Mokaddesh Chowdhury

Mokaddesh Chowdhury Life is most colourful

18/10/2024

মহান আল্লাহ,সৃষ্টির যতটুকু আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন আমরা ঠিক ততটুকু বুঝতে পারি।
আমার দৃষ্টিতে সময় আল্লাহর সবচেয়ে শক্তিশালী অলৌকিক সৃষ্টি।
সময় বদলে দেয় মানুষের জীবন
যারা সুখের জীবন যাপন করতেছে তারা আল্লাহর কাছে দোয়া করেন - আল্লাহ সময়কে থামিয়ে দেন
যারা কষ্টের জীবন যাপন করতেছে তারা আল্লাহর কাছে দোয়া করেন - আল্লাহ সময়ের স্পীড বাড়িয়ে দেন।
এক সময়ের আপনজন আরেক সময়ের পর হয়ে যায়
এক এক সময় জীবন এক এক রূপ ধারণ করে
কলেজ জীবনে প্রচুর তাস খেলতাম
খেলায় বসে আমরা একটা ডায়লগ দিতাম -সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা
সময়ের ব্যবধানে মানুষের জীবন পুরোপুরি উল্টে যায়
সময় প্রতিনিয়ত সবকিছু বদলে দেয় কিন্তু কোন কিছুই সময়কে বদলাতে পারে না।

30/03/2024

এক খ্রিস্টান দম্পতি গাড়ি নিয়ে ভ্রমনে বের হল....

রাস্তায় আইএস জঙ্গি তাদের গাড়ি থামাল!!!

আইএস জঙ্গি তাদেরকে গাড়ি থেকে টেনে বের করে জিজ্ঞেস করল মুসলমান নাকি ?

খ্রিস্টান ভদ্রলোক বললেন হে!!!

আইএস জঙ্গি একটু ভেবে বলল কোরআনের একটা আয়াত বলতো!!!

খ্রিস্টান ভদ্রলোক চোখ বন্দ করে বাইবেল এর একটা প্যারা বলে ফেলল!!!

জঙ্গি খুশি হয়ে বলল-আলহামদুলিল্লাহ,আপনি যেতে পারেন!!!

গাড়িতে ওঠে খ্রিস্টান ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন-আপনার সাহস অনেক,যদি জঙ্গিরা বুঝে যেত যে এটা কোরআন এর আয়াত না???

খ্রিস্টান ভদ্রলোক জবাব দিলেন -যদি সে আসলেই কোরআন জানত তাহলে সে কখনোই জঙ্গি হত না!!!

31/12/2023

Happy New Year

09/12/2023

🙂

18/08/2023

চলতি পথে শুনতে পাই সময়ের সাথে সাথে পৃথিবী বদলে যায়,জীবনের তাগিদে মানুষকেও পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেকে বদলাতে হয়।

যেমন আামার মা,ওনি এখন স্মার্ট মোবাইল চালান

সময়ের সাথে সাথে আমাদের বাংলাদেশ এবং দেশের মানুষ বদলে গেছে শুধু বদলায়নি সময়!

সময় বদলায়নি?মানে কি?

পৃথিবীতে চলে ২০২৩

আামাদের বাংলাদেশে চলে ১৯৭১,১৯৭৫

18/04/2023

একজন ভদ্রলোক থানায় গিয়েছিলেন ছোট একটা কাজে

ওসি সাহেবের ব্যবহার ভাল লাগায় লোকটি ওসি সাহেবকে বলতেছিলেন-নিশ্চয় আপনি ভদ্রলোকের সন্তান

ওসি সাহেব হেসে বললেন-আপনি কি বিশ্বাস করবেন আমার বাবা একজন নামকরা ডাকাত ছিলেন

লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আপনি পুলিশ হলেন কিভাবে এবং আপনার এত সুন্দর ব্যবহার কি করে হলো

ওসি বললেন-বাবা ডাকাত ছিলেন বলে বাবার জন্য মানুষের চোখে আমি ঘৃণা কাছ থেকে দেখেছি,তাই সব সময় মনে মনে ভাবতাম বড় হয়ে আমি এমন ভালো মানুষ হব যেন আমার ব্যবহারে মানুষ ভুলে যায় আমার বাবা ডাকাত ছিলেন

লোকটি দেখলেন ওসির হাতে একজন আসামির ফাইল আর ঐ আাসামি ঐ থানার বড় মাস্তান

লোকটি থানা থেকে বেড় হতে নিয়ে দেখলেন ঐ মাস্তান জেলের ভিতরে।কৌতুহল নিয়ে লোকটি মাস্তানের সামনে গিয়ে কথা বলা শুরু করলেন, এক পর্যায় মাস্তানকে জিজ্ঞেস করলেন আাপমার বাবা কি করতেন?

মাস্তান বললো-আামার বাবা আর ওসির বাবা একজনই!

বাবা ডাকাত ছিলো,সবাই বাবাকে ভয় পেত,আমার ভালো লাগতো এটা

তাই সব সময় আমি চাইতাম আমি বাবার থেকে বড় ডাকাত হব,মানুষ আামাকে বাবার থেকে বেশি ভয় পাবে তাই আজ আমি এত বড় মাস্তান

এবার লোকটি থানা থেকে বেড় হতে নিয়ে দেখলেন একজন চা ওয়ালা।লোকটি চা খেতে খেতে চা ওয়ালার সাথে আলাপ শুরু করে দিলেন

লোকটি চা ওয়ালা কে জিজ্ঞেস করলেন আাপনি চা বিক্রি করেন কেন?লেখাপড়া করেন নাই?

চা ওয়ালা বললো:আমার শৈশব এতই খারাপ ছিল আমি বেচে থাকার আশাই হারিয়ে ফেলেছি।
দুশ্চিন্তা করতে করতে লেখাপড়া ও হয়নি,স্বপ্ন ও কখনো দেখিনি

লোকটি চা ওয়ালাকে জিজ্ঞেস করলো- আপনার বাবা কি করতেন?

ঐ যে ওসি ও মাস্তান,দুই জন আমার ভাই,আমরা তিন ভাই।আমার বাবা ডাকাত ছিলেন,আমি সবসময়ই ভাবতাম বাবা ডাকাত আমি আর কি করতে পারবো?ছোট বেলা থেকে হতাশা করতে করতে জীবনটাই শেষ করে দিলাম,লেখাপড়া করিনি,কাজও শিখিনি তাই চা বিক্রি করি!!!

একই সিচুয়েশনে তিন রকমের চিন্তা ভাবনা আর তিন রকমের জীবন

হা সত্যি বলছি-আপনার চিন্তা ভাবনা যেমন আপনার ভবিষ্যৎ তেমন

কেউ একমত না হলে কমেন্টে বলুন 🙂

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Mokaddesh Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mokaddesh Chowdhury:

Share