 
                                                                                                    13/09/2025
                                            ব্রেকিং নিউজ..................
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
শেল্টারদাতাদের খুঁজে বের করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি এলাকাবাসীর....................................................................
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মুড়াপাড়া ইউনিয়নের আরশু মিয়ার ছেলে রাসেল (৩২), ব্রাহ্মণগাঁওয়ের মনির হোসেনের ছেলে রাজন মিয়া (৩০) এবং শাওন মিয়া (২৮)।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তলের গুলি, একটি শর্টগানের গুলি, ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।
এলাকার স্থানীয় সচেতন মহল বলছে, এই গ্রেপ্তারই প্রমাণ করে রূপগঞ্জে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে।
কিন্তু এদের শুধু আটক করলেই হবে না— কারা এদের শেল্টার দিচ্ছে, কোথা থেকে এই মাদকগুলো আসছে এবং কার কাছে পৌঁছাতে যাচ্ছিল— তা উদঘাটন করা জরুরি।
তাদের দাবি, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের নাম প্রকাশ পাবে।
বিশেষ করে এদের ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো ট্র্যাক করলে বড় ডিলার এবং গডফাদারদের শনাক্ত করা সম্ভব হবে।
এলাকাবাসী অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শুধু নিচের স্তরের সন্ত্রাসী বা মাদক কারবারিদের গ্রেপ্তার নয়, বরং তাদের আশ্রয়দাতা ও মূল সরবরাহকারী সিন্ডিকেটকেও আইনের আওতায় আনতে হবে।
তাহলেই প্রকৃত অর্থে রূপগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জ জেলা মাদক ও সন্ত্রাসমুক্ত হবে।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  