বার্জার, জিপি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ দেশের নেতৃত্ব স্থানীয় প্রায় সবগুলো কর্পোরেট লিড করছে আইবাইটসরা।

আমরা একেবারে ২০১৩- থেকে যে জিনিসটা সবাইকে বলি সেটা হচ্ছে, আইবিএ একটা লাইফ-স্টাইল । দেশের আর কোন প্রতিষ্ঠানের বেলায় এটা বলা যায় কিনা জানি না, বাট আইবিএর বেলায় এটা নির্দিধায় বলা যায় ।

এখানে আপনাকে একজন ভালো মার্কেটিয়ার, ভালো কমিউনিকেটর, ভালো নেগোশিয়েটর, দক্ষ এনালিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয় ।

নাহ, আমি বলছি না আপনি আইবিএতে ঢুকলেই আশিক ভাই হয়ে বের হবেন ।

বাট আইবিএ ডেফিনেটলি আপনার মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত সম্ভাবনাগুলোর কলিগুলোকে একটা পুর্নাংগ ফুলে রূপান্তরের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে ।

সো আইবিএ ড্রিমার্স, কিপ ইউর হেড হাই ।

স্টার্ট হাসলিং ।

এডমিশন টেস্টের আর মাত্র ৬ মাসের মত বাকী ।

আজই শুরু করেন দেন আইবাইটস হবার জার্নি :)

📢 ডিইপিটিসি নারায়ণগঞ্জ এর ভর্তি বিজ্ঞপ্তি (জুন-২০২৫)যারা আগামী মাসে ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টার ও ১ম, ২য়, ৩য় শ্রেণির ড্রা...
09/04/2025

📢 ডিইপিটিসি নারায়ণগঞ্জ এর ভর্তি বিজ্ঞপ্তি (জুন-২০২৫)
যারা আগামী মাসে ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টার ও ১ম, ২য়, ৩য় শ্রেণির ড্রাইভারশীপ কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্বর প্রয়োজনীয় কাগজ ইমেইল/হোয়াটসঅ্যাপ করুন বা যোগাযোগ করুন:
01601017770 (হোয়াটসঅ্যাপ) ২ বারের বেশি কল নয়.....
ইমেইল: [email protected]
==============================
🔷 অনলাইন আবেদনের জন্য যা প্রয়োজন বা ইমেইলে পাঠাতে হবে:
📌 ৩য় শ্রেণির মাস্টার/ড্রাইভার:
✅ ১ কপি ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
✅ সাদা কাগজে স্বাক্ষর বা সাইন।
✅ ভোটার আইডি।
✅ স্কুল সার্টিফিকেট বা স্কুলের নাম।
✅ মোবাইল নম্বর (যে নম্বরটি সবসময় সচল থাকে)।
✅ কোম্পানীর প্যাড/চিঠি/প্রত্যয়নপত্র অথবা কোম্পানী, জাহাজের নাম এবং চাকুরীর মেয়াদকাল। যেমন: ০১-০২-২০২২ হতে ২২-০৮-২০২৫ইং
✅ আইসিএন নম্বর যদি থাকে
==============================
📌 ১ম ও ২য় শ্রেণির মাস্টার/ড্রাইভার:
✅ ১ কপি ছবি (ব্যাকগ্রাউন্ড হালকা আকাশী বা সাদা)।
✅ সাদা কাগজে স্বাক্ষর বা সাইন।
✅ ভোটার আইডি।
✅ ৩য় বা ২য় শ্রেণির সার্টিফিকেট বা নম্বর।
✅ স্কুল সার্টিফিকেট বা স্কুলের নাম।
✅ মোবাইল নম্বর (যে নম্বরটি সবসময় সচল থাকে)।
✅ ডিপ্লোমাধারীদের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট।
✅কোম্পানীর প্যাড/চিঠি/প্রত্যয়নপত্র অথবা কোম্পানী, জাহাজের নাম এবং চাকুরীর মেয়াদকাল। যেমন: ০১-০২-২০২২ হতে ২২-০৮-২০২৫ইং
✅ আইসিএন নম্বর যদি থাকে
==================================
আমাদের ফেসবুক গ্রুপের নাম:
ডিজি শিপিং ও ডিইপিটিসি ই তথ্য কেন্দ্র
ডিইপিটিসি ও ডিজি শিপিং ই তথ্য কেন্দ্র
==================================
🔷 আমাদের সেবা সমূহ:
ডিইপিটিসি ভর্তি ও সার্ভিস বুক আবেদন, ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার পরীক্ষার আবেদন, আইএমই, কর্ণফুলি ও পশু নদী পরীক্ষার আবেদন, সার্টিফিকেট রিনিউ/নবায়ন আবেদন, ভোটার আইডি উত্তোলন ও অনলাইনের অন্যান্য কাজ করা হয়, কোম্পানীর চিঠি/প্রত্যয়নপত্র লেখা হয়, ফটোকপি (রঙ্গীন), ছবি থেকে ছবি, স্ক্যান, ইমেইল, কম্পোজ, কালার প্রিন্ট, লেমিনেটিং, খাতা-কলম ও অন্যান্য স্টেশনারী সামগ্রী পাওয়া যায়।
==============================
এখানে ডিইপিটিসির প্রস্তুতিমূলক কোর্স ও ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার/IME পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন বই পাওয়া যায়:
#বই এর মূল্য জানতে এবং বই কুরিয়ারে নিতে কল করুন:
📲 ০১৬০১-০১৭৭৭০ (দু’বারের বেশি কল নয়)
প্রাপ্তিস্থান: ইউনিটেক আইটি জোন, মো: রাশেদুল ইসলাম (স্বত্ত্বাধিকারী)
ঠিকানা: ডিইপিটিসি সংলগ্ন/রূপালী ভূমি অফিসের বিপরীতে, হাবিবুর রহমান মার্কেট, বন্দর, নারায়ণগঞ্জ।
==============================
🔷 ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার বই:
📕 ড্রাইভারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই: আলমগীর স্যার
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 অভ্যন্তরীণ নৌযানের সকল শ্রেণীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নপত্রের আলোকে সহায়ক নোট বই: জগলুর রহমান স্যার
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📕 বেসিক ইলেকট্রিসিটি-মো: রফিকুল ইসলাম
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেস্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনস্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 ইনল্যান্ড মাস্টারশীপ ও কর্ণফুলী পরীক্ষার বই:
📕 নদী সারথি: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 নদী মিলন: সুমন সূত্রধর, সকল শ্রেণির মাস্টারশীপ, কর্ণফুলী ও পশুর নদী পরীক্ষার জন্য সহায়ক বই
📕 কর্ণফুলী ও পশুর নদী: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 মাস্টারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই: আশরাফ স্যার
📕 কর্ণফুলী নদীজ্ঞান পরীক্ষার পাসের সহায়ক বই: আশরাফ স্যার
📕 ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার বিগত ৫ বছরের প্রশ্ন ও উত্তর (গাইড): মতিউর স্যার
📕 নিরাপদ নৌ চালনা: ক্যাপ্টেন মোহাম্মদ রিফাই চৌধুরী
📕 অভ্যন্তরীণ নৌ: দূর্ঘটনা প্রতিরোধ: আইন ও বিধি–মো: মুইনদ্দিন জুলফিকার স্যার
📕 আন্তর্জাতিক নৌ-দূর্ঘটনা প্রতিরোধ বিধিমালা ১৯৭২, সর্বশেষ সংস্করণ অনুযায়ী বাংলায় অনুবাদকৃত, সম্পূর্ন রঙ্গিন-মো: জামাল হোসেন স্যার
📕 Hand Note for Marine Student (Nautical)
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 IME/ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স ও পরীক্ষার জন্য সহায়ক বই:
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 বয়লার চালনা ও রক্ষণাবেক্ষণ শিক্ষা (মোঃ গুল্লুর রহমান শাহ)
📕 ইঞ্জিনিয়ারিং ড্রইং ফর মেরিন ইঞ্জিনিয়ার্স: ১১ (ইংলিশ ভার্সন)
Engineering Drawing for Marine Engineers: 11 (Thomas Reed Publications Ltd. London)
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেষ্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনষ্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
📕 জরুরী ভিত্তিতে বই লাগলে কুরিয়ারে পাঠানো যাবে। 📕
==============================
☸️ আমাদের প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচী ☸️
🔷 রবি থেকে বুধবার: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
🔷 বৃহ:বার: সকাল ১০টা থেকে দুপুর ১টা
🔷 শুক্র ও শনিবার: বন্ধ
বি.দ্র: যারা দূর হতে আসবেন তারা অবশ্যই ফোন করে আসবেন।
📌 শুক্রবার ও প্রতিষ্ঠান চলাকালীন সময়ের বাহিরে কল না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
==============================
✅ কল দেওয়ার সময় দুপুর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা (বৃহঃ, শুক্র ও শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতিত)।
✅ নামাজের সময় দেখে কল করুন।
✅ নামাজের সময় প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।
✅ নামাজের ৩০ মিনিট আগে ও ৩০ মিনিট পরে কল দেওয়া থেকে বিরত থাকুন।
==============================
#ডিজিশিপিংপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #ইউনিটেকআইটিজোন #এডমিটকার্ডসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিইপিটিসিভর্তিসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিইপিটিসিওডিজিশিপিংইতথ্যকেন্দ্র #আইএমইপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #টোকেনসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিজিশিপিংওডিইপিটিসিইতথ্যকেন্দ্র #বেসিককোর্সসংক্রান্তবিজ্ঞপ্তি #মেরিন #ডিইপিটিসি #ডিইপিটিসিনারায়ণগঞ্জ #ডিজিশিপিং #নদীসারথী #মেরিনসাকসেসগাইড #কর্ণফুলী #পশুর #অভ্যন্তরীণ #নদীমিলন #প্রশ্নোত্তরেডিজেলইঞ্জিন #আলমগীরস্যার #মুঈনউদ্দিনজুলফিকার #দূর্ঘটনাপ্রতিরোধ #দূর্ঘটনাপ্রতিরোধআইনওবিধি #মাস্টারশীপ #ড্রাইভারশীপ #নাবিক #নৌযান #নৌপরিবহনঅধিদপ্তর #বেসিক #বেসিক৪ #বেসিক৫ #ভয়েজরেকর্ড # #সুকানি #গ্রীজার #মাস্টার #ড্রাইভার #আইএমই #স্পীডবোটড্রাইভার #ফেরি #লস্কর #ওয়েলার #শিপবিল্ডিংটেকনোলোজি #ইনল্যান্ডএক্সাম #ইনল্যান্ড #নাবিক #ডিপার্টমেন্টঅবশিপিং #বিআইডব্লিউটিএ #বিআইডব্লিউটিসি #মেরিনবার্তা #বন্দরঘাট ゚viralシ ゚viralfbreelsfypシ゚viral ゚viral ゚ ゚ ゚ #সেইলর্সটিভি #সেইলর্সটেলিভিশন

আসসালামু আলাইকুম,📢 যাদের সার্ভিস বুক আবেদন ও পরীক্ষার অনলাইন ও ব্যাংক ড্রাফট করা প্রয়োজন তারা সরাসরি আসুন বা হোয়াটস্‌এ্...
09/04/2025

আসসালামু আলাইকুম,
📢 যাদের সার্ভিস বুক আবেদন ও পরীক্ষার অনলাইন ও ব্যাংক ড্রাফট করা প্রয়োজন তারা সরাসরি আসুন বা হোয়াটস্‌এ্যাপে কাগজ পাঠিয়ে যোগাযোগ করুন:
📲 01601-017770 (হোয়াটসঅ্যাপ) দু’বারের বেশি কল নয়
ইমেইল: [email protected]

যোগাযোগ: ইউনিটেক আইটি জোন, রাশেদুল ইসলাম (স্বত্ত্বাধিকারী)
ঠিকানা: রূপালী ভূমি অফিসের বিপরীতে (ডিইপিটিসি সংলগ্ন), হাবিবুর রহমান মার্কেট, দোকান নং-০৩, বন্দর, নারায়ণগঞ্জ।
==================================
📕 সার্ভিস বুক আবেদন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ সদ্য তোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
✅ সাদা কাগজে সাইন/স্বাক্ষর
✅ ১ম, ২য়, ৩য় শ্রেণির সিওসি সনদ (ডিজি শিপিং)
✅ ডিপ্লোমা সনদ (যদি থাকে)
✅ কোম্পানীর প্যাড/প্রত্যয়নপত্র
✅ ভোটার আইডি
✅ বেসিক সার্টিফিকেট
✅ রক্তের গ্রুপ
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
✅ ইমেইল আইডি (যদি থাকে)…
✅ আইসিএন নম্বর ও পাসওয়ার্ড (যদি থাকে)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕৩য় শ্রেণির পরীক্ষার অনলাইন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ
✅ বেসিক সনদ
✅ ৩য় শ্রেণির প্রস্তুতিমূলক কোর্স সনদ (ডিইপিটিসি)
✅ ১ বছর মেরিন ক্যাডেট/অ্যাপ্রেন্টিসশিপ সনদ (যদি থাকে)
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕২য় শ্রেণির পরীক্ষার অনলাইন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ
✅ বেসিক সনদ
✅ ৩য় শ্রেণির সিওসি/যোগ্যতা সনদ (ডিজি শিপিং)
✅ ডিপ্লোমা সনদ (যদি থাকে)
✅ ২য় শ্রেণির প্রস্তুতিমূলক কোর্স সনদ (ডিইপিটিসি)
✅ ফিশারিজ একাডেমি প্রশিক্ষণ রেকর্ড (যদি থাকে)
✅ নৌ বাহিনীর অভিজ্ঞতার রেকর্ড (যদি থাকে)
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕১ম শ্রেণির পরীক্ষার অনলাইন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ
✅ বেসিক সনদ
✅ ২য় শ্রেণির সিওসি/যোগ্যতা সনদ (ডিজি শিপিং)
✅ মেরিন/মেকানিক্যাল/পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা সনদ (যদি থাকে)
✅ ১ম শ্রেণির প্রস্তুতিমূলক কোর্স সনদ (ডিইপিটিসি)
✅ বিদেশগামী জাহাজে চতুর্থ শ্রেণির সনদ (যদি থাকে)
✅ নৌ বাহিনীর অভিজ্ঞতার রেকর্ড (যদি থাকে)
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕 আইএমই পরীক্ষার অনলাইন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ বেসিক সনদ
✅ ১ম শ্রেণির সিওসি/যোগ্যতা সনদ (ডিজি শিপিং)
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕কর্ণফুলী ও পশুর নদী জ্ঞান পরীক্ষার অনলাইন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ বেসিক সনদ
✅ ১ম/২য়/৩য় শ্রেণির সিওসি/যোগ্যতা সনদ (ডিজি শিপিং)
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
📕 ১ম/২য়/৩য় শ্রেণির সনদ নবায়ন করার জন্য যে সকল কাগজ পাঠাবেন:
✅ ভোটার আইডি
✅ বেসিক সনদ
✅ ১ম/২য়/৩য় শ্রেণির সিওসি/যোগ্যতা সনদ (ডিজি শিপিং)
✅ চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষার রিপোর্ট
✅ কোম্পানীর প্যাড/প্রত্যয়নপত্র
✅ মোবাইল নম্বর (সব সময় সচল থাকে এমন নম্বর)
📌 বি.দ্রঃ সকল কাগজ ও ছবি স্ক্যান করে পাঠাবেন, কাগজ অস্পষ্ট/ঘোলার কারনে আবেদন বাতিল হলে আমরা দায়ী নই।
==================================
আমাদের ফেসবুক গ্রুপের নাম:
ডিজি শিপিং ও ডিইপিটিসি ই তথ্য কেন্দ্র
ডিইপিটিসি ও ডিজি শিপিং ই তথ্য কেন্দ্র
==================================
🔷 আমাদের সেবা সমূহ:
ডিইপিটিসি ভর্তি ও সার্ভিস বুক আবেদন, ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার পরীক্ষার আবেদন, আইএমই, কর্ণফুলি ও পশু নদী পরীক্ষার আবেদন, সার্টিফিকেট রিনিউ/নবায়ন আবেদন, ভোটার আইডি উত্তোলন ও অনলাইনের অন্যান্য কাজ করা হয়, কোম্পানীর চিঠি/প্রত্যয়নপত্র লেখা হয়, ফটোকপি (রঙ্গীন), ছবি থেকে ছবি, স্ক্যান, ইমেইল, কম্পোজ, কালার প্রিন্ট, লেমিনেটিং, খাতা-কলম ও অন্যান্য স্টেশনারী সামগ্রী পাওয়া যায়।
==============================
এখানে ডিইপিটিসির প্রস্তুতিমূলক কোর্স ও ইনল্যান্ড মাস্টার/ড্রাইভার/IME পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন বই পাওয়া যায়:
#বই এর মূল্য জানতে এবং বই কুরিয়ারে নিতে কল করুন:
📲 ০১৬০১-০১৭৭৭০ (দু’বারের বেশি কল নয়)
প্রাপ্তিস্থান: ইউনিটেক আইটি জোন, মো: রাশেদুল ইসলাম (স্বত্ত্বাধিকারী)
ঠিকানা: ডিইপিটিসি সংলগ্ন/রূপালী ভূমি অফিসের বিপরীতে, হাবিবুর রহমান মার্কেট, বন্দর, নারায়ণগঞ্জ।
==============================
🔷 ইনল্যান্ড ড্রাইভারশীপ পরীক্ষার বই:
📕 ড্রাইভারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই: আলমগীর স্যার
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 অভ্যন্তরীণ নৌযানের সকল শ্রেণীর ড্রাইভারশীপ পরীক্ষার বিগত ১০ বছরের প্রশ্নপত্রের আলোকে সহায়ক নোট বই: জগলুর রহমান স্যার
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📕 বেসিক ইলেকট্রিসিটি-মো: রফিকুল ইসলাম
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেস্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনস্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 ইনল্যান্ড মাস্টারশীপ ও কর্ণফুলী পরীক্ষার বই:
📕 নদী সারথি: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 নদী মিলন: সুমন সূত্রধর, সকল শ্রেণির মাস্টারশীপ, কর্ণফুলী ও পশুর নদী পরীক্ষার জন্য সহায়ক বই
📕 কর্ণফুলী ও পশুর নদী: মো: ওবায়দুল করিম খান স্যার
📕 মাস্টারশীপ পরীক্ষার জন্য সহায়ক বই: আশরাফ স্যার
📕 কর্ণফুলী নদীজ্ঞান পরীক্ষার পাসের সহায়ক বই: আশরাফ স্যার
📕 ১ম, ২য়, ৩য় শ্রেণির মাস্টারশীপ পরীক্ষার বিগত ৫ বছরের প্রশ্ন ও উত্তর (গাইড): মতিউর স্যার
📕 নিরাপদ নৌ চালনা: ক্যাপ্টেন মোহাম্মদ রিফাই চৌধুরী
📕 অভ্যন্তরীণ নৌ: দূর্ঘটনা প্রতিরোধ: আইন ও বিধি–মো: মুইনদ্দিন জুলফিকার স্যার
📕 আন্তর্জাতিক নৌ-দূর্ঘটনা প্রতিরোধ বিধিমালা ১৯৭২, সর্বশেষ সংস্করণ অনুযায়ী বাংলায় অনুবাদকৃত, সম্পূর্ন রঙ্গিন-মো: জামাল হোসেন স্যার
📕 Hand Note for Marine Student (Nautical)
📕 জাহাজের আগুন (Marine Vessel Fire)-মো: আব্দুল মমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
==============================
🔷 IME/ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স ও পরীক্ষার জন্য সহায়ক বই:
📕 প্রশ্নোত্তরে মেরিন ইঞ্জিন মটর ও জেনারেল (আবদুল হক)
📕 অন্তর্দহ ইঞ্জিন এবং আনুষঙ্গিক মেশিনসমূহ (আব্দুল বারী)
📕 মেরিন ডিজেল ইঞ্জিন (প্রকৌশলী মোঃ মহসীন আলী)
📕 বয়লার চালনা ও রক্ষণাবেক্ষণ শিক্ষা (মোঃ গুল্লুর রহমান শাহ)
📕 ইঞ্জিনিয়ারিং ড্রইং ফর মেরিন ইঞ্জিনিয়ার্স: ১১ (ইংলিশ ভার্সন)
Engineering Drawing for Marine Engineers: 11 (Thomas Reed Publications Ltd. London)
📕 মেরিনার’স সাকসেস গাইড: মোয়াজ্জেম হোসেন স্যার
(ই.কে মোটর, ই.কে জেনারেল, ইলেক্ট্রিসিটি, ওরাল, গণিত এবং ফায়ার সেফটি)
📕 ছাত্রদের জন্য সহায়ক নোট (প্রশ্নোত্তরে মটর এন্ড জেনারেল): কে.এ ফজলুল হক খাঁন স্যার
📕 প্রশ্নোত্তরে ডিজেল ইঞ্জিন: জে.এন সরকার স্যার
📕 প্রকৌশলী মো: মহসিন আলী স্যার এর মেরিন ডিজেল সিরিজ.......
✅ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন প্রিন্সিপাল (১ম খন্ড)
✅ ফুয়েল ইনজেকশন সিষ্টেম (২য় খন্ড)
✅ ইঞ্জিন টেষ্টিং ক্যালকুলেশন ইঞ্জিন ইনষ্টলেশন এলাইনমেন্ট (৩য় খন্ড)
✅ মেরিন ডিজেল ইঞ্জিন ওভারহলিং (৪র্থ খন্ড)
✅ ডিজেল ইঞ্জিন অপারেশন এন্ড মেন্টেন্যান্স (৫ম)
✅ শিপ প্রপালশন সিস্টেম
📌 বি.দ্র: এছাড়াও বিভিন্ন বই ও নোট/শীট পাওয়া যায়।
📕 জরুরী ভিত্তিতে বই লাগলে কুরিয়ারে পাঠানো যাবে। 📕
==============================
☸️ আমাদের প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচী ☸️
🔷 রবি থেকে বুধবার: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
🔷 বৃহ:বার: সকাল ১০টা থেকে দুপুর ১টা
🔷 শুক্র ও শনিবার: বন্ধ
বি.দ্র: যারা দূর হতে আসবেন তারা অবশ্যই ফোন করে আসবেন।
📌 শুক্রবার ও প্রতিষ্ঠান চলাকালীন সময়ের বাহিরে কল না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
==============================
✅ কল দেওয়ার সময় দুপুর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা (বৃহঃ, শুক্র ও শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতিত)।
✅ নামাজের সময় দেখে কল করুন।
✅ নামাজের সময় প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।
✅ নামাজের ৩০ মিনিট আগে ও ৩০ মিনিট পরে কল দেওয়া থেকে বিরত থাকুন।
==============================
#ডিজিশিপিংপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #ইউনিটেকআইটিজোন #এডমিটকার্ডসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিইপিটিসিভর্তিসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিইপিটিসিওডিজিশিপিংইতথ্যকেন্দ্র #আইএমইপরীক্ষাসংক্রান্তবিজ্ঞপ্তি #টোকেনসংক্রান্তবিজ্ঞপ্তি #ডিজিশিপিংওডিইপিটিসিইতথ্যকেন্দ্র #বেসিককোর্সসংক্রান্তবিজ্ঞপ্তি #মেরিন #ডিইপিটিসি #ডিইপিটিসিনারায়ণগঞ্জ #ডিজিশিপিং #নদীসারথী #মেরিনসাকসেসগাইড #কর্ণফুলী #পশুর #অভ্যন্তরীণ #নদীমিলন #প্রশ্নোত্তরেডিজেলইঞ্জিন #আলমগীরস্যার #মুঈনউদ্দিনজুলফিকার #দূর্ঘটনাপ্রতিরোধ #দূর্ঘটনাপ্রতিরোধআইনওবিধি #মাস্টারশীপ #ড্রাইভারশীপ #নাবিক #নৌযান #নৌপরিবহনঅধিদপ্তর #বেসিক #বেসিক৪ #বেসিক৫ #ভয়েজরেকর্ড # #সুকানি #গ্রীজার #মাস্টার #ড্রাইভার #আইএমই #স্পীডবোটড্রাইভার #ফেরি #লস্কর #ওয়েলার #শিপবিল্ডিংটেকনোলোজি #ইনল্যান্ডএক্সাম #ইনল্যান্ড #নাবিক #ডিপার্টমেন্টঅবশিপিং #বিআইডব্লিউটিএ #বিআইডব্লিউটিসি #মেরিনবার্তা #বন্দরঘাট ゚viralシ ゚viralfbreelsfypシ゚viral ゚viral ゚ ゚ ゚ #সেইলর্সটিভি #সেইলর্সটেলিভিশন

A message frm Bata
07/04/2025

A message frm Bata

**ভারতীয় মেডিকেল ভিসা – নতুন নিয়ম ২০২৫** **ভিসা আবেদন এখন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ!****আগে যেটা হতো:** ❌ CMC বা অন্য কোন...
06/04/2025

**ভারতীয় মেডিকেল ভিসা – নতুন নিয়ম ২০২৫** **ভিসা আবেদন এখন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ!**

**আগে যেটা হতো:** ❌ CMC বা অন্য কোনো হাসপাতালের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আর ভিসা আবেদন **করা যাবে না**।

**এখন যা করতে হবে:**

✔ রোগীর **মেডিকেল রিপোর্ট**

✔ রোগী ও এটেনডেন্টের **পাসপোর্ট কপি**

✔ **ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর** এই তথ্য নির্ধারিত **হাসপাতালে পাঠান**।

**তারপর:**

১. হাসপাতাল তথ্য **Ayush FRRO পোর্টালে** আপলোড করবে

২. **FRRO রেফারেন্স নম্বর** ইস্যু হবে

৩. হাসপাতাল থেকে **ইনভাইটেশন লেটার** দেওয়া হবে

**⏳ সময় লাগবে:** ২৪-৭২ ঘণ্টা

**সুবিধা:** ⭐ ভিসা রিজেক্টের ঝুঁকি কম

✅ সরকারি রেকর্ডে সংরক্ষিত

📌 নির্ধারিত কর্মকর্তার মাধ্যমে যাচাইকৃত প্রক্রিয়া

**সতর্কতা:** ❌ পুরনো পদ্ধতিতে আবেদন **বাতিলযোগ্য**

✅ শুধু ইনভাইটেশন লেটার থাকলেই আবেদন **গ্রহণযোগ্য**

**বিশ্বাসযোগ্য চিকিৎসা ভ্রমণের প্রথম ধাপ শুরু হোক সঠিকভাবে!**

🌳🌳 বাওবাব গাছ, যাকে প্রায়শই "জীবনের বৃক্ষ" বলা হয়, এটি একটি ২,০০০ বছরের পুরনো আফ্রিকান দৈত্য যা সাভানায় সহনশীলতা ও বে...
03/04/2025

🌳🌳 বাওবাব গাছ, যাকে প্রায়শই "জীবনের বৃক্ষ" বলা হয়, এটি একটি ২,০০০ বছরের পুরনো আফ্রিকান দৈত্য যা সাভানায় সহনশীলতা ও বেঁচে থাকার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। 💪🌍

৩০ ফুট পর্যন্ত উঁচু এই গাছটি তার মোটা কাণ্ডে পানি জমিয়ে রাখে দীর্ঘ খরার সময় টিকে থাকার জন্য, যা মানুষ ও বন্যপ্রাণীকে আশ্রয়, খাদ্য এবং পানীয় প্রদান করে। 🐘💧

এর পুষ্টিসমৃদ্ধ ফল বছরের পর বছর টিকে থাকে এবং স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য অত্যন্ত মূল্যবান। 🍊✨ বাওবাবের প্রতিটি অংশেরই একটি উদ্দেশ্য রয়েছে—বাকল দড়ি তৈরিতে ব্যবহৃত হয় থেকে শুরু করে বীজ থেকে তেল তৈরি করা হয়—যা এটিকে প্রকৃতির সবচেয়ে উদার এবং অপরিহার্য সম্পদে পরিণত করেছে। 🌿🧴💚

#বাওবাব

👉 আপনি কি কখনো বাওবাব ফল খেয়েছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে! 😊

প্রতি বছর বায়ু দূষণে প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণ হারায়। বায়ু দূষণের কারনে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্...
01/04/2025

প্রতি বছর বায়ু দূষণে প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণ হারায়। বায়ু দূষণের কারনে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ২য়। এই দূষিত বায়ু আমাদেরকে ধীরে ধীরে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সচেতন না হলে, ভবিষ্যতে সংকট আরও গভীর হবে। তাই আসুন, একসাথে সচেতন হই এবং সুস্থতার দিকে এগিয়ে যাই।

সোর্স:

ঈদ মুবারক ঈদুল ফিতরের সুন্নতসমূহ
30/03/2025

ঈদ মুবারক
ঈদুল ফিতরের সুন্নতসমূহ

Address

Narayanganj
1414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashed bin Rafik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share