Atia's Creation

Atia's Creation এইখানে সকল প্রকার গয়না আপনারা পেয়ে যাবেন। আমি আমার হাতে তৈরি গয়না দিয়ে নিজেকে এবং অন্যদের করে তুলতে চাই অনন্যা। 🥰❤️
(4)

শুভ সকাল  🥰  #
31/07/2025

শুভ সকাল 🥰 #

“জামদানির রাজকীয় মোটিভে মোড়ানো ঐতিহ্যের স্পর্শ – এক মুঠো চুরি ,হাজার বছরের গল্প।”  "সাজ হোক বাঙালিয়ানায়, ঐতিহ্য থাকুক ...
28/07/2025

“জামদানির রাজকীয় মোটিভে মোড়ানো ঐতিহ্যের স্পর্শ – এক মুঠো চুরি ,হাজার বছরের গল্প।”


"সাজ হোক বাঙালিয়ানায়, ঐতিহ্য থাকুক প্রতিটি ধাপে। জামদানি মোটিভ চুরি এখন আমাদের পেইজে – ইনবক্স করুন অর্ডারের জন্য!”

যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে।

বিবরন :

👉 সাইজ : ২.৪ ,২.৬,২.৮ ২.১০

👉 সুতি সুতার উপর চুমকি,জরি সুতা ,কুন্দন ও পাইপের কাজ করা।

📩সারাদেশে ক্যাশঅন ডেলিভারি

📌 বিদ্র:ডেলিভারি চার্জটি এডভান্স করতে হবে।

সামনেই দূর্গা পুজো  তাই Atia's Creation  এ আসছে নতুন কিছু  পুজোর সাজ।
27/07/2025

সামনেই দূর্গা পুজো তাই Atia's Creation এ আসছে নতুন কিছু পুজোর সাজ।

প্রকৃতির অনুপ্রেরণায় তৈরি এই গয়নাগুলো শুধু সাজ নয়, এক ধরনের অনুভব।এই গয়নায় নেই কোনো চাকচিক্য, তবুও আছে মন ছুঁয়ে যাওয়ার এ...
24/07/2025

প্রকৃতির অনুপ্রেরণায় তৈরি এই গয়নাগুলো শুধু সাজ নয়, এক ধরনের অনুভব।

এই গয়নায় নেই কোনো চাকচিক্য, তবুও আছে মন ছুঁয়ে যাওয়ার একরাশ উষ্ণতা নিয়ে এসেছে গুলবাহার 🌼🌻

বিবরণ :
গলার মালা: কাঠের বেইজের উপর মোল্ডইট ক্লে দিয়ে ফ্লাওয়ার ডিজাইন। সুতার টাসেল এক চেইন বিশিষ্ট।

কানের দুল : মোল্ডইট ক্লে দিয়ে করা।হুক বিশিষ্ট।

চুরি : সুতার উপর মোল্ড ইট ক্লের ডিজাইন,
চুরির সাইজ ২.৪ ২.৬ ২.৮

💍রিং: ক্লে ফুলের ডিজাইন। এটি এডজাস্টটেবল।

👉এটি নিজের করে নিতে চাইলে এখুনি অর্ডার করে ফেলুন 🥰

💰ফুল সেটের দাম : ৬৫০৳

📩 সারাদেশে ক্যাশঅন ডেলিভারি।

📌বিদ্র: ডেলিভারি চার্জটি এডভান্স করতে হবে।

আকাশের নীল আর রোদ্দুরের হলুদ মিলে  নীলাদ্রি সাথি করে নিয়েছে রেশমিকে 🥰 কাচের  চুরি ও হাতের তৈরি বালা  দুটির মিলে এক গানের...
20/07/2025

আকাশের নীল আর রোদ্দুরের হলুদ মিলে নীলাদ্রি সাথি করে নিয়েছে রেশমিকে

🥰 কাচের চুরি ও হাতের তৈরি বালা দুটির মিলে এক গানের সুর হয়ে থাকবে আপনার ঝুলিতে....

এখুনি অর্ডার করে ফেলুন "নীলাদ্রি " চুরির সেটটি 🥰

সারাদেশে ক্যাশঅন ডেলিভারি...

বিবরণ :

👉কাচের নীল ও হলুদ রেশমি চুরি, (১২ পিস করে মোট ২৪ পিস )
👉বালা দুটি নীল কাপড়ের উপর মিরোর ওয়ার্ক।
👉সাইজ : ২৪,২৬,২৮
💰 দাম : ৩০০৳

মাটির স্পর্শে সাজে নারীর হৃদয়, টেরাকোটার গলায় জেগে ওঠে আদি সৌন্দর্য।🥰টেরাকোটা  মটিভে চোকা এসেছে..... এটি নিজের করে নিতে ...
20/07/2025

মাটির স্পর্শে সাজে নারীর হৃদয়, টেরাকোটার গলায় জেগে ওঠে আদি সৌন্দর্য।🥰

টেরাকোটা মটিভে চোকা এসেছে.....
এটি নিজের করে নিতে চাইলে এখুনি অর্ডার করে ফেলুন 🥰

💰ফুল সেটের দাম : ২৫০ ৳

বিবরণ :

👉 সম্পূর্ন চোকার ও দুল টি আর্টিফেসিয়াল এয়ারক্লে দিয়ে তৈরি।

👉সারাদেশে ক্যাশঅন ডেলিভারি হয়ে থাকে।

খুব শীঘ্রই গুলবাহার আসছে তার ফুল সেট নিয়ে 🥰🌻
19/07/2025

খুব শীঘ্রই গুলবাহার আসছে তার ফুল সেট নিয়ে 🥰🌻

“নীরব মাটির গয়না, অথচ কত গল্প বলে—তৈরি হয় হাতে, গেঁথে নারীর  হৃদয়ে।” 🥰                   টেরাকোটা মটিভে মাটির চোকার আ...
17/07/2025

“নীরব মাটির গয়না, অথচ কত গল্প বলে—
তৈরি হয় হাতে, গেঁথে নারীর হৃদয়ে।” 🥰

টেরাকোটা মটিভে মাটির চোকার আসছে.....🔥
অর্ডার করতে চাইলে এখুনি বুকিং করুন......
👉বি.দ্র.কোনো প্রকার অগ্রিম টাকা নেওয়া হয়না,
হাতের তৈরি গয়না তাই পর্যাপ্ত সময় নিয়ে অর্ডার করবেন।.

⚠️ Attention  Please  ❤️
17/07/2025

⚠️ Attention Please ❤️

রক্ত রাঙা ছোয়ায় এসেছে  কৃষ্ণচূড়া 🌺 এই কৃষ্ণচূড়ায় নিজেকে সাজাতে অর্ডার করে ফেলুন 🥰বিবরণ : গলার মালা: কাঠের  বেইজের উপর মো...
16/07/2025

রক্ত রাঙা ছোয়ায় এসেছে কৃষ্ণচূড়া 🌺

এই কৃষ্ণচূড়ায় নিজেকে সাজাতে অর্ডার করে ফেলুন 🥰

বিবরণ :
গলার মালা: কাঠের বেইজের উপর মোল্ডইট ক্লে দিয়ে ফুলের কাজ করা, টাসেল্টি কালো সুতার।

কানের দুল : এই দুলটি পুরো মোল্ডইট ক্লে দিয়ে তৈরি।
ফুল সেটের দাম : ৪৫০

শুরুটা ছিল নিজের জন্য — একটু শান্তির খোঁজে গহনা বানাতাম,  এই জুনে, সেই হবি-টাই রূপ নিয়েছে আমার ছোট্ট business-এ।অনেক pr...
15/07/2025

শুরুটা ছিল নিজের জন্য — একটু শান্তির খোঁজে গহনা বানাতাম,

এই জুনে, সেই হবি-টাই রূপ নিয়েছে আমার ছোট্ট business-এ।

অনেক practice, অনেক ভুল আর শেখার মধ্য দিয়ে বানানো কিছু creation —
গহনা যেটা শুধু সুন্দর্য না — আপনার রুচি,আভিজাত্য ও আবেগ প্রকাশ করে। আর আপনার ব্যস্ততা গুছিয়ে রাখার aesthetic উপায়।

✨ প্রতিটা পিস হ্যান্ডমেড
🎨 কালার কাস্টমাইজ করা যায়
💫 বাজেট এবং প্রিমিয়াম — দুইটি হাতের নাগালে 🥰

আপনার aesthetic look এর জন্য যদি কিছু খুঁজছিলেন,
DM করলেই আমি আছি 🤍

Stich jewellery
01/12/2024

Stich jewellery

Address

Shiddhirgonj, Mowchak Road
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atia's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share