19/08/2025
নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার কি? 🤔
বন্ধুত্ব, প্রেম বা যে কোনো ধরনের সম্পর্ক হোক না কেনো, তাতে উভয়ই পক্ষের ভারসাম্য বজায় থাকাটা জরুরি। অনেক সময় দেখা যায় কেউ একজন সব সময় চেষ্টা করেই যাচ্ছে অন্য দিকে একজন নিজের স্বার্থ হাসিল করতে ব্যাস্ত। এমনটা হবার সম্ভাবনা অনেক বেশি থাকে,যদি সম্পর্কের একজন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়।
নার্সিসিস্টদের অভিনয় এতো নিখুঁত হয় যে, প্রথমে আপনাকে মনে করাবে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এমন ভাবে যত্ন করবে, এমন ভাবে কথা বলবে,যে মনে হবে, এ যেন আপনার স্বপ্নের মানুষ। কিন্তু আস্তে আস্তে আপনি টের পাবেন এটা ভালোবাসা নয়, এটা একধরনের মানসিক শোষণ।
তারা আপনার হাসি,কান্না, কষ্ট সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবে। আপনার অনুভূতিকে তুচ্ছ করে দিবে। কষ্ট প্রকাশ করলে বলবে আপনি বাড়িয়ে বলছেন বা ড্রামা করছেন। অথচ তাদের সামান্য কষ্টও উপেক্ষা করলে তারা আপনাকে অপরাধী বানিয়ে ফেলবে।তারা ধীরে ধীরে আপনার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নিবে যে আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করবেন।
আপনি কি করবেন, কাদের সাথে কথা বলবেন, কোথায় যাবেন সব কিছুতে হস্তক্ষেপ করবে। আর এই নিয়ন্ত্রণকে তারা ভালোবাসার নাম দিয়ে আপনাকে বুঝাবে সে আপনাকে অনেক ভালোবাসে।
সবচেয়ে খারাপ দিক হলো তারা মূহুর্তে বদলে যাবে। আজকে আপনাকে আদর করবে কালকে এমনভাবে উপেক্ষা করবে যেন আপনি কখনোই তার জীবনের অংশ ছিলেন না। কোনো ভুল হলে দোষ সবসময় আপনার হবে, তাদের নয়। কারণ তাদের চোখে তারা সবসময় সঠিক। আর আপনি সবসময় ভুল।
যখনই বুঝবেন কারো উপস্তিতে আপনি শান্তি হারাচ্ছেন, হাসতে ভুলে যাচ্ছেন, আত্মবিশ্বাস হারাচ্ছেন। তাই আগেই বলছি আপনি কোনো খেলনা নয়। সো কেয়ারফুল।🙂🙂🙂