Hm Mahdi Bin Shah alom

  • Home
  • Hm Mahdi Bin Shah alom

Hm Mahdi Bin Shah alom narayanganj Bangladesh
যোগাযোগ 01612638154

09/07/2025
09/07/2025


মাহদী বিন শাহ আলম

24/06/2025

কন্যা সন্তান

18/06/2025

13/06/2025

কুচিয়ামোড়া বাইতুল নূর স্ট্যান্ড জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ আবুল কাশেম সাহেব
সসম্মানে বিদায় নিচ্ছেন

শ্রদ্ধেয় হাফেজ আবুল কাশেম সাহেব দীর্ঘ ৪৫ বছর যাবত বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলার ১ নম্বর ওয়ার্ড, ধামঘর ইউনিয়নের কুচিয়ামোড়া বাইতুল নূর স্ট্যান্ড জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন পরহেজগার, বিনয়ী ও মানুষের আপনজন ছিলেন। সমাজের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধার কারণেই এত দীর্ঘ সময় ধরে তিনি এই মহান দায়িত্ব পালন করে আসতে পেরেছেন।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—
আল্লাহ তাআলা তাকে সুস্থতা, নেক হায়াত ও আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

📅 বিদায়ের দিন: ১৩ জুন ২০২৫, শুক্রবার
🕌 জুমা মোবারক
এই জুমার দিনে সকলের প্রতি অনুরোধ, দয়া করে ইমাম সাহেবের জন্য বিশেষ দোয়া করবেন।

ফি আমানিল্লাহ
সকলকে আন্তরিক ধন্যবাদ।

07/06/2025

বয়ান চলাকালীন সময় আকাশ অন্ধকার হয়ে গেল ভিডিওতে দেখি ক্যামেরা আমাকে চিনতে পারেনি

আর কত এভাবে
06/06/2025

আর কত এভাবে

06/06/2025

এত অল্প সময় এত মাসআলা
অজানা সব প্রশ্ন ২০ মিনিট সমাধান
#কোরবানীর

06/06/2025

২০ মিনিটে কুরবানীর সংক্রান্ত আশিটি মাসআলা জানুন

নারী রোগীদের চিকিৎসায় নারীত্বের মর্যাদা রক্ষার দাবিআমরা পরিবারে মা, বোন, স্ত্রী ও কন্যাদের ইজ্জত-আবরুকে যেমনভাবে রক্ষা ...
06/06/2025

নারী রোগীদের চিকিৎসায় নারীত্বের মর্যাদা রক্ষার দাবি

আমরা পরিবারে মা, বোন, স্ত্রী ও কন্যাদের ইজ্জত-আবরুকে যেমনভাবে রক্ষা করি, তেমনি চিকিৎসার ক্ষেত্রেও তাঁদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার প্রতি আমাদের আরও বেশি সচেতন থাকা উচিত। অথচ বাস্তব চিত্র ভিন্ন। বর্তমানে অনেক সরকারি-বেসরকারি হাসপাতালে দেখা যায়, নারী রোগীদের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল চিকিৎসা—যেমন ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি বা গাইনোকলজিক্যাল পরীক্ষা পুরুষ চিকিৎসকদের দ্বারা করানো হচ্ছে, যা একজন নারীর জন্য মানসিকভাবে অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক।

বিশেষ করে ডেলিভারির সময় একজন নারীর সবচেয়ে গোপন ও সংবেদনশীল অঙ্গে পুরুষ চিকিৎসকের স্পর্শ তাদের আত্মমর্যাদাকে ভীষণভাবে আঘাত করে। ধর্মীয়, সামাজিক এবং নৈতিক দিক থেকে এটি একটান্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য।

এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন জরুরি। আমরা দাবি জানাচ্ছি—সব হাসপাতাল ও ক্লিনিকে নারী রোগীদের জন্য নারী চিকিৎসক ও নার্স নির্ধারিত করা হোক। বিশেষ করে গাইনোকলজি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, মাতৃত্বকালীন সেবা এবং অন্যান্য স্পর্শকাতর বিভাগগুলোতে নারী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা বাধ্যতামূলক করা হোক। পাশাপাশি নারীদের মেডিকেলে অধ্যয়ন ও প্রশিক্ষণের সুযোগ আরও প্রসারিত করতে হবে, যাতে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক নারী চিকিৎসক ও বিশেষজ্ঞ তৈরি হয়।

এটি কেবল একটি ধর্মীয় বা সামাজিক দাবি নয়—এটি নারীত্বের মর্যাদা রক্ষার মানবিক ও ন্যায়সঙ্গত আহ্বান। আসুন, আমরা সবাই এই বিষয়ে সচেতন হই, দায়িত্বশীল হই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।

নারীর মর্যাদা রক্ষায় সমাজের প্রতিটি স্তরে আমাদের সম্মিলিত উদ্যোগই হতে পারে প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি।

🔴 নতুন টাকার ডিজাইন দেখে যা মনে হলো...নতুন টাকাগুলো দেখেই মন খারাপ হয়ে গেল। দেখতে যেনো লটারি টিকিট! এত রং, এত বিশৃঙ্খলা...
04/06/2025

🔴 নতুন টাকার ডিজাইন দেখে যা মনে হলো...

নতুন টাকাগুলো দেখেই মন খারাপ হয়ে গেল। দেখতে যেনো লটারি টিকিট! এত রং, এত বিশৃঙ্খলা—একটুও আমাদের দেশের মতো মনে হয় না।

আগে দুই টাকার নোটে ছিল দোয়েল পাখি, কত সুন্দর আর মায়া ভরা ছিল সেটা। এখন সেটাকে এমনভাবে বদলে দেওয়া হয়েছে, দেখে মনেই হয় না এটা বাংলাদেশি টাকা।

আর মসজিদের ছবি কেটে তার জায়গায় মন্দিরের ছবি দেওয়া হয়েছে—যেটা দেখে প্রশ্ন জাগে, দেশের এই পরিবর্তনটা কি ভেবেচিন্তে করা? আমাদের দেশে তো অনেক ঐতিহাসিক ও সংস্কৃতিমূলক স্থান আছে যেগুলো ধর্ম-নির্বিশেষে সবার পরিচয় বহন করে। সেগুলোর বদলে এমন স্পর্শকাতর পরিবর্তন কেন?

টাকা শুধু লেনদেনের মাধ্যম নয়, এটা জাতীয় পরিচয়ের একটা প্রতীক। সেখানে যদি এই ধরনের পরিবর্তন বিভ্রান্তি তৈরি করে, তাহলে সেটার প্রভাব পড়ে মানুষের মনেও।

আমরা চাই, টাকা হোক দেশের সৌন্দর্য আর ভালোবাসার প্রতিচ্ছবি—বিভ্রান্তি বা বিতর্কের নয়।

🔍 নতুন ২০ টাকার নোট নিয়ে আপনার মতামত চাই🚨 সম্প্রতি একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে—নতুন ২০ টাকার নোট কেউ কেউ গ্রহণ করত...
04/06/2025

🔍 নতুন ২০ টাকার নোট নিয়ে আপনার মতামত চাই
🚨 সম্প্রতি একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে—নতুন ২০ টাকার নোট কেউ কেউ গ্রহণ করতে চাইছেন না। কেউ বলছেন:

❌ “এই নোট কোথাও নিবেন না”
❌ “কেউ দিলে বলবেন, চেঞ্জ করে দিন”
❌ “দান দেবেন না, মসজিদেও না”
❌ “বাজারে না চললে এমনিতেই এটা বাতিল হয়ে যাবে”

🤔 এসব কথা শুনে অনেকেই দ্বিধায় পড়েছেন। তাই ভাবলাম, আসুন সবাই মিলে আলোচনা করি—

📌 এই নোট আমরা গ্রহণ করবো? না বর্জন করবো?
📌 বাংলাদেশ ব্যাংক কি এ নিয়ে কিছু বলেছে?
📌 আমরা সাধারণ মানুষ হিসেবে কী করবো?

✅ বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া জরুরি।
🗣️ তাই আপনার মতামত চাই—আপনি কী ভাবছেন এই বিষয়ে?

👇 কমেন্টে আপনার মতামত দিন।
🔄 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন—তারা কী ভাবছে জানুন।

#নতুন২০টাকা #মতামতচাই #সচেতনআলোচনা #নোটবিষয়কপ্রশ্ন #বাংলাদেশব্যাংক

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm Mahdi Bin Shah alom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share