কবিয়াল 02

কবিয়াল 02 "পৃথিবীতে প্রত্যেকটা সুখী মানুষই সফল 🌿
কিন্তু,
প্রত্যেকটা সফল মানুষই সুখী নয়।"🌼🍀

"পৃথিবীতে প্রত্যেকটা সুখী মানুষই সফল 🌿কিন্তু,প্রত্যেকটা সফল মানুষ সুখী নয়।"🙂
25/05/2025

"পৃথিবীতে প্রত্যেকটা সুখী মানুষই সফল 🌿

কিন্তু,

প্রত্যেকটা সফল মানুষ সুখী নয়।"🙂

Saudi Arab, Riyadh ❣️
27/12/2023

Saudi Arab, Riyadh ❣️

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
25/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

collected

05/08/2023

পথচারী আমি এক,
ঠোঁটে জলন্ত সিগারেট।
নিয়ন আলোয় জলমল চারেদিক,
নিস্তব্ধতায় আমি দাঁড়িয়ে।

এক কাপ চা এ চুমুক দিয়ে,
বরাবর আমি নির্বাক।
শান্ত সকল অনুভুতি,
আমার এ চলার পথে হবেনা যানি ছুটি।

কতবার তোর আয়না ভেঙে চুরে,ঘুরে তাকাইআমার মতে তোর মতন কেউ নেই।কতবার তোর কাঁচা আলোয় ভিজে,গান শোনাইআমার মতে তোর মতন কেউ নেই।...
03/08/2023

কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।

#কাব্যকথা_KabboKotha

03/08/2023

"""শুভ সকাল
صباح الخير
Good Morning

আজ বৃহস্পতিবার
৩ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ মহররম ১৪৪৫ হিজরী
১৯ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল

🌦️☀️☔
দিনটি শুরু ক‌রি এক‌টি ভাল কাজের মাধ্যমে,
একমাত্র গাছই পারে পরিবেশকে সজীব ও শীতল রাখতে
"আসুন গাছ লাগাই, জীবন ও প‌রিবেশ বাঁচাই"
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন ❣️🥀

আমার ফেলে আসা শৈশব, ফেলে আসা দিন 🥀🥀🥀
02/08/2023

আমার ফেলে আসা শৈশব, ফেলে আসা দিন 🥀🥀🥀

কোন এক বিকেলে।সাবদী,বন্দর, নারায়ণগঞ্জ
02/08/2023

কোন এক বিকেলে।

সাবদী,বন্দর, নারায়ণগঞ্জ

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিয়াল 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share