Heart of Roza

Heart of Roza Hand of cooperation
(1)

17/07/2025

Dorjo manush k koknoi thokai na hai Allah amk onkk besi dorjo daw...emn vabe Amk sokti daw jate Ami tmr opor depend hoye ..onkkk dore agay jayte pari..

07/07/2025

“স্বার্থপর মানুষরা সম্পর্ককে ব্যবহার করে, ভালোবাসাকে নয়। একদিন যখন কেউ আর ব্যবহারযোগ্য থাকবে না, তখনই তারা একা হবে।”

03/07/2025

রাজার রাজ্য ধ্বং স হয় তখন যখন রাজা বিশ্বস্ত সেনাপতির চাইতে মীরজাফরের কথায় গুরুত্ব দেয় বেশি ☺️🙂🙂

সুখ আসলে কী?বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আ...
30/06/2025

সুখ আসলে কী?

বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আঁকেন।

একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড়ো পরিবার। খাটের একটা পায়া নাই, সেখানে দুটি ইট রাখা। জরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমায়। কপাট বিহীন জানালায় পাখি বসেছে। মুরগি শেয়ালে নেবারও দুর্ভাবনা নেই।

ছবিটা দেখার পর মনে হলো, সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তা নিয়েই খুশি থাকি, শান্তিতে ঘুমায়।

✅❤️🥀

মনটা ভালো রাখতে চাইলে, অন্যের খুশিতে খুশি হতে শেখো। সুখ তখনই আসে, যখন নিজের মাঝে শান্তি থাকে।
28/06/2025

মনটা ভালো রাখতে চাইলে, অন্যের খুশিতে খুশি হতে শেখো। সুখ তখনই আসে, যখন নিজের মাঝে শান্তি থাকে।

Hi....!
24/06/2025

Hi....!

20/06/2025

নরম মনের মানুষদের কষ্টটা কেউ বোঝে না, কারণ তারা কখনোই কারও সামনে কাঁদে না। ভেতরে ভেতরে তারা হাজারবার ভেঙে পড়ে, কিন্তু বাইরে থেকে সব সময় শক্ত থাকার অভিনয় করে।

12/06/2025

যারা মুখে হাসে, তারা ভেতরে কতটা কাঁদে—তা কেবল বাস্তব জীবনই বোঝায়।

  মানুষের মানসিকতা এতটা নোংরা।সামান্য টাকার উপরে কেন মসজিদের ছবি দিল কেন মন্দির এর ছবি দিল টাকা পকেটে নিয়ে নামাজ হবে না,...
08/06/2025

মানুষের মানসিকতা এতটা নোংরা।সামান্য টাকার উপরে কেন মসজিদের ছবি দিল কেন মন্দির এর ছবি দিল টাকা পকেটে নিয়ে নামাজ হবে না,মসজিদে ২০টাকার নোট দান করা যাবে না কেননা মন্দিরের ছবি আছে আরও কত কি।কোন হাদিসে লেখা আছে যে মন্দিরের ছবি পকেটে থাকলে নামাজ হবে না।আপনি জাহান্নামে যাবেন?? আরে ভাই ও বোন আপনারা আগে নিজেদের ইমান ঠিক করেন।গোপনে কত পাপ করছেন তা চিন্তা না করে ধর্ম নিয়ে মাতামাতি করছেন।যতসব আবর্জনা এরা মুসলিম সমাজের কলঙ্ক

27/05/2025

"মন খারাপ? একটু আকাশের দিকে তাকাও, বাতাসে মনটা ভাসিয়ে দাও। সবকিছু হয়তো ঠিক নেই, কিন্তু বিশ্বাস রাখো — ভালো দিন ঠিক আসবেই। নিজেকে সময় দাও, শান্তি খুঁজে পাবে।

15/05/2025

Your future is created by what u do today...not tomorrow.

Address

Kashipur
Narayanganj
1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heart of Roza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share