Somoy সংবাদ

Somoy সংবাদ We are here to make you believe that authentic journalism exists.

ব্রেকিং নিউজ..................নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।শেল...
13/09/2025

ব্রেকিং নিউজ..................
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
শেল্টারদাতাদের খুঁজে বের করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি এলাকাবাসীর....................................................................
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মুড়াপাড়া ইউনিয়নের আরশু মিয়ার ছেলে রাসেল (৩২), ব্রাহ্মণগাঁওয়ের মনির হোসেনের ছেলে রাজন মিয়া (৩০) এবং শাওন মিয়া (২৮)।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তলের গুলি, একটি শর্টগানের গুলি, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।
এলাকার স্থানীয় সচেতন মহল বলছে, এই গ্রেপ্তারই প্রমাণ করে রূপগঞ্জে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে।
কিন্তু এদের শুধু আটক করলেই হবে না— কারা এদের শেল্টার দিচ্ছে, কোথা থেকে এই মাদকগুলো আসছে এবং কার কাছে পৌঁছাতে যাচ্ছিল— তা উদঘাটন করা জরুরি।
তাদের দাবি, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের নাম প্রকাশ পাবে।
বিশেষ করে এদের ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো ট্র্যাক করলে বড় ডিলার এবং গডফাদারদের শনাক্ত করা সম্ভব হবে।
এলাকাবাসী অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শুধু নিচের স্তরের সন্ত্রাসী বা মাদক কারবারিদের গ্রেপ্তার নয়, বরং তাদের আশ্রয়দাতা ও মূল সরবরাহকারী সিন্ডিকেটকেও আইনের আওতায় আনতে হবে।
তাহলেই প্রকৃত অর্থে রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলা মাদক ও সন্ত্রাসমুক্ত হবে।

মোটরসাইকেল গ্যারেজ থেকে বোরকা পড়ে পালানোর পরিকল্পনা করা কালিন  ইভন হ'ত্যা'র মূল আ'সা'মি সাইফুল ওরফে পাগ'লা সাইফুল আ'টক ....
10/09/2025

মোটরসাইকেল গ্যারেজ থেকে বোরকা পড়ে পালানোর পরিকল্পনা করা কালিন ইভন হ'ত্যা'র মূল আ'সা'মি সাইফুল ওরফে পাগ'লা সাইফুল আ'টক ......
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার ও আজমেরী ওসমানে আস্থাভাজন নাহিয়ান আজম ইভন হত্যার প্রধান আসামী, পাগলা সাইফুলকে ৮ এ সেপ্টেম্বর সোমবার ফতুল্লা থানাধীন অক্ট অফিস সংলগ্ন সাদেকের মোটরসাইকেল গ্যারেজ থেকে গ্রেফতার করেছে র‍্যাব -১১ সি পি সি -1 এর একটি টিম। জানা জায়, পাগলা সাইফুলের এক সহোযোগি জয় সেই গ্যারেজের মাত্র ৪০ মিটার দূরে একটি পিকআপ এনে রাখে এবং সেখানে একটি লাল রং এর বোরকা রেখে দেয় পাগলা সাইফুলের জন্য। এর মধ্যে পাগলা সাইফুল সাদেকের গ্যারেজের ভিতরে একটি পর্দা টানানো জায়গায় অবস্থান নেয়, সেই সময় রেব এর একজন সিভিলে সেখানে গিয়ে তাকে আটক করে,সেই সাথে থামিয়ে রাখা পিকআপ ডাইভার জয়কেও আটক করা হয়। আটক কালে পাগলা সাইফুলের সাথে বেশ দস্তাদস্তি হয় রেব এর। এক পর্যায়ে তাকে হেন্ড কাপ পরাতে সক্ষম হয় রেব। এর পরেই সেইখানে ফতুল্লা থানার পুলিশ সিভিলে ঘটনা স্থানে উপস্থিত হয়,এবং পরিশেষে রেব এবং ফতুল্লা থানা পুলিশ মিলে তাকে থানায় নিয়ে যায়। তবে পাগলা সাইফুলের আটক হওয়া বিষয়টি নিশ্চিত করলেও পিক আপ ডাইভার জয় আটকের বিষয়টি কোথাও জানানো হয়নি। এই বিসয়ে খ সার্কেল কে মুঠ ফোনে কল করলে তিনি ফোনটি রিসিভ করে নি।
অপর দিকে সাইফুলকে আটক করার পর পরই একটি হত্যা মামলা করেন ইভনের পরিবার,এসময় সাইফুলকে পুলিশি জিগ্যাসাবাদে উঠে এসেছে অনেকের নাম বিষয়টি জানিয়েছে ইভনের পরিবার। ইতিমধ্যেই ইভন হত্যার আরেক আসামি মোঃ টুটুলকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। অন্য দিকে ইভন হত্যায় এলকাজুড়ে আতংক বিরাজমান।
(৭ সেপ্টেম্বর) রোববার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের পাশে সাইফুল ওরফে পাগলা সাইফুল ও তার তিন সহোদর মিলে ইভনের মটর সাইকেল গতিরোধ করে মটর সাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়, ততখানিক ইভনকে নিয়ে সকলে ব্যস্ত থাকায়, পরবর্তিতে তার ব্যবহিত মরট সাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় দূর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপরুক্ত ঘটনার বিবরণে সেই গ্যারেজ মালিক সাদেক বলেন রেব এর একটি লোক জয়কে নিয়ে এসে প্রথমে গ্যারেজে এসেই আমাকে নাম জিগ্যেস কর

পাঠানতলীতে গার্মেন্টস শ্রমিকদের আতঙ্ক, ছিনতাইকারী ইস্তি গ্রেপ্তারহীননারায়ণগঞ্জের পাঠানতলীতে গার্মেন্টস শ্রমিকদের জীবন ও...
10/09/2025

পাঠানতলীতে গার্মেন্টস শ্রমিকদের আতঙ্ক, ছিনতাইকারী ইস্তি গ্রেপ্তারহীন

নারায়ণগঞ্জের পাঠানতলীতে গার্মেন্টস শ্রমিকদের জীবন ও নিরাপত্তা আজ বড়ই শঙ্কার মুখে। এলাকায় ইস্তি নামে এক বখাটে যুবকের দৌরাত্ম্যে প্রতিদিনই শ্রমিকরা ভয় ও আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন। ছিনতাই, ডাকাতি—কোনোটাই বাদ নেই তার তালিকায়।

স্থানীয়দের অভিযোগ, ইস্তি প্রায় প্রতিদিন রাতের শিফট শেষে বাড়ি ফেরা গার্মেন্টস শ্রমিকদের টার্গেট করে। টাকা-পয়সা, মোবাইল ফোন থেকে শুরু করে হাতে থাকা খাবারের টিফিন পর্যন্ত ছিনিয়ে নেয় সে। অনেক সময় ভয় দেখিয়ে মারধরও করে থাকে।

এক ভুক্তভোগী শ্রমিক কণ্ঠ রুদ্ধ করে বলেন, “দিনভর রক্ত-ঘাম ঝরিয়ে কাজ করি। বাসায় ফিরতে গিয়ে আবার সব লুট হয়ে যায়। আমরা কোথায় যাব?”

এলাকার সাধারণ মানুষ বলছেন, ইস্তির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও সে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।

স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, অতীতে আওয়ামী লীগের স্থানীয় সেলটার আশ্রয়ে ইস্তি ছিনতাই, ডাকাতি এমনকি মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েছিল। রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা দাবি তুলেছেন, দ্রুত এই বখাটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে পাঠানতলীর পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠবে। গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি

09/09/2025

শীর্ষ সন্ত্রাসী মাসুদ ও শীর্ষ নৌ ডাকাত আক্তার গ্রেফতার।র‍্যাব-১১ সোনারগাঁ থেকে আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুট...

নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামী রিয়াজ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২টি ডাকাতি...
02/09/2025

নলছিটিতে পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডাকাতি মামলার আসামী রিয়াজ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে ২টি ডাকাতিসহ মোট ৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আবারো প্রকাশ্যে খুনি সুব্রত সাহা !!!এখন সব সময় টানবাজার শাহাপাড়া কালিবাজার 2 নম্বর রেলগেটে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে!!!...
02/09/2025

আবারো প্রকাশ্যে খুনি সুব্রত সাহা !!!
এখন সব সময় টানবাজার শাহাপাড়া কালিবাজার 2 নম্বর রেলগেটে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে!!!
সুব্রত কুমার সাহা আওয়ামী লীগের দোসর ছিলো আওয়ামীলীগের নাম ভাঙিয়ে টান বাজারে বিভিন্ন অপকর্ম করে বেরিয়েছে এবং টান বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা চাঁদা আদায় করেছে । সে ১৫ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের পদ্মপ্লাজায় তিনটি ফ্ল্যাট জোর করে দখল করেছে এবং বিভিন্ন ফ্ল্যাট মালিক কে সেই বিল্ডিং থেকে জোরপূর্বক বের করে দিয়েছে ।ক্ষমতার জোরে সে এসব কাজ করেছে।সে ইয়ান মার্চেন্ট এর গ্রেফতারকৃত সভাপতি লিটন সাহার সাথে মিলেও ইয়ান- মার্চেন্ট থেকে ও অনেক টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছে। এই সুব্রত সাহা ছাত্র জনতার উপর জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়েছে এবং বোমা নিক্ষেপ করেছে। সে টানবাজার,সরোয়ারদী সড়ক,বঙ্গবন্ধু সড়ক ,২ নম্বর রেলগেটের ছাত্র-জনতার ওপর বিভিন্নভাবে হামলা করেছে এটা নারায়ণগঞ্জবাসী সবাই দেখেছে ।সে এখনো নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির মধ্যে অবৈধভাবে পদ দখল করে বসে আছে। আওয়ামী লীগের ক্ষমতার বলে সে ফলপট্টি,দীগু বাজার,টান বাজারে বিভিন্ন দোকানে অবৈধ কসমেটিক এবং নকল কসমেটিক্ সরবরাহ করতো দোকানদাররা তার এই সকল নকল কসমেটিক নিতে না চাইলে সে বিভিন্নভাবে হুমকি দিতো এবং এখনো দেয়। জুলাই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যায় এবং এরপর এই সুব্রত সাহা তার নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির পদের বলে টানবাজারের বিভিন্ন হিন্দুদের রাস্তায় নামাতে বাধ্য করে ইউনুস সরকারকে বেকায়দায় ফেলার জন্য। বীর দর্পে সে আবার এগুলো তার ফেসবুকে পোস্ট করেছে এইসব ছবিগুলা নিন্মে দেওয়া হল ।এখনো এই সুব্রত সাহা টানবাজার তথা সারা নারায়ণগঞ্জ শহরের বীর দর্পে চলাফেরা করছে এবং তার সকল অবৈধ ব্যবসা-বাণিজ্য সম্পন্ন করে যাচ্ছে কিন্তু প্রশাসন তাকে গ্রেফতার করছে না।সে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শহরে অনেক অত্যাচার করেছে এবং অবৈধ অনেক টাকা কামিয়েছে ।
আশা করি প্রশাসন তাকে খুব দ্রুত গ্রেফতার করবে এবং টানবাজার সহ সারা নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি দান করে।

না'গঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং; প্রশাসনের হস্তক্ষেপ দাবীনিজস্ব সংবাদদাতা: বিভিন্ন ...
01/09/2025

না'গঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং; প্রশাসনের হস্তক্ষেপ দাবী
নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন পত্রিকার কার্ড ব্যবহার করে সাংবাদিক পরিচয়ের অন্তরালে নারায়ণগঞ্জে অপরাধীদের স্বর্গরাজ্য গড়ে তুলেছে বাবুরাইল তাঁতি পাড়া এলাকার সিরাজুল হক'র ছেলে সেলিম আহমেদ ডালিম। তার অপরাধ জগতের মূল শেল্টারদাতা ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এড. আলী আকবর। এই অপরাধী চক্রের অপরাধমূলক কাজের প্রতিবাদ করলে অথবা স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলেই মিথ্যা মামলায় হয়রানি করা হয়। এই চক্রে রয়েছে নারায়ণগঞ্জ জজ কোর্টের আরও কয়েকজন অসৎ আইনজীবী ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা। ডালিম ও তার সঙ্গীয় শিরিন গংদের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগীদের মধ্য থেকে এমনটাই অভিযোগ উঠে এসেছে।
শহরের পাইকপাড়া দেওয়ান বাড়ির মৃত সোলেমান দেওয়ানের ছেলে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মনির হোসেন দেওয়ান (৭০) অভিযোগের সুরে বলেন- বর্তমানে আমার সন্তান তামান্না দেওয়ান দোলা (২৭) একজন বখে যাওয়া, বিপথগামী নারী। আমরা তাকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করাই এবং আনুষ্ঠানিকভাবে বিয়ে দেই। সেই সংসারে তার তাশফিয়া (১০) নামে একটি কন্যা সন্তান রয়েছে। সব কিছুই ভাল চলছিল। আমার এই কন্যাসন্তান ছিল অন্যান্য সন্তানদের মতই অত্যন্ত নম্র, ভদ্র, নামাজি ও অত্যন্ত ভাল মানুষ। কিন্তু গত ৪ বছর আগে ২০২১ সালে হঠাৎ হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে খানপুরের মোঃ আলীর বখে যাওয়া কন্যাসন্তান আসমা খাতুন শিরিনের সাথে মাত্র ২ মাসের পরিচয়ের সূত্র ধরে দোলা'র মাঝে ব্যাপক আচরণগত পরিবর্তন লক্ষ্য করি। আমরা তখন স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য ও খানপুরের পোলস্টার ক্লাব কতৃপক্ষ সহ স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানতে পারি, ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা এই দর্জি শিরিন নামের মেয়েটি একজন সমকামি।
এছাড়াও দেহ ব্যবসা, মাদক বিক্রি সহ নানা ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজের সাথে জড়িত। এবিষয়ে আমি আমার কন্যা সন্তানকে সতর্ক করলে, উল্টো সে ওই শিরিনের প্ররোচনায় তার স্বামী-সন্তান ও আমাদের সবাইকে ত্যাগ করে শিরিনের সাথে গিয়ে বসবাস করতে শুরু করে। এবং অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে যায়। তার সঙ্গ হতে ফিরিয়ে আনতে বিগত ৭/৯/২০২১ইং ও ৯/৯/২০২১ইং তারিখে মেয়ের স্বামী মিজানুর রহমান ও আমি নিজে বাদি হয়ে ফতুল্লা থানায় পৃথক ২টি লিখিত অভিযোগ করি।

01/09/2025

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতি‌বেদক) : আওয়ামীলী‌গের নি‌ষিদ্ধ ঘো‌ষিত কার্য‌্যক্রম‌কে স‌ক্রিয়...

পাঠানটুলী আইলপাড়ার ফিটিংবাজ হিঙ্গাইল্যা জাকিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীস্টাফ রিপোর্টার ঃ সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের ...
01/09/2025

পাঠানটুলী আইলপাড়ার ফিটিংবাজ হিঙ্গাইল্যা
জাকিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
স্টাফ রিপোর্টার ঃ সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের ৮নং ওয়ার্ডে বিএনপির ছত্রছায়ায় ফিটিংবাজ হিঙ্গাইল্যা জাকিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পাঠানটুলী আইলপাড়া এলাকার জনসাধারণ। অথচ বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশের নিবর ভূমিকায় এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায় পুরতন আইলপাড়া এলাকার হিঙ্গাইল্যা জাকির দুর্ধর্ষ কিলার দেলোয়ার হোসেন দেলুর মামা। আর ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য বলে এলাকায় গ্যাস, পানি, নতুন বাড়িঘর নির্মাণ ও বেচাকেনাসহ সব কিছুতে হিঙ্গাইল্যা জাকির আগ বাড়িয়ে চাঁদাদাবি করে জনসাধারণকে নানা ভাবে হয়রানী করছে। ওয়ার্ড বিএনপির সভাপতি বিএইচ বাবুলের আসকারায় এবং আশ্রয় প্রশ্রয়ে কাউকেই মানছে না এই ফিটিংবাজ জাকির। জাকিরের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। "কি খবর তোমার" নামে সম্প্রতি তার ভাগিনা দেলুর ফেক আইডি থেকে মামার বিরুদ্ধেই একটি ঘটনা তুলে ধরে। এছাড়াও জাকির আওয়ামী সরকারের আমলে স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতাদের কাছ থেকে নিয়েছেন বিশেষ সুবিধা। বিগত আওয়ামী সময়ে স্থানীয় ক্যাডারদের ছত্রছায়ায় থেকেও করেছে অন্যায় অত্যাচার। পাঠানটুরী মোড়ে অসহায়ের মতো অসুস্থতার ভান ধরে দীর্ঘদিন বসে থাকতো আর আওয়ামী নেতাকর্মী এবং ক্যাডারদের কাছ থেকে নিতো সুযোগ সুবিধা। সরকারের পালাবদলের সাথে সাথে বর্তমানে জাকির একমূর্তিমান আতংকের নাম। স্থানীয় দোকানে খেয়ে দেয়ে টাকা পয়সাতো দেয়ইনা বরং দোকানদারদের মারধর করারও চেষ্টা করে এবং হুমকী ধামকী দিয়ে হয়রানী করছে বলেও অভিযোগ রয়েছে। প্রকাশ্যেই পাঠানটুলী মোড়ে জামালের হাড়িপাতিলের দোকানে নিয়মিত আড্ডা দিয়ে বিভিন্ন মানুষকে টিটকারী মারে এবং সাগরের চায়ের দোকানে বসে পরিকল্পনা করে টার্গেট ভিত্তিক মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য বাহিনীর সদস্যদের লেলিয়ে দেয়। জাকিরের রয়েছে একটি ছেচরা গ্রুপ। এই গ্রুপ এলাকায় ভেজাল সৃষ্টিসহ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাছাড়া মাদক বিক্রির সাথেও হিঙ্গাইল্যা জাকির ও তার কিশোর গ্যাং গ্রুপ ওতোপ্রতোভাবে জড়িত রয়েছে বলে জানা গেছে। এদিকে হিঙ্গাইল্যা জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়ার্ড বিএনপি সভাপতি ডিএইচ বাবুল ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবের সহ পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

27/08/2025

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share