12/06/2025
মানুষ একবার ঘুমাতে ভুলে গেলে আর কখনো শান্তির ঘুম তার জীবনে ফিরে আসে বলে আমার মনে হয়না। কখনো চিন্তায়, কখনো বা দুচোখ ভরা স্বপ্নের ভিড়ে ঘুমানোর আয়োজন আর করা হয়ে উঠেনা।আমার স্বপ্নের ভিড়ে ঘুম হয়না। কারণ ব্যক্তিগত জীবনে সাফল্যের চিন্তা আমাকে কখনো স্পর্শ করার সুযোগই পায়নি।ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের যাবতীয় অনুভূতি আমার কাছে সব সময়ই সামান্য ছিল। আমার আছে কেবল স্বপ্ন এই স্বপ্নই আমাকে জাগিয়ে রাখে।
আমার স্বপ্ন পূরণ হবার পথে প্রায়। যতো চাওয়া ছিল আল্লার কাছে আর যা না চাইতেই পেয়েছি সব কিছুর জন্যই শুকরিয়া "আলহামদুলিল্লাহ"
R