Tariq al-Haqq

Tariq al-Haqq ... TARIQ AL-HAQQ ISLAMIC LIFESTYLE ...
"তারিক আল-হাক্ক– সত্যের পথ ও আলোর উজ্জ্বল দিশা। (⁠✯🌙✯⁠)

14/03/2025

***মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মাসজিদ ***
বিষয়:- রমজান মাসে যাকাত দেওয়ার ফযিলত,
খুতবা প্রধান করছেন :- আবু আব্দুল্লাহ শায়খ ড.মুসা বিন মুহাম্মদ বিন নাফজান আল হারবি আত্তুয়াইজিরি ( হা..)
দাঈ সৌদি ধর্ম মন্ত্রণালয়।

"রমজান মাসে উমরা পালনের সওয়াব, হজ পালনের সমান। আল্লাহর রহমত লাভের জন্য এই পবিত্র মাসে উমরা পালন করুন🌙✨"
03/03/2025

"রমজান মাসে উমরা পালনের সওয়াব, হজ পালনের সমান। আল্লাহর রহমত লাভের জন্য এই পবিত্র মাসে উমরা পালন করুন🌙✨"

"রমজান হলো আল্লাহর রহমত ও বরকতের মাস। আমরা জানি যে,তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার একমাত্র মাধ্যম এবং রমজান হলো সেই মাস,...
02/03/2025

"রমজান হলো আল্লাহর রহমত ও বরকতের মাস। আমরা জানি যে,তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার একমাত্র মাধ্যম এবং রমজান হলো সেই মাস, যখন আমাদের তওবার দরজা খোলা থাকে। চলুন এই পবিত্র মাসে তওবা করে নিজেদের মন, প্রাণ ও আত্মা পরিশুদ্ধ করি, এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করি। 🌙✨
⚡এই চেকলিস্টে যে কাজগুলো দেওয়া হয়েছে, সেগুলোতে মনোযোগী হয়ে চলবো এবং আমরা একে অপরকে সহযোগিতা করবো **In-sha-allah**

...........Islamic Quote..........
28/02/2025

...........Islamic Quote..........

28/02/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং এই দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে। আর কিয়ামত সংঘটিত হবে শুক্রবারেই।"

(সহিহ মুসলিম ৮৫৪)।।।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করে, তারপর সকালে মসজিদে গিয়ে খুতবা শোনে ও চুপচাপ থাকে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করা হয়।"

(সহিহ বুখারী ৮৮৩, সহিহ মুসলিম ৮৫৭)

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

27/02/2025

........" কোন কাজগুলো সর্বোওম???
- মানুষের মনে খুশির সৃষ্টি করা ,
- ক্ষুধার্তকে খাবার দেয়া,
- পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা,
- দুঃখীদের দুঃখকে হাল্কা করা,
- এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা" (বুখারী) ❤️❤️❤️

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tariq al-Haqq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category