Mofazzal Diary

Mofazzal Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mofazzal Diary, Digital creator, Narayanganj.

Mofazzal Diary আমরা সব সময় প্রস্তুত থাকি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের যেকোনো মতামত কমেন্ট বক্স এ জানাতে পারেন, আপনাদের মতামতের বিত্তিতে আমরা সর্বদায় আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত থাকি

আহ আর আমাদের কত প্লান জীবন নিয়ে
28/08/2025

আহ আর আমাদের কত প্লান জীবন নিয়ে

26/08/2025

নিজেকে সময় দেন...!
আপনি পৃথিবীতে দ্বিতীয়বার 'জন্ম' নিবেন না।❤️

24/08/2025

প্রেমিকের চোখে
তার প্রেমিকা কখনো বিবাহিত হয় না।

সেই পুরনো ভালবাসার মানুষ টাই থেকে যায়।

21/08/2025

🔴 লোন: যে ঋণ নয়, বরং জীবনের বিষ!অনেকেই ভেবেচিন্তে ফিনানশিয়াল ইন্সটিটিউট বা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। উদ্দেশ্য থাকে বিজ...
21/08/2025

🔴 লোন: যে ঋণ নয়, বরং জীবনের বিষ!
অনেকেই ভেবেচিন্তে ফিনানশিয়াল ইন্সটিটিউট বা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। উদ্দেশ্য থাকে বিজনেস দাঁড় করানো, বাড়ি তৈরি, গাড়ি কেনা, বা অন্য কিছু। তবে একটা কথা মাথায় রাখুন—লোন মানেই শুধু টাকা ধার নয়, বরং প্রতিমাসে সুদের জ্বালায় নিঃশেষ হওয়ার শুরু!

❗ একটি উদাহরণ চিন্তা করুনঃ
ধরা যাক, আপনি ২৫ লাখ টাকার লোন নিলেন ৫ বছরের জন্য, ইন্টারেস্ট রেট ১৪.৪৯%।
EMI (প্রতিমাসের কিস্তি) দাঁড়াল প্রায় ৫৫,৫০০ টাকা।
মানে বছরে প্রায় ৬,৬৬,০০০ টাকা।

🔍 এখন আপনি ভাবলেন, “ঠিক আছে, আমি বছরে প্রায় ৬.৬ লাখ দিচ্ছি, নিশ্চয়ই অন্তত ৫ লাখ তো প্রিন্সিপালে যাচ্ছে, আর ১.৫ লাখ ইন্টারেস্টে।”
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন!

প্রথম বছরে আপনি এই ৬.৬ লাখ টাকা দিলেও আপনার মূল লোন কমে এসেছে মাত্র ৩-৩.৫ লাখ টাকার মতো।
বাকি ৩ লাখ বা তার বেশি টাকা কেটে নিয়েছে ‘সুদ’ নামে শোষণব্যবস্থা!

🤯 তখন মনে হবে, “ইন্টারেস্ট তো ১৪.৪৯% ছিল! তাহলে ৫০%-এর মতো কেটে নিচ্ছে কেন?”

✅ কারণ হলো: এটি "Reducing Balance Loan" বা "Amortized Loan"।
এই সিস্টেমে শুরুতে প্রতি মাসের কিস্তি থেকে বেশি অংশ সুদ হিসেবে কেটে নেয়, আর প্রিন্সিপালের অংশ কম রাখে। সময় যত এগোয়, সুদের অংশ কমতে থাকে, প্রিন্সিপালের অংশ বাড়ে।

📉 কিন্তু আপনি যদি মাঝপথে ইনকাম হারিয়ে ফেলেন, চাকরি যায়, রোগ-অসুস্থতা আসে, ব্যবসা ডুবে যায়—তখনো EMI আপনাকে দিতে হবে। না পারলে...

👉 লোনের ফাঁস হয়ে দাঁড়ায় আপনার পরিবার, সম্পদ, মানসিক শান্তির জন্য এক অভিশাপ।

📌 তাই কী করবেন?
1️⃣ লোন নিতে হলে আগে সম্পূর্ণ EMI Schedule বুঝে নিন।
2️⃣ কবে কবে কত টাকা ইন্টারেস্ট যাচ্ছে এবং কতটা প্রিন্সিপাল যাচ্ছে সেটা জানুন।
3️⃣ চেষ্টা করুন ১-২ বছরের মধ্যে আর্লি সেটেলমেন্টের পরিকল্পনা করতে।
4️⃣ সর্বোপরি, লোন না নিয়েই সামনের দিকে আগানোর চেষ্টা করুন।
কারণ এতে ধনী আরও ধনী হয়, গরীব আরও নিঃস্ব হয়।
সুদভিত্তিক অর্থনীতি হলো নিপীড়নের চরম রূপ—ধনীর গলায় মালা, গরীবের গলায় দড়ি!

---

✅ সতর্ক হোন। সচেতন হোন।
আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার আগামী দশ বছর ছিনিয়ে নিতে পারে।

📢 দয়া করে এই পোস্টটি আপনার পরিবার, বন্ধু, আত্মীয়—সবাইকে শেয়ার করুন। অনেকে হয়তো আজই লোন নিতে যাচ্ছেন, জানেন না এর ভেতরের ভয়াবহতা!

কে কে দেখেছেন এইটা এবং ব্যবহার ও করেছেন।।।
20/08/2025

কে কে দেখেছেন এইটা এবং ব্যবহার ও করেছেন।।।

19/08/2025
আল হামদুলিল্লাহ আজকের টেকপাড়া বড়বাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার। উদ্যোগে আয়োজিত ক্রিকেট ট্যুরনামেন্ট এর বিজয়ি ...
16/08/2025

আল হামদুলিল্লাহ
আজকের টেকপাড়া বড়বাড়ি
তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার।
উদ্যোগে আয়োজিত ক্রিকেট ট্যুরনামেন্ট এর বিজয়ি দল।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন মাদ্রাসায় শিক্ষার্থী, শিক্ষক,ও কমিটি বৃন্দ।
বিজয়ি এবং রানার্সআপ সবার মাঝেই পুরষ্কার বিতরন করা হয়।

13/08/2025

যারা এখনো কক্সবাজার যান নাই।

বালু থাকতেই কক্সবাজার ঘুরে আসুন।
🙂

বই যাদের ন্যাশা।
13/08/2025

বই যাদের ন্যাশা।

❤️❤️
11/08/2025

❤️❤️

Address

Narayanganj

Telephone

+8801515270187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mofazzal Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mofazzal Diary:

Share