NaDia'S WorLd

NaDia'S WorLd Love doesn't make the world go round. Love is what makes the ride worthwhile.” - Franklin P. Jones

11/04/2025

তুমি আর আমি ❤️

16/03/2025

যারা যাকাত দেয় না তারা কাফের। সুরা হা মিম সিজদা আয়াত ৭

15/03/2025

খালিদ বিন ওয়ালিদ (রা.) স্ত্রীকে বললেন- ‘প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচবো বলে মনে হচ্ছে না। তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখ, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারীর আঘা'ত নেই’?

দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন- ‘না। আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরেই শত্রুর আঘা'ত আছে’।

খালিদ বিন ওয়ালিদ (রা.) তখন দুঃখ নিয়ে বললেন- ‘আল্লাহর কসম, প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে শেষ হয়ে যাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখ আজ যুদ্ধের ময়দানে মৃ'ত্যু না হয়ে আমার মৃ'ত্যু হচ্ছে আমারই বিছানায়! আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না’?

স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন। এরপর করলেন সেই বিখ্যাত উক্তি :- ‘আপনার নাম স্বয়ং রাসুল (সা.) রেখেছিলেন সাইফুল্লাহ/আল্লাহর তরবারী (⚔️) এমন কোনো তরবারী কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারীর মোকাবিলা করতে পারে? তাইতো ময়দানে আপনার মৃ'ত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারী মাটিতে লুটিয়ে যেতে দেননি’।

সুবহানাল্লাহ❤️

15/03/2025

সূরা মারইয়ামের দুটি মিরাকেল, যা আপনার ঈমান বাড়াবে: ইন'শা'আল্লাহ

১. যখন যাকারিয়্যা আ. গোপনে আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন! তিনি তার রবকে বললেন, "আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি"
অথচ তিনি পুরোপুরি বিশ্বাসই করেননি যে তার দোয়া কবুল হয়ে যাবে।

অতঃপর আল্লাহর সুসংবাদ এলো,
‘হে যাকারিয়্যা, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া’

যাকারিয়্যা আ., যিনি আল্লাহর নবী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার এই অবিশ্বাস্য দোয়া কবুল হবে কীভাবে। তিনি বারবার প্রশ্ন করছিলেন এটা কি আদৌ বাস্তব?
বৃদ্ধ যাকারিয়্যা আ. আল্লাহকে বললেন,
"হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে, আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি"

অতঃপর ফেরেশতারা বলল, ‘এভাবেই’। তোমার রব বলেছেন, ‘এটা আমার জন্য সহজ’

২. যখন মারইয়াম আ. কে একটি পুত্র সন্তানের [ঈসা আ. এর] সংবাদ দেওয়া হলো, অথচ তিনি ছিলেন অবিবাহিত! মারইয়াম আ. বললেন,
" কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। আর আমি তো ব্যভিচারিণীও নই"

অতঃপর ফেরেশতারা বলল,
" তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ"

সুবহানাল্লাহ একই সূরায় দুইবার আপনার রব বললেন "এটা আমার জন্য সহজ"
তবুও আপনার মনে হয় আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করা আল্লাহর জন্য কঠিন?

যিনি ইউসুফ আ. কে কূপ থেকে তুলে নিয়ে মিশরের আজিজ বানাতে পারেন তিনি কি আপনার পরিস্থিতি বদলাতে পারবেন না?
এই বিশ্বজাহানের একমাত্র অধিপতি যিনি, তিনি সবই পারেন! আপনি কেবল আপনার রবের কাছে ফিরে আসুন, আর সুসংবাদ গ্রহন করুন!

এই সূরা দিয়ে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে পরিস্থিতি যেমনই হোক, আর আমাদের চাওয়াটা যতো বিশালই হোক, সেটা কবুল করা আল্লাহর কাছে একদমই কঠিন নয়।
বরং তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি কেবল বলেন "হও এবং তা হয়ে যায়""

14/03/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!(স:)❤️🌹

13/03/2025

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"রমজানের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তির জন্য।" (বায়হাকি)

12/03/2025

স্বামীর টাকা থাকা খুব দরকার 🙂

10/03/2025

কষ্ট যদি নিয়ামত ই না হয়
তবে কষ্ট কেনো..আল্লাহকে স্মরন করায় ❓

"নিচয়ই কষ্টের সাথে রয়েছে সস্তি"
(সূরা:ইনশিরাহ;০৫)

08/03/2025

‘নারীরা পৃথিবীর অর্ধেক। বাকি অর্ধেকের জন্মও তাঁরাই দেন৷ ফলত যেন তাঁরাই সমগ্র পৃথিবী।’

- ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রহি.)

01/03/2025

আহলান সাহলান
মাহে রমজানের শুভেচ্ছা।

রমাদান মুবারাক❤️

14/02/2025

তওবা🌸
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"🖤
-পড়া হলে আলহামদুলিল্লাহ্!🌸

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when NaDia'S WorLd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share