Opin's Silence

Opin's Silence Assalamu- Oylaikum beautiful guys, just a personal blog and for entertainment. Welcome my page and support me.

02/09/2025

নিজে সিঙ্গেল থাকুন বেস্ট ফ্রেন্ডকে ও সিঙ্গেল রাখুন নয়তো তার প্রেম হয়ে গেলে আপনার আজাইরা কথা শোনার টাইম পাবে না 🙂😂😂

19/08/2025

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার কি? 🤔

বন্ধুত্ব, প্রেম বা যে কোনো ধরনের সম্পর্ক হোক না কেনো, তাতে উভয়ই পক্ষের ভারসাম্য বজায় থাকাটা জরুরি। অনেক সময় দেখা যায় কেউ একজন সব সময় চেষ্টা করেই যাচ্ছে অন্য দিকে একজন নিজের স্বার্থ হাসিল করতে ব্যাস্ত। এমনটা হবার সম্ভাবনা অনেক বেশি থাকে,যদি সম্পর্কের একজন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়।

নার্সিসিস্টদের অভিনয় এতো নিখুঁত হয় যে, প্রথমে আপনাকে মনে করাবে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এমন ভাবে যত্ন করবে, এমন ভাবে কথা বলবে,যে মনে হবে, এ যেন আপনার স্বপ্নের মানুষ। কিন্তু আস্তে আস্তে আপনি টের পাবেন এটা ভালোবাসা নয়, এটা একধরনের মানসিক শোষণ।

তারা আপনার হাসি,কান্না, কষ্ট সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবে। আপনার অনুভূতিকে তুচ্ছ করে দিবে। কষ্ট প্রকাশ করলে বলবে আপনি বাড়িয়ে বলছেন বা ড্রামা করছেন। অথচ তাদের সামান্য কষ্টও উপেক্ষা করলে তারা আপনাকে অপরাধী বানিয়ে ফেলবে।তারা ধীরে ধীরে আপনার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নিবে যে আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করবেন।

আপনি কি করবেন, কাদের সাথে কথা বলবেন, কোথায় যাবেন সব কিছুতে হস্তক্ষেপ করবে। আর এই নিয়ন্ত্রণকে তারা ভালোবাসার নাম দিয়ে আপনাকে বুঝাবে সে আপনাকে অনেক ভালোবাসে।
সবচেয়ে খারাপ দিক হলো তারা মূহুর্তে বদলে যাবে। আজকে আপনাকে আদর করবে কালকে এমনভাবে উপেক্ষা করবে যেন আপনি কখনোই তার জীবনের অংশ ছিলেন না। কোনো ভুল হলে দোষ সবসময় আপনার হবে, তাদের নয়। কারণ তাদের চোখে তারা সবসময় সঠিক। আর আপনি সবসময় ভুল।

যখনই বুঝবেন কারো উপস্তিতে আপনি শান্তি হারাচ্ছেন, হাসতে ভুলে যাচ্ছেন, আত্মবিশ্বাস হারাচ্ছেন। তাই আগেই বলছি আপনি কোনো খেলনা নয়। সো কেয়ারফুল।🙂🙂🙂

09/08/2025

গাছের রাজ্য😍😍😍😍

Jumma mubarak guyes😍😍😍
01/08/2025

Jumma mubarak guyes😍😍😍

জীবনের গল্প গুলো আজ কোথায় নিয়ে দাড় করিয়েছে 🙂🙂🙂
23/07/2025

জীবনের গল্প গুলো আজ কোথায় নিয়ে দাড় করিয়েছে 🙂🙂🙂

ছবি তুইল্লা শান্তি নাই আংকেলটা চলে আসছে 🫢🫢
12/07/2025

ছবি তুইল্লা শান্তি নাই আংকেলটা চলে আসছে 🫢🫢

05/07/2025

আমার কিছু প্রশ্ন থেকে গেলো। এই প্রশ্ন গুলোর উত্তর কে দিবে😐😐😐
১.ফ্রন্ট ম্যান কেনো এই খেলার সাথে জড়িত?
২. ফ্রন্ট ম্যান খেলায় বিজয়ী হওয়ার পর কেনো ফ্রন্ট ম্যান হলো।
৩.VIP রা কারা? তাদের পরিচয় কি?

দম বন্ধ হওয়ার মতো একটা সিরিজ যেখানে কোনো বোরিং ফিল নাই। আমার দেখা বেস্ট সিরিজ। ইন্ডিংডা আমাকে অনেক কষ্ট দিয়েছে 456 ফিরে আসতে পারতো যদি সে বাটনে ক্লিক করতো😭😭

Address

Narayanganj
5230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Opin's Silence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category