30/08/2025                                                                            
                                    
                                                                            
                                             আশ - শেফা রুকইয়াহ সেন্টার,  তল্লা মডেল গার্মেন্টস সংলগ্ন, নারায়ণগঞ্জ। 
🌿 জিন-যাদুর চিকিৎসা
“কোরআন, হাদিস ও সুন্নাহ ভিত্তিক”
মুসলমান হিসেবে আমরা জানি—দুনিয়াতে জিন-যাদুর প্রভাব রয়েছে। কিন্তু যাদের উপর প্রভাব বেশি, তারা যে আক্রান্ত এটা বুঝেই না। নিচের লক্ষণগুলো লক্ষ্য করুন, যদি ৪–৫টির বেশি মেলে, তাহলে সম্ভাবনা আছে যে আপনি জিন-যাদু দ্বারা আক্রান্ত।
🌳 জিন-যাদুর লক্ষণ
১️⃣ জাগ্রত অবস্থায়:
ইবাদতে অনীহা, কুরআন তেলাওয়াত বা আযানে অস্বস্তি।
অদৃশ্য আওয়াজ শুনতে পাওয়া, স্বপ্নের মত দৃশ্য দেখা।
আচরণে অস্বাভাবিক পরিবর্তন, অবসন্নতা, হতাশা।
শরীরের ব্যথা যা চিকিৎসায় কাজ করছে না।
সন্তান দুধ খেতে না চাওয়া।
২️⃣ ঘুমের অবস্থায়:
ভয়ানক স্বপ্ন, ঘুমে চিৎকার, হেসে বা কাঁদতে থাকা।
স্বপ্নে হিংস্র প্রাণী বা অদ্ভুত মানুষ দেখা।
ঘুমের মধ্যে অচল হয়ে যাওয়ার অনুভূতি।
৩️⃣ স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা অশান্তি:
ছোট বিষয়েই বড় ঝগড়া।
হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিবর্তন।
একে অপরের উপস্থিতি সহ্য করতে না পারা।
৪️⃣ বিয়ে ভাঙা/বন্ধ করার যাদু:
বিয়ের আলোচনা শুরু হলেই অসুস্থ হয়ে পড়া।
প্রস্তাবদাতাকে খারাপ লাগা, অসঙ্গতি।
ঘুমে অশান্তি ও পিঠ/কোমরে ব্যথা।
৫️⃣ অসুস্থ বা মারাত্মক প্রভাব:
স্বাস্থ্যহানি, পঞ্চইন্দ্রীয়ের দুর্বলতা।
শরীরের কোনো অঙ্গে ব্যথা, চিকিৎসায় কাজ না হওয়া।
হঠাৎ রোগ-ব্যাধি।
৬️⃣ ওয়াসওয়াসা ও মানসিক বিভ্রান্তি:
নামায, গোসোল বা অযুতে সন্দেহ।
অকারণে উদাসীনতা ও ভয়।
হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা।
⚠️ লক্ষ্যণীয়:
সব লক্ষণ একসাথে দেখা দরকার নেই। কিছু লক্ষণও অভিজ্ঞ রাকীকে সমস্যা শনাক্তে সাহায্য করে।
দীর্ঘদিন সমস্যা থাকলে এবং চিকিৎসায় উন্নতি না হলে কুরআনিক চিকিৎসা (রুকইয়া) ও কাউন্সেলিং প্রয়োজন।
📞 পরামর্শ ও অনলাইন রুকইয়া সেশন:
যে কোনো সমস্যা বিস্তারিত জানান বা কল করুন।
হোয়াটসঅ্যাপ: 01966756833
শেখুর নাম: আশ শায়খুর রাকী মুফতী মুফীদুল ইসলাম হাফিযাহুল্লাহু
পরিচালক: আশ শেফা রুকইয়াহ সেন্টার, তল্লা মডেল গার্মেন্টস সংলগ্ন, নারায়ণগঞ্জ
✨ আপনি নিরাপদ থাকুন, আল্লাহর আশ্রয় নিন এবং সুস্থ থাকুন।