18/04/2023
একজন ভদ্রলোক থানায় গিয়েছিলেন ছোট একটা কাজে
ওসি সাহেবের ব্যবহার ভাল লাগায় লোকটি ওসি সাহেবকে বলতেছিলেন-নিশ্চয় আপনি ভদ্রলোকের সন্তান
ওসি সাহেব হেসে বললেন-আপনি কি বিশ্বাস করবেন আমার বাবা একজন নামকরা ডাকাত ছিলেন
লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আপনি পুলিশ হলেন কিভাবে এবং আপনার এত সুন্দর ব্যবহার কি করে হলো
ওসি বললেন-বাবা ডাকাত ছিলেন বলে বাবার জন্য মানুষের চোখে আমি ঘৃণা কাছ থেকে দেখেছি,তাই সব সময় মনে মনে ভাবতাম বড় হয়ে আমি এমন ভালো মানুষ হব যেন আমার ব্যবহারে মানুষ ভুলে যায় আমার বাবা ডাকাত ছিলেন
লোকটি দেখলেন ওসির হাতে একজন আসামির ফাইল আর ঐ আাসামি ঐ থানার বড় মাস্তান
লোকটি থানা থেকে বেড় হতে নিয়ে দেখলেন ঐ মাস্তান জেলের ভিতরে।কৌতুহল নিয়ে লোকটি মাস্তানের সামনে গিয়ে কথা বলা শুরু করলেন, এক পর্যায় মাস্তানকে জিজ্ঞেস করলেন আাপমার বাবা কি করতেন?
মাস্তান বললো-আামার বাবা আর ওসির বাবা একজনই!
বাবা ডাকাত ছিলো,সবাই বাবাকে ভয় পেত,আমার ভালো লাগতো এটা
তাই সব সময় আমি চাইতাম আমি বাবার থেকে বড় ডাকাত হব,মানুষ আামাকে বাবার থেকে বেশি ভয় পাবে তাই আজ আমি এত বড় মাস্তান
এবার লোকটি থানা থেকে বেড় হতে নিয়ে দেখলেন একজন চা ওয়ালা।লোকটি চা খেতে খেতে চা ওয়ালার সাথে আলাপ শুরু করে দিলেন
লোকটি চা ওয়ালা কে জিজ্ঞেস করলেন আাপনি চা বিক্রি করেন কেন?লেখাপড়া করেন নাই?
চা ওয়ালা বললো:আমার শৈশব এতই খারাপ ছিল আমি বেচে থাকার আশাই হারিয়ে ফেলেছি।
দুশ্চিন্তা করতে করতে লেখাপড়া ও হয়নি,স্বপ্ন ও কখনো দেখিনি
লোকটি চা ওয়ালাকে জিজ্ঞেস করলো- আপনার বাবা কি করতেন?
ঐ যে ওসি ও মাস্তান,দুই জন আমার ভাই,আমরা তিন ভাই।আমার বাবা ডাকাত ছিলেন,আমি সবসময়ই ভাবতাম বাবা ডাকাত আমি আর কি করতে পারবো?ছোট বেলা থেকে হতাশা করতে করতে জীবনটাই শেষ করে দিলাম,লেখাপড়া করিনি,কাজও শিখিনি তাই চা বিক্রি করি!!!
একই সিচুয়েশনে তিন রকমের চিন্তা ভাবনা আর তিন রকমের জীবন
হা সত্যি বলছি-আপনার চিন্তা ভাবনা যেমন আপনার ভবিষ্যৎ তেমন
কেউ একমত না হলে কমেন্টে বলুন 🙂