kamol roy89

kamol roy89 People in the welfare of people

আমি কাজ করে যাই, নিঃশব্দে, নীরবে,নিজের সঙ্গে প্রতিযোগিতায়।যদি ফল আসে-ভালো না এলে, তাও ভালো।কারণ আমার শান্তি কাজেই।
06/07/2025

আমি কাজ করে যাই, নিঃশব্দে, নীরবে,
নিজের সঙ্গে প্রতিযোগিতায়।
যদি ফল আসে-ভালো না এলে, তাও ভালো।
কারণ আমার শান্তি কাজেই।

28/06/2025

অনেক সময় কিছু মানুষ সম্পর্কের গভীরতা, অনুভূতির দাম, বা অন্যের প্রতি সম্মান বোঝে না। তারা নিজের মতো আচরণ করে, এবং যারা সত্যি আন্তরিকভাবে ভালোবাসে বা গুরুত্ব দেয়, তারাই বেশি আঘাত পায়।

মাঝরাতে যখন ঘুম আসে ধীরে,চাঁদের আলো ঝলমল করে নিভৃতে।তারাদের গুণগুণে নীরবতা বাজে,স্বপ্নেরা নেমে আসে স্নিগ্ধ ভাজে।নিঃশব্দে...
27/06/2025

মাঝরাতে যখন ঘুম আসে ধীরে,
চাঁদের আলো ঝলমল করে নিভৃতে।
তারাদের গুণগুণে নীরবতা বাজে,
স্বপ্নেরা নেমে আসে স্নিগ্ধ ভাজে।

নিঃশব্দে যেন মায়া বয়ে চলে,
রাতের কোলে মন গভীর হয়ে যায়।
মধ্যরাতের এই নিস্তব্ধ আঁধারে,
শান্তির খোঁজে হারায় স্বপ্নের গভীরে।
🩷শুভ রাত্রি😍

24/06/2025

১২ দিনব্যাপী ইরান ও ইসরাইলের যুদ্ধ সাময়িক বিরতিতে স্বাগতম জানাই।
আমরা বিশ্বের প্রতিটি দেশ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে যুদ্ধ নয়, শান্তি চাই।

21/06/2025

কখনই কাউকে দুর্বল ভাবতে নেই।
ইরান এভাবে ঘুরে আক্রমণাক্ত রূপ নেবে এটা আন্তর্জাতিক মহলের অজানা ছিল।
নিষেধাজ্ঞা দিয়েও রণ কৌশল থামাতে পারেনি ইরানের।

20/06/2025

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়তে পারে তেলের সংকট। প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর।
তাই অপচয় এড়িয়ে চলুন।
শুভ রাত্রি

স্বপ্ন কে না দেখে?মানুষ স্বপ্ন আঁকড়ে ধরেই বাঁচে।
20/06/2025

স্বপ্ন কে না দেখে?
মানুষ স্বপ্ন আঁকড়ে ধরেই বাঁচে।

20/06/2025

এই রোদ এই বৃষ্টি
পৃথিবী সুন্দর্যের লীলাভূমি।

কর্ম নিয়ে ছোট করে দেখ না,আমার কর্ম আমার কাছে মূল্যবান।আজ আমি যত টুকু সাফল্য,তারচেয়ে বেশি জমা রয়েছে স্বপ্ন ভাঙ্গার গল্প। ...
19/06/2025

কর্ম নিয়ে ছোট করে দেখ না,আমার কর্ম আমার কাছে মূল্যবান।
আজ আমি যত টুকু সাফল্য,তারচেয়ে বেশি জমা রয়েছে স্বপ্ন ভাঙ্গার গল্প।
#স্বপ্ন

14/06/2025

সোজা কথা বললে বোকা
চুপচাপ থাকলে বোবা,
উচিত কথা বললে আমি স্বার্থপর
আসলে আমি করি কার ঘর।
(শুভ সকাল)

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when kamol roy89 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share