21/06/2025
অসম্ভব সুন্দর একটি জায়গা বসন্ত বিলাস
পজিটিভ এবং নেগেটিভ দুটো রিভিউ দেখেছি।
ঠিক ঐভাবেই জিরো এক্সপেক্টেশন নিয়েই যাওয়া।
মূলত পজেটিভ রিভিউ টা আমি দেখেছি Dear Dalia । তখন থেকে যাওয়ার খুব ইচ্ছে ।
কিন্তু তারই মধ্যে ঈদের ছুটিতে অনেক ব্যাড রিভিউ দেখেছি। তারপরও চিন্তা করেছি যাইহোক যেমনই হোক আমরা যাব। সাধারণত ছুটির দিনগুলোতে এমন জায়গাগুলো বা রিসোর্ট গুলোতে জনবল থাকবেই। ছোট রিসোর্ট হিসেবে ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য সুন্দর একটি জায়গা। আমি অবশ্যই আবার যাব এখানে। 🌸
তবে হ্যাঁ তাদের খাবারের সার্ভিস গুলো আরো ভালো করতে হবে। খাবার ভালো ছিল তবে পরিবেশন করতে অনেকটা সময় লেগে গেছে।ওইখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের অবশ্যই এই ব্যাপার তদারকি করতে হবে।
অনেকে অফিসিয়াল প্রোগ্রামের জন্য অনেকটা সময় নিয়ে খাবারের প্লেসে বসে থাকে। তাদের মিটিং অন্যান্য সবকিছু ওই প্লেসটাতেই করে থাকে। এতে করে সাধারন পাবলিক যারা ওইখানে ঘুরতে যায় তাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় ।
অনেকে এমন রিভিউ দিয়েছে যে খাবার একদম জঘন্য ভালো না অনেক কিছু বলেছে তবে না এরকম কিছুই আমার কাছে মনে হয়নি আমরা যে কয়টা আইটেম বা খাবার গুলো নিয়েছি সবগুলোই মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ খাবার ছিল।