17/05/2025
বর্তমানে অনলাইন বিজনেস পেজের জন্য ফলোয়ারস একটি অন্যতম বিষয়।
১. নিয়মিত এবং মানসম্মত কনটেন্ট পোস্ট করো
প্রতিদিন বা নির্দিষ্ট সময় অনুযায়ী পোস্ট করো।
সুন্দর ছবি, ভিডিও বা ইনফোগ্রাফিক ব্যবহার করো।
ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট বানাও (যেমন: রিলস, ট্রেন্ডিং মিউজিক, হ্যাশট্যাগ ইত্যাদি)।
২. অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ বাড়াও
কমেন্টের উত্তর দাও।
স্টোরিতে প্রশ্ন করো, পোল দাও — যাতে ফলোয়াররা অংশ নিতে পারে
৩. ভালোভাবে হ্যাশট্যাগ ব্যবহার করো
পোস্টের সাথে জনপ্রিয় এবং টপিক অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করো।
৪.একাধিক প্ল্যাটফর্মে কাজ করো
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক — সব জায়গায় নিজের কনটেন্ট শেয়ার করো।
এক প্ল্যাটফর্ম থেকে অন্যটাতে মানুষকে নিয়ে আসো।
আরও বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন।