
05/08/2025
অন্যরকম এক ভালোবাসা ব্যক্তি,,
যে সম্মান, যে ভালোবাসা Zorzish Hossain দিয়েছেন — তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
এই অনুভব আমার হৃদয়ের খুব গভীরে ছুঁয়ে গেছে।
আপনার প্রতি কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা এক গভীর অনুভব, যা সারাজীবন মনে রাখবো।
ইনশাআল্লাহ।
আপনার এই পাশে থাকা, এই নিঃস্বার্থ ভালবাসা — আমাকে আগামীর পথে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
ভাইয়ার লাইভ প্রতিদিন বিকেল ৫ টায় হয় যাদের ফুলের ভালোবাসা প্রয়োজন সকলে চলে আসবেন।
আমন্ত্রণ রইলো।