Saima Binte Koli

Saima Binte Koli আমি সোনার বাংলার মানুষ🥰🥀

09/02/2025

কি অবস্থা দেশের মানুষ শান্তিতে নাই সবাই নিরাপত্তাহিনতায় ভুগছেন 😒😒

09/02/2025

একজনের লেখাটা ভালো লাগলো তাই শেয়ার দিলাম✊

দালালি এই ভাবে করার দরকার নাই। খারাপ সময়ে কোনো কিছুর বিরোধীতা করা ঠিক নয় । তার মানে এই নয় যে, যা মনে চাইবে তাই বলবো। কতটা ভয়াবহ কষ্ট,
ভয়ানক বেদনা, ভয়ংকর বৈষম্য বৈপরীত্য বিভক্তি ভন্ডামি নৈরাজ্য অনুভব করছি, বুঝাতে পারবো না।
দলে ভাইয়ের রাজনীতি সম্পূর্ণ রূপে বাদ দিয়ে বরং নিজের অস্তিত্ব অবস্থান তৈরিতে সচেষ্ট হউন। ষোলো বছর দেশের ভেতরে এরা ছিল, একচ্ছত্র অধিপতি, সবকিছুর মালিক। ছিল অসম্ভব ক্ষমতাধর, ক্ষমতা,
অর্থ,দাপট। স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জননেত্রী এরবাইরে আপাতত দালালি না করা, ভবিষ্যতের জন্য উত্তম পন্থা হবে বলে আমি মনে করি। শাহাজাহান খান, কামাল মজুমদার সহ বহু মন্ত্রী,এমপি,নেতা জেলে। বারবার সুসময়ে সাম্রাজ্য বিস্তার করে,অবশেষে দুর্দিনে ভিন দেশে পালিয়ে, আরামদায়ক জীবন যাপন করে, বিবৃতি দিবেন,এ আঁধার কেটে যাবে????? আমি নিশ্চিত জানি, আমার এই পোস্ট অনেককেই আঘাত প্রাপ্ত করবে। কিন্তু কিছুই করার নাই। ১০০ % সত্য কথা বলেছি। শুধুমাত্র একবার বিনয়ের সাথে ভেবে দেখার অনুরোধ করছি। প্লিজ ভুল না বুঝে, একটুখানি বিবেককে জাগ্রত করুন।
কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের রেখে বারবার পালিয়ে ভিন দেশে চলে যাওয়া এদের দলে আদৌও প্রয়োজন আছে কি? সাময়িক সমস্যা থাকতে ই পারে।
আপনি সব হারিয়ে রাস্তা তৈরি করবেন, উনারা এসে উদ্ধোধন করবেন এমন চিন্তা একেবারে ই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। যাদের নাম উল্লেখ করেছেন, এরা কেউ ন্যূনতম জাতীয় নেতা পর্যায়ের লোক নন। দেশে প্রচুর
সৎকর্মশীল রুচিশীল লোভ হিংসা বিদ্বেষ মুক্ত আদর্শবান ত্যাগী জ্ঞানী মেধাবী দেশ প্রেমিক সাহসী লোক আছে। ওদের খুঁজে বের করুন। সামনে বাড়িয়ে দিন। সন্মান করুন , ভালোবাসা দিন, স্নেহাশিস দিন।
নিজেকে মেলে ধরতে শিখুন। দেখতে জানতে শুনতে চেষ্টা করুন। নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে পরামর্শ দিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ক্রুটি মার্জনীয়।
( বি.দ্র :---- নেতা বিষয়ক লেখাগুলো সর্বোচ্চ নেতৃত্বের বেলায় প্রযোজ্য নয়। বাকিটা আশা করি বুঝে নিবেন।) জয় বাংলা বাংলার জয়।

09/02/2025

এই বাংলায় আবার জয় বাংলার আওয়াজ উটবেই✊✊

09/02/2025

নেত্রি আসবে রাজপথ দখল করা হবে আবার নৌকার নিচ্চিত 💯❤️

Address

Narayanganj Dhaka
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saima Binte Koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share