22/02/2025
আসসালামু আলাইকুম,
আপনারা সবাই জানেন, আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সারা দেশে চুরি, খুন, চাঁদাবাজি, লুটপাটসহ নানারকম অন্যায় বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো নারীদের উপর ধর্ষণ, খুন ও হামলার ঘটনা। প্রতিদিনই ধর্ষণের সংখ্যা বাড়ছে, কোথাও আমাদের মা-বোনদের নিরাপত্তা নেই।
আমরা আর চুপ করে থাকতে চাই না! আমাদের নৈতিক দায়িত্ব হলো প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তাই আমরা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের থেকে শুরু হোক, হয়তো একদিন পুরো দেশ জেগে উঠবে। সরকারও এ বিষয়ে আরও কঠোর হবে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।
আমরা চাই, আপনারা সবাই এই মানববন্ধনে থাকবেন, বিশেষ করে আমাদের বোনেরা। আপনারা কথা বলবেন, প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন।
✊ মানববন্ধনের বিস্তারিত:
📅 তারিখ: ২৪ ফেব্রুয়ারি, সোমবার
📍 স্থান: গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস
⏰ সময়: দুপুর ১টা
📢 আপনার করণীয়:
✅ ফেস্টুন, প্ল্যাকার্ড, স্লোগান যা পারেন সাথে নিয়ে আসবেন।
✅ যারা ভালো আঁকতে পারেন, তারা ব্যানার ও পোস্টার তৈরি করে নিয়ে আসুন। আর্ট পেপারে স্লোগান লিখে আনবেন৷
✅ আরেকটি বড় হেল্প প্রয়োজন, বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছ থেকে। জার্নালিজম এর ভাইরা এই ব্যাপারে সহযোগিতা করেন৷ আপনারা অবশ্যই কালকের মানববন্ধনে উপস্থিত থাকবেন। যারা বিভিন্ন মিডিয়ার ক্যাম্পাস প্রতিনিধি আছেন, আপনারাও থাকবেন। এই প্রতিবাদ যেন মিডিয়ায় যথাযথ কভারেজ পায়, সেটি নিশ্চিত করা খুবই জরুরি। সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছাতে এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরতে মিডিয়ার ভূমিকা অপরিসীম।
✅ সর্বশেষ এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যত বেশি মানুষ উপস্থিত থাকবে, তত বেশি শক্তিশালী হবে আমাদের প্রতিবাদ।